ETV Bharat / state

বন্যা দুর্গতের বাঁচাতে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু - Malda Flood Situation - MALDA FLOOD SITUATION

Khagen Murmu Meets Nitish Kumar: ভাঙন ও বন্যা থেকে মানুষকে বাঁচাতে নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ বিহারের বাঁধ আরও প্রসারিত করার দাবি ৷ দ্রুত এই কাজের সার্ভে শুরু করার আশ্বাস দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

khagen Murmu Meets Nitish kumar
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু (ডানদিক থেকে) (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 6:52 PM IST

মালদা, 8 জুলাই: বন্যা হলেই নদীগ্রাসে যায় মালদার রতুয়া 1নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম ৷ গৃহহীন হতে হয় রতুয়ার এই দুই এলাকার গ্রামবাসীকে ৷ এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা দুর্গতদের বাঁচাতে সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷

বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (ইটিভি ভারত)

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর আর্জি, বিহার সরকার তাদের নদীবাঁধ যদি আরও সাড়ে তিন কিলোমিটার প্রসারিত করে, তবে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা পাবেন মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত ৷ এই এলাকায় 40 হাজারেরও বেশি মানুষের বসাবাস ৷ সাংসদের দাবি, তাঁর আবেদন গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ দ্রুত ওই কাজের সার্ভে শুরু করার আশ্বাসও দিয়েছেন তিনি ৷

পটনায় বিহারের মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এরপর একটি ভিডিয়োবার্তায় খগেন বলেন, "নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বিহারের সেচমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত ছিলেন ৷ আমরা তাঁদের সমস্ত বিষয়টি বিস্তারিত ভাবে বর্ণনা করেছি ৷ বিহার সরকার ভবানীপুর পর্যন্ত গঙ্গার যে বাঁধের কাজ করেছে, সেই বাঁধটি সম্ভবত বিহারের শেষ সীমানা ৷ তবে সেটিকে মানিকচক ব্লকের গদাই চর পর্যন্ত যদি আরও সাড়ে তিন কিলোমিটার প্রসারিত করা যায়, তবে খানিকটা হলেও মহানন্দটোলা ও বিলাইমারির মানুষ বাঁচবেন ৷ নদী ভাঙনও কমতে পারে ৷"

এই বৈঠকের পরই বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, নীতীশ কুমার-সহ বিহারের সেচমন্ত্রী এবং দফতরের আধিকারিকরা আমাদের আবেদন শুনেছেন ৷ সেচ দফতরের ইঞ্জিনিয়াররা গঙ্গার এলাকাটি খতিয়ে দেখবেন ৷ পুরো বিষয়টি সার্ভে করে দেখবেন ৷ তারপর যা পদক্ষেপ নেওয়ার নেবেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী এই আবেদনে সাড়া দেওয়ায় আশ্বস্ত হয়েছেন তিনি ৷

পাশাপাশি সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানোর কথা বলেছেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলব, ঘুমিয়ে না থেকে তিনিও যেন নীতীশজি'র মতো দ্রুততার সঙ্গে এই বিষয়ে পদক্ষেপ নেন ৷ ভাঙন রোধের কাজে কেন্দ্র-রাজ্যের দূরত্ব কমাতে তিনি উদ্যোগ নিন ৷ এই প্রসঙ্গে রতুয়ার 300 দুর্গত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি ৷

মালদা, 8 জুলাই: বন্যা হলেই নদীগ্রাসে যায় মালদার রতুয়া 1নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম ৷ গৃহহীন হতে হয় রতুয়ার এই দুই এলাকার গ্রামবাসীকে ৷ এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা দুর্গতদের বাঁচাতে সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷

বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (ইটিভি ভারত)

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর আর্জি, বিহার সরকার তাদের নদীবাঁধ যদি আরও সাড়ে তিন কিলোমিটার প্রসারিত করে, তবে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা পাবেন মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত ৷ এই এলাকায় 40 হাজারেরও বেশি মানুষের বসাবাস ৷ সাংসদের দাবি, তাঁর আবেদন গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ দ্রুত ওই কাজের সার্ভে শুরু করার আশ্বাসও দিয়েছেন তিনি ৷

পটনায় বিহারের মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এরপর একটি ভিডিয়োবার্তায় খগেন বলেন, "নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বিহারের সেচমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত ছিলেন ৷ আমরা তাঁদের সমস্ত বিষয়টি বিস্তারিত ভাবে বর্ণনা করেছি ৷ বিহার সরকার ভবানীপুর পর্যন্ত গঙ্গার যে বাঁধের কাজ করেছে, সেই বাঁধটি সম্ভবত বিহারের শেষ সীমানা ৷ তবে সেটিকে মানিকচক ব্লকের গদাই চর পর্যন্ত যদি আরও সাড়ে তিন কিলোমিটার প্রসারিত করা যায়, তবে খানিকটা হলেও মহানন্দটোলা ও বিলাইমারির মানুষ বাঁচবেন ৷ নদী ভাঙনও কমতে পারে ৷"

এই বৈঠকের পরই বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, নীতীশ কুমার-সহ বিহারের সেচমন্ত্রী এবং দফতরের আধিকারিকরা আমাদের আবেদন শুনেছেন ৷ সেচ দফতরের ইঞ্জিনিয়াররা গঙ্গার এলাকাটি খতিয়ে দেখবেন ৷ পুরো বিষয়টি সার্ভে করে দেখবেন ৷ তারপর যা পদক্ষেপ নেওয়ার নেবেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী এই আবেদনে সাড়া দেওয়ায় আশ্বস্ত হয়েছেন তিনি ৷

পাশাপাশি সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানোর কথা বলেছেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলব, ঘুমিয়ে না থেকে তিনিও যেন নীতীশজি'র মতো দ্রুততার সঙ্গে এই বিষয়ে পদক্ষেপ নেন ৷ ভাঙন রোধের কাজে কেন্দ্র-রাজ্যের দূরত্ব কমাতে তিনি উদ্যোগ নিন ৷ এই প্রসঙ্গে রতুয়ার 300 দুর্গত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.