ETV Bharat / state

গরম তেল ঢেলে নারকীয়ভাবে গৃহবধূকে হত্যা ! পুলিশে অভিযোগ স্বামীর - Woman Brutally Killed

Woman Death in Malda: মালদার গৃহবধূকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ ৷ স্ত্রীর মৃত্যুর তদন্ত চেয়ে থানার দ্বারস্থ স্বামী ৷ পরকীয়ার জেরে এই ঘটনা বলে পুলিশের অনুমান ৷

Woman Brutally Killed
গৃহবধূকে হত্যার অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 7:14 PM IST

মালদা, 13 জুলাই: গৃহবধূর গায়ে গরম তেল ঢেলে নরকীয়ভাবে হত্যার অভিযোগ। দীর্ঘ লড়াই চালানোর পর শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মানেন মহিলা । দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃত গৃহবধূর নাম রুবি খাতুন (23)। বাড়ি চাঁচল থানার অন্তর্গত মল্লিক পাড়ায় ।

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 8 বছর আগে স্থানীয় যুবক ইসরাইল হকের সঙ্গে বিয়ে হয় রুবির । তাঁদের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে । স্বামীর দাবি, মাস তিনেক আগে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন রুবি । হরিয়ানার যাওয়ার মাস খানেক পর থেকে ইসরাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন । নানাভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ইসরাইল ।

অবশেষে এক ঠিকাদারের সঙ্গে যোগযোগ করে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী আপাতত বিহারে আছেন। তাঁর গায়ে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় রুবি ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । তড়িঘড়ি সেখানে ছুটে যান ইসরাইল। গত 1 তারিখ সেখান থেকে স্ত্রীকে মালদায় নিয়ে আসেন ৷ প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরে মালদা মেডিক্যালে ভর্তি করেন স্ত্রীকে । এরপর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রুবি খাতুনের মৃত্যু হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরকীয়া থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে ।

ইসরাইল বলেন, "হরিয়ানায় যাওয়ার পর থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় । কুরবানির সময় এক ঠিকাদারকে ফোন করে জানতে পারি, স্ত্রী কাজ ছেড়ে বিহারের আনন্দপুরের বাসিন্দা মেহতাবের বাড়িতে গিয়েছে । আরও কিছুদিন পর খোঁজ আসে, সেখানে মেহতাবের স্ত্রী-সহ তিনজন মিলে রুবির গায়ে গরম তেল ঢেলে দিয়েছে । স্ত্রীর বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ভাগলপুরে চিকিৎসাধীন ।

তাঁর কথায়, "গত 1 তারিখ স্ত্রীকে মালদায় এনে মালদা মেডিক্যালে ভর্তি করি । জানতে পারি, গত 21 জুন আচমকই এই ঘটনা ঘটেছে । সমস্ত ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ভোরে স্ত্রীর মৃত্যু হয়েছে । কী কারণে স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে হত্যা করা হল তা বুঝতে পারছি না ।"

মালদা, 13 জুলাই: গৃহবধূর গায়ে গরম তেল ঢেলে নরকীয়ভাবে হত্যার অভিযোগ। দীর্ঘ লড়াই চালানোর পর শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মানেন মহিলা । দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃত গৃহবধূর নাম রুবি খাতুন (23)। বাড়ি চাঁচল থানার অন্তর্গত মল্লিক পাড়ায় ।

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 8 বছর আগে স্থানীয় যুবক ইসরাইল হকের সঙ্গে বিয়ে হয় রুবির । তাঁদের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে । স্বামীর দাবি, মাস তিনেক আগে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন রুবি । হরিয়ানার যাওয়ার মাস খানেক পর থেকে ইসরাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন । নানাভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ইসরাইল ।

অবশেষে এক ঠিকাদারের সঙ্গে যোগযোগ করে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী আপাতত বিহারে আছেন। তাঁর গায়ে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় রুবি ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । তড়িঘড়ি সেখানে ছুটে যান ইসরাইল। গত 1 তারিখ সেখান থেকে স্ত্রীকে মালদায় নিয়ে আসেন ৷ প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরে মালদা মেডিক্যালে ভর্তি করেন স্ত্রীকে । এরপর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রুবি খাতুনের মৃত্যু হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরকীয়া থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে ।

ইসরাইল বলেন, "হরিয়ানায় যাওয়ার পর থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় । কুরবানির সময় এক ঠিকাদারকে ফোন করে জানতে পারি, স্ত্রী কাজ ছেড়ে বিহারের আনন্দপুরের বাসিন্দা মেহতাবের বাড়িতে গিয়েছে । আরও কিছুদিন পর খোঁজ আসে, সেখানে মেহতাবের স্ত্রী-সহ তিনজন মিলে রুবির গায়ে গরম তেল ঢেলে দিয়েছে । স্ত্রীর বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ভাগলপুরে চিকিৎসাধীন ।

তাঁর কথায়, "গত 1 তারিখ স্ত্রীকে মালদায় এনে মালদা মেডিক্যালে ভর্তি করি । জানতে পারি, গত 21 জুন আচমকই এই ঘটনা ঘটেছে । সমস্ত ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ভোরে স্ত্রীর মৃত্যু হয়েছে । কী কারণে স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে হত্যা করা হল তা বুঝতে পারছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.