ETV Bharat / state

প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:49 PM IST

Updated : Feb 16, 2024, 2:20 PM IST

Higher Secondary Exam: পরীক্ষা শুরুর দিনই মালদায় নাকাল হতে হল উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীদের ৷ ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সমস্যায় পড়তে হয় ৷ পরে তারা কোনোমতে সঠিক জায়গায় পৌঁছয় ৷ অন্যদিকে জলপাইগুড়িতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর পরীক্ষার্থীদের চেকিংয়ের পরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় ৷

Higher Secondary Exam
Higher Secondary Exam

প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল

মালদা ও জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্র নিয়ে বিভ্রাট ৷ শেষ মুহূর্তে কোনোমতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন পরীক্ষার্থীরা ৷ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন অভিভাবকরা ৷ পুরো ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

পুরাতন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়েছিল ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ অভিযোগ, মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ বিশ্বাস ফেয়ারওয়েলের দিন পরীক্ষার্থীদের জানান, তাদের পরীক্ষার সিট পড়বে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ পরীক্ষার তিনদিন আগে অ্যাডমিট পাওয়ায় পড়ুয়াদের কেউই পরীক্ষাকেন্দ্রের বিষয়টি আর যাচাই করেননি ৷

শুক্রবার সকালে ওই স্কুলের পরীক্ষার্থীরা মুচিয়া চন্দ্রমোহন স্কুলে গিয়ে দেখেন তাদের পরীক্ষার সিট সেখানে পড়েনি ৷ খোঁজ করে পরীক্ষার্থীরা জানতে পারেন, তাদের পরীক্ষার সিট পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ তড়িঘড়ি পরীক্ষার্থীরা কোনোমতে স্কুলে পৌঁছান ৷ অনেকেই পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে পৌঁছান ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা ৷

Higher Secondary Exam
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জলপাইগুড়ির পুলিশ সুপারের৷

এক অভিভাবক হুমায়ুন রশিদ মণ্ডল বলেন, “আমার মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৷ এতদিন ধরে আমরা জানি, বাচ্চাদের পরীক্ষার সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ যথারীতি বাচ্চারা ওই স্কুলে চলে যায় ৷ কিন্তু অ্যাডমিটের রোল নম্বর না মেলায় খোঁজ করে জানা যায় বাচ্চাদের সিট পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ বাচ্চারা তড়িঘড়ি ওই স্কুলের দিকে ছুটে যায় ৷ যেভাবে বাচ্চারা ছুটে এসেছে তাতে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারত ৷ এই ঘটনার জন্য পুরোপুরি স্কুল কর্তৃপক্ষ দায়ী ৷ আমরা চাই পর্ষদ এই ঘটনার ব্যবস্থা নিক ৷ আগামিদিনে যাতে বাচ্চাদের এই সমস্যায় না পড়তে হয় ৷”

মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ অভিভাবকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষকের ছেলেও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ায় তিনি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করেননি ৷

অন্যদিকে এই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হল । জলপাইগুড়িতে এই ঘটনা চোখে পড়েছে ৷ কোনও ধরনের ধাতব সামগ্রী বা মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষার্থীরা প্রবেশ করতে না পারেন, সেই কারণে এই ব্যবস্থা করা হয় ৷

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত । পাশাপাশি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার । তিনি জানান, মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ভালোভাবে ও শান্তিপূর্ণ ভাবে হবে শেষ হবে ।

এদিকে জেলার জঙ্গল সংলগ্ন ও প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় প্রশাসন ও বনবিভাগ । প্রত্যেক হাতির করিডোরে বনকর্মীরা টহল দিয়েছেন । এবার জলপাইগুড়ি জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা 18 হাজার 500 । এর মধ্যে ছাত্রের সংখ্যা সাড়ে সাত হাজার ও ছাত্রীর সংখ্যা 11 হাজার । জেলায় মোট পরীক্ষাকেন্দ্র 75টি । স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে 11টি ।

আরও পড়ুন:

  1. ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি
  2. তিনদিন আগেও মেলেনি অ্যাডমিট, প্রধান শিক্ষককে কাঠগড়ায় তুলে আত্মহত্যার হুমকি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
  3. পরীক্ষার আগে রহস্যজনকভাবে উধাও উচ্চমাধ্যমিকের ছাত্রী, ফের আতঙ্ক মালদায়

প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল

মালদা ও জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্র নিয়ে বিভ্রাট ৷ শেষ মুহূর্তে কোনোমতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেন পরীক্ষার্থীরা ৷ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন অভিভাবকরা ৷ পুরো ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

পুরাতন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়েছিল ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ অভিযোগ, মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ বিশ্বাস ফেয়ারওয়েলের দিন পরীক্ষার্থীদের জানান, তাদের পরীক্ষার সিট পড়বে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ পরীক্ষার তিনদিন আগে অ্যাডমিট পাওয়ায় পড়ুয়াদের কেউই পরীক্ষাকেন্দ্রের বিষয়টি আর যাচাই করেননি ৷

শুক্রবার সকালে ওই স্কুলের পরীক্ষার্থীরা মুচিয়া চন্দ্রমোহন স্কুলে গিয়ে দেখেন তাদের পরীক্ষার সিট সেখানে পড়েনি ৷ খোঁজ করে পরীক্ষার্থীরা জানতে পারেন, তাদের পরীক্ষার সিট পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ তড়িঘড়ি পরীক্ষার্থীরা কোনোমতে স্কুলে পৌঁছান ৷ অনেকেই পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে পৌঁছান ৷ এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা ৷

Higher Secondary Exam
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জলপাইগুড়ির পুলিশ সুপারের৷

এক অভিভাবক হুমায়ুন রশিদ মণ্ডল বলেন, “আমার মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৷ এতদিন ধরে আমরা জানি, বাচ্চাদের পরীক্ষার সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ যথারীতি বাচ্চারা ওই স্কুলে চলে যায় ৷ কিন্তু অ্যাডমিটের রোল নম্বর না মেলায় খোঁজ করে জানা যায় বাচ্চাদের সিট পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ বাচ্চারা তড়িঘড়ি ওই স্কুলের দিকে ছুটে যায় ৷ যেভাবে বাচ্চারা ছুটে এসেছে তাতে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারত ৷ এই ঘটনার জন্য পুরোপুরি স্কুল কর্তৃপক্ষ দায়ী ৷ আমরা চাই পর্ষদ এই ঘটনার ব্যবস্থা নিক ৷ আগামিদিনে যাতে বাচ্চাদের এই সমস্যায় না পড়তে হয় ৷”

মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ অভিভাবকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষকের ছেলেও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ায় তিনি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করেননি ৷

অন্যদিকে এই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হল । জলপাইগুড়িতে এই ঘটনা চোখে পড়েছে ৷ কোনও ধরনের ধাতব সামগ্রী বা মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষার্থীরা প্রবেশ করতে না পারেন, সেই কারণে এই ব্যবস্থা করা হয় ৷

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত । পাশাপাশি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার । তিনি জানান, মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ভালোভাবে ও শান্তিপূর্ণ ভাবে হবে শেষ হবে ।

এদিকে জেলার জঙ্গল সংলগ্ন ও প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় প্রশাসন ও বনবিভাগ । প্রত্যেক হাতির করিডোরে বনকর্মীরা টহল দিয়েছেন । এবার জলপাইগুড়ি জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা 18 হাজার 500 । এর মধ্যে ছাত্রের সংখ্যা সাড়ে সাত হাজার ও ছাত্রীর সংখ্যা 11 হাজার । জেলায় মোট পরীক্ষাকেন্দ্র 75টি । স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে 11টি ।

আরও পড়ুন:

  1. ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি
  2. তিনদিন আগেও মেলেনি অ্যাডমিট, প্রধান শিক্ষককে কাঠগড়ায় তুলে আত্মহত্যার হুমকি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
  3. পরীক্ষার আগে রহস্যজনকভাবে উধাও উচ্চমাধ্যমিকের ছাত্রী, ফের আতঙ্ক মালদায়
Last Updated : Feb 16, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.