ETV Bharat / state

শুক্রবারও বাতিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, টিকিট মূল্য ফেরত পাবেন যাত্রীরা - Maitree Express remains suspended - MAITREE EXPRESS REMAINS SUSPENDED

Kolkata-Dhaka Train Cancel: শুক্রবার অর্থাৎ 9 অগস্ট বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বুধবার এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শর্তসাপেক্ষ যাত্রীরা ফেরত পাবেন টিকিটের দাম ৷ জেনে নিন, কোথা থেকে ও কীভাবে ফেরত পাবেন টিকিটের মূল্য ৷

Kolkata  Dhaka Train Cancel
বাতিল মৈত্রী এক্সপ্রেস পরিষেবা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 9:19 AM IST

Updated : Aug 8, 2024, 9:43 AM IST

কলকাতা, 8 অগস্ট: ওপর বাংলায় শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার প্রক্রিয়া ৷ তবে পরিস্থিতি এখনও থমথমে ৷ ধীরে ধীরে শুরু হচ্ছে দুই বাংলার মধ্যে পণ্য পরিষেবা ৷ তবে দুই দেশের ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক নয় ৷ আগামী 9 অগস্ট দুই বাংলার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে ৷ শুক্রবার অর্থাৎ 9 অগস্ট ফের বন্ধ থাকছে 13109 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ৷ পাশাপাশি 13107 ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ পূর্ব রেলের এক আধিকারিক জানান, তিন সপ্তাহ ধরে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস বাতিল হয়েছে ৷ ফলে যাত্রী সংখ্যা অনেক কমে এসেছে ৷ তবে 9 অগস্টের জন্য টিকিট যাঁরা আগে কেটেছিলেন, তাঁদের শর্তসাপেক্ষে টিকিটের পুরো অর্থই ফিরিয়ে দেওয়া হবে।

টাকা ফেরতের শর্ত:

  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে। শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পড় থেকেই বাতিল করা হয়েছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পরিষেবা। দুই পড়শি দেশের মধ্যে মূলত চিকিৎসা, পড়াশোনা, পর্যটন এবং অন্যান্য কারণে এই ট্রেনগুলোর চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই স্বাভাবিকভাবেই এই ট্রেনগুলোর পরিষেবা বাতিল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ নাগরিক সুরক্ষার বিষয়ে ঝুঁকি নিয়ে চায় না দুই দেশের সরকার ৷

তাই বাংলাদেশ সরকারের অনুরোধে বাতিল করা হয়েছে মৈত্রী বন্ধনের পরিষেবা। ইতিমধ্য়েই বাংলাদেশ ও বাংলার মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার জুড়ে রয়েছে দুই দেশের সীমানা তাই নিরাপত্তা বলয় অনেক বেশি জোরদার করা হয়েছে ৷ যাত্রী পরিবহণে প্রভাব পড়লেও ওপর বাংলা থেকে বিমান এসে পৌঁছেছে এই দেশে ৷ অন্যদিকে, কলকাতা থেকে আপাতত সারাদিনে তিনবার বাস ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে।

কলকাতা, 8 অগস্ট: ওপর বাংলায় শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার প্রক্রিয়া ৷ তবে পরিস্থিতি এখনও থমথমে ৷ ধীরে ধীরে শুরু হচ্ছে দুই বাংলার মধ্যে পণ্য পরিষেবা ৷ তবে দুই দেশের ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক নয় ৷ আগামী 9 অগস্ট দুই বাংলার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে ৷ শুক্রবার অর্থাৎ 9 অগস্ট ফের বন্ধ থাকছে 13109 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ৷ পাশাপাশি 13107 ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ পূর্ব রেলের এক আধিকারিক জানান, তিন সপ্তাহ ধরে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস বাতিল হয়েছে ৷ ফলে যাত্রী সংখ্যা অনেক কমে এসেছে ৷ তবে 9 অগস্টের জন্য টিকিট যাঁরা আগে কেটেছিলেন, তাঁদের শর্তসাপেক্ষে টিকিটের পুরো অর্থই ফিরিয়ে দেওয়া হবে।

টাকা ফেরতের শর্ত:

  • কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে। শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
  • টিকিট হারিয়ে গেলে টাকা ফেরানো হবে না।
  • বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারে পিআরএসের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পড় থেকেই বাতিল করা হয়েছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পরিষেবা। দুই পড়শি দেশের মধ্যে মূলত চিকিৎসা, পড়াশোনা, পর্যটন এবং অন্যান্য কারণে এই ট্রেনগুলোর চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই স্বাভাবিকভাবেই এই ট্রেনগুলোর পরিষেবা বাতিল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ নাগরিক সুরক্ষার বিষয়ে ঝুঁকি নিয়ে চায় না দুই দেশের সরকার ৷

তাই বাংলাদেশ সরকারের অনুরোধে বাতিল করা হয়েছে মৈত্রী বন্ধনের পরিষেবা। ইতিমধ্য়েই বাংলাদেশ ও বাংলার মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার জুড়ে রয়েছে দুই দেশের সীমানা তাই নিরাপত্তা বলয় অনেক বেশি জোরদার করা হয়েছে ৷ যাত্রী পরিবহণে প্রভাব পড়লেও ওপর বাংলা থেকে বিমান এসে পৌঁছেছে এই দেশে ৷ অন্যদিকে, কলকাতা থেকে আপাতত সারাদিনে তিনবার বাস ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে।

Last Updated : Aug 8, 2024, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.