ETV Bharat / state

অভিযুক্তের সঙ্গে ছবি ! আড়িয়াদহকাণ্ডে সৌগত-জয়ন্ত যোগের পালটা ইঙ্গিত মদনের - Madan Mitra on Ariadaha Case - MADAN MITRA ON ARIADAHA CASE

Madan on Sougata over Ariadaha Incident: আড়িয়াদহকাণ্ডে সৌগত রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পালটা দিলেন মদন মিত্র ৷ তাঁর সঙ্গে অভিযুক্তের ছবি প্রকাশ্যে এনে আর কী বললেন কামরহাটির বিধায়ক ?

Madan on Sougata over Ariadaha Incident
আড়িয়াদহকাণ্ড নিয়ে সৌগতকে তোপ মদনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 2:18 PM IST

কলকাতা, 4 জুলাই: আড়িয়াদহে গণপিটুনির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত প্রকাশ্যে । মূল অভিযুক্তের সঙ্গে ছবি প্রকাশ্যে আসায় একে অপরকে নিয়ে কথা কাটাকাটিতে জড়ালেন মদন মিত্র ও সৌগত রায় ৷ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে কাঠগড়ায় তোলেন সৌগত রায় । তিনি জানান, আড়িয়াদহকাণ্ডে নাম জড়ানো জয়ন্ত সিং মদন মিত্র ঘনিষ্ঠ । তাঁর সঙ্গে জয়ন্ত সিংয়ের একটি ছবি প্রকাশ্যে এনে এই কথা বলেন । বুধবার বিধানসভায় সেই বিষয় নিয়ে বলতে গিয়েই সৌগত রায় প্রসঙ্গ টেনে আনলেন আনেন মদন মিত্র ।

মদন মিত্রের বক্তব্য় (নিজস্ব ভিডিয়ো)

যদিও এদিন আড়িয়াদহকাণ্ডে কোনওভাবেই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেননি এই তৃণমূল বিধায়ক । বরং, তাঁর বক্তব্য এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত । এদিন মদন মিত্র বলেন, "এই যে ছেলেটি জয়ন্ত, দেখা যাচ্ছে আমি তার সঙ্গে কানে কানে কথা বলছি । আমি তাদের এটাই বলেছিলাম, খুব খারাপ দিন আসছে । এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে তোমরা মরবে ৷ আমি ওকে চিনতাম, সে মহামেডানের ক্যাপ্টেন প্রিয়ন্ত সিংয়ের দাদা । আমাকে ফুটবল খেলা দেখতে নিয়ে গিয়েছিল সেখানেই আলাপ । আমার সঙ্গে যখন পরিচয় ছিল তখন তো ওর (জয়ন্ত)-র হাতে বন্দুক ছিল না ।"

  • আড়িয়াদহর ঘটনায় ফেরার মূল অভিযুক্ত জয়ন্ত সিং, দলীয় কর্মীর কুকীর্তিতে চাপে তৃণমূল

এরপরই তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে আঙুল তুলে তাঁর সঙ্গে জয়ন্ত সিংয়ের যোগাযোগের কথা বলেন । ছবি দেখিয়ে তিনি বলেন, "সৌগত রায়ের সঙ্গেও জয়ন্ত সিংয়ের ছবি রয়েছে । লাইনে দাঁড়িয়ে করমর্দন করছেন । উনি যে আমার বিরুদ্ধে সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে ঘোরার অভিযোগ তুলছেন, তাহলে এটা কী ? আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কার মনে কী আছে ৷"

মদন মিত্রের এই অভিযোগ পাওয়ার পর ইটিভি ভারত সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি । তবে এই ঘটনা নিয়ে তিনি আগেই সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন । সেখানে তিনি জানিয়েছিলেন, ইতিমধ্যেই জয়ন্ত সিং নিয়ে তাঁর সঙ্গে পুলিশের কথা হয়েছে । এ বিষয়ে কড়া শাস্তির ব্যবস্থা করার সুপারিশ করেছেন তিনি । একই সঙ্গে মদন মিত্র নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল । এক্ষেত্রে তিনি জানিয়েছিলেন, মদন মিত্র নিয়ে কোনও প্রশ্নের জবাব দেবেন না ।

কলকাতা, 4 জুলাই: আড়িয়াদহে গণপিটুনির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত প্রকাশ্যে । মূল অভিযুক্তের সঙ্গে ছবি প্রকাশ্যে আসায় একে অপরকে নিয়ে কথা কাটাকাটিতে জড়ালেন মদন মিত্র ও সৌগত রায় ৷ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে কাঠগড়ায় তোলেন সৌগত রায় । তিনি জানান, আড়িয়াদহকাণ্ডে নাম জড়ানো জয়ন্ত সিং মদন মিত্র ঘনিষ্ঠ । তাঁর সঙ্গে জয়ন্ত সিংয়ের একটি ছবি প্রকাশ্যে এনে এই কথা বলেন । বুধবার বিধানসভায় সেই বিষয় নিয়ে বলতে গিয়েই সৌগত রায় প্রসঙ্গ টেনে আনলেন আনেন মদন মিত্র ।

মদন মিত্রের বক্তব্য় (নিজস্ব ভিডিয়ো)

যদিও এদিন আড়িয়াদহকাণ্ডে কোনওভাবেই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেননি এই তৃণমূল বিধায়ক । বরং, তাঁর বক্তব্য এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত । এদিন মদন মিত্র বলেন, "এই যে ছেলেটি জয়ন্ত, দেখা যাচ্ছে আমি তার সঙ্গে কানে কানে কথা বলছি । আমি তাদের এটাই বলেছিলাম, খুব খারাপ দিন আসছে । এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে তোমরা মরবে ৷ আমি ওকে চিনতাম, সে মহামেডানের ক্যাপ্টেন প্রিয়ন্ত সিংয়ের দাদা । আমাকে ফুটবল খেলা দেখতে নিয়ে গিয়েছিল সেখানেই আলাপ । আমার সঙ্গে যখন পরিচয় ছিল তখন তো ওর (জয়ন্ত)-র হাতে বন্দুক ছিল না ।"

  • আড়িয়াদহর ঘটনায় ফেরার মূল অভিযুক্ত জয়ন্ত সিং, দলীয় কর্মীর কুকীর্তিতে চাপে তৃণমূল

এরপরই তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে আঙুল তুলে তাঁর সঙ্গে জয়ন্ত সিংয়ের যোগাযোগের কথা বলেন । ছবি দেখিয়ে তিনি বলেন, "সৌগত রায়ের সঙ্গেও জয়ন্ত সিংয়ের ছবি রয়েছে । লাইনে দাঁড়িয়ে করমর্দন করছেন । উনি যে আমার বিরুদ্ধে সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে ঘোরার অভিযোগ তুলছেন, তাহলে এটা কী ? আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কার মনে কী আছে ৷"

মদন মিত্রের এই অভিযোগ পাওয়ার পর ইটিভি ভারত সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি । তবে এই ঘটনা নিয়ে তিনি আগেই সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন । সেখানে তিনি জানিয়েছিলেন, ইতিমধ্যেই জয়ন্ত সিং নিয়ে তাঁর সঙ্গে পুলিশের কথা হয়েছে । এ বিষয়ে কড়া শাস্তির ব্যবস্থা করার সুপারিশ করেছেন তিনি । একই সঙ্গে মদন মিত্র নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল । এক্ষেত্রে তিনি জানিয়েছিলেন, মদন মিত্র নিয়ে কোনও প্রশ্নের জবাব দেবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.