ETV Bharat / state

নির্বাচনে সবাই লড়তে চায়, সেটা সম্ভব নয়; রুদ্রনীল প্রসঙ্গে মন্তব্য দিলীপের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপির থেকে টিকিট না পেয়ে নিজের অভিমান চেপে রাখেননি রুদ্রনীল ঘোষ ৷ তবে, তাঁর এই ক্ষোভের কোনও কারণ দেখছেন না বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ জানিয়ে দিলেন, সবাইকে তো প্রার্থী করা যায় না ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 12:15 PM IST

বর্ধমান-দুর্গাপুরে প্রাতঃভ্রমণে নির্বাচনী প্রচার দিলীপ ঘোষের

বর্ধমান, 30 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে একটা সময় রুদ্রনীল ঘোষের নাম শোনা গিয়েছিল ৷ কিন্তু, সেখানে বিজেপি তথা সংঘের ঘনিষ্ঠ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ এমনকি অন্য আসনেও নাম ছিল না রুদ্রনীলের ৷ যা নিয়ে মন খারাপের কথা ইটিভি ভারতকে জানিয়ে ছিলেন তিনি ৷ তবে, সেই অভিমান ভুলে প্রচারে নেমেছেন রুদ্রনীল ৷ যা নিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, "সবাই দলে আসেন, প্রার্থী হতে চান, কিন্তু, সবাইকে তো আর টিকিট দেওয়া যায় না !"

দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট বিজেপি কারও ব্যক্তিগত পছন্দের জায়গা নয় ৷ সেখানে সংগঠন ও শীর্ষ নেতৃত্বের কথাই শেষ ৷ তাই তিনি বলেন, "সবাই দলের কর্মী, সবাই দলের হয়ে কাজ করবে ৷ সবার একটা ইচ্ছে থাকেই ৷ কিন্তু, সবার ইচ্ছা তো আর সবসময় পূরণ হয় না ৷ কিন্তু, দলের কাজ সবাইকে করতে হবে ৷ বহু লোক এসেছিলেন, ভোটে দাঁড়াতে ৷ তাই বলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয় ৷ তাঁকে দল কোনও না কোনও কাজ দেবে ৷ তিনি তো দলের কাজের জন্যই এসেছেন ৷"

দিলীপ ঘোষের বক্তব্যে শেষ থেকে শুরু, পুরোটাই ছিল দল বিজেপি ৷ উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন রুদ্রনীল ঘোষ ৷ সেই সময় শোভন দেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 29 হাজারের কাছাকাছি ভোটে হেরেছিলেন তিনি ৷

তবে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচার জমিয়ে দিয়েছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ ৷ প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের প্রচারের একটা বড় অংশ ৷ আর সেটা দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়েও ৷ আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের লোকো ব্লিজ মাঠে ক্রিকেটও খেললেন তিনি ৷

আর প্রতিপক্ষ কীর্তি আজাদ নিয়ে তিনি বললেন, "আমার বিপরীতে কে আছে আমি দেখি না ৷ আমি বোলার দেখি না, আমি বল দেখি ৷ সবে তো শুরু হল, এদিন প্রথম বলে ছক্কা মেরেছি ৷ " তবে, মেদিনীপুরের চেনা পিচ ছেড়ে বর্ধমানের অচেনা কেন্দ্রে প্রার্থী তিনি ৷ এনিয়ে দিলীপের বক্তব্য, "মেদিনীপুরে আমি টিম তৈরি করেছি, পিচ তৈরি করেছি ৷ আমার হাতেই দল ছিল, চিন্তা ছিল না ৷ আর এখানে টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমিই আছি ৷ আর আমার টিমের ফিল্ডাররা রীতিমত তৈরি জেতার জন্য ৷"

তাই আজ চার-ছয় হাঁকানোর পর তৃণমূলের প্রার্থীর নাম-না নিয়েই বার্তা দিলেন, তিনি সব পিচেই খেলেন ৷ ময়দানে এখন তিনি ছাড়া আর কেউ নেই ৷ আর কাউকে মাঝে ডাকার দরকারও নেই ৷

আরও পড়ুন:

  1. বিজেপি'র একাধিক গ্রুপ ছাড়লেন 'অভিমানী' রুদ্রনীল, দলও ছাড়ছেন? শুনল ইটিভি ভারত
  2. সেহওয়াগের থেকে ভালো স্ট্রাইক রেট দিলীপের, কীর্তির 'চুল্লুভর...' মন্তব্যে জবাব শমিকের
  3. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন

বর্ধমান-দুর্গাপুরে প্রাতঃভ্রমণে নির্বাচনী প্রচার দিলীপ ঘোষের

বর্ধমান, 30 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে একটা সময় রুদ্রনীল ঘোষের নাম শোনা গিয়েছিল ৷ কিন্তু, সেখানে বিজেপি তথা সংঘের ঘনিষ্ঠ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ এমনকি অন্য আসনেও নাম ছিল না রুদ্রনীলের ৷ যা নিয়ে মন খারাপের কথা ইটিভি ভারতকে জানিয়ে ছিলেন তিনি ৷ তবে, সেই অভিমান ভুলে প্রচারে নেমেছেন রুদ্রনীল ৷ যা নিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, "সবাই দলে আসেন, প্রার্থী হতে চান, কিন্তু, সবাইকে তো আর টিকিট দেওয়া যায় না !"

দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট বিজেপি কারও ব্যক্তিগত পছন্দের জায়গা নয় ৷ সেখানে সংগঠন ও শীর্ষ নেতৃত্বের কথাই শেষ ৷ তাই তিনি বলেন, "সবাই দলের কর্মী, সবাই দলের হয়ে কাজ করবে ৷ সবার একটা ইচ্ছে থাকেই ৷ কিন্তু, সবার ইচ্ছা তো আর সবসময় পূরণ হয় না ৷ কিন্তু, দলের কাজ সবাইকে করতে হবে ৷ বহু লোক এসেছিলেন, ভোটে দাঁড়াতে ৷ তাই বলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয় ৷ তাঁকে দল কোনও না কোনও কাজ দেবে ৷ তিনি তো দলের কাজের জন্যই এসেছেন ৷"

দিলীপ ঘোষের বক্তব্যে শেষ থেকে শুরু, পুরোটাই ছিল দল বিজেপি ৷ উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন রুদ্রনীল ঘোষ ৷ সেই সময় শোভন দেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 29 হাজারের কাছাকাছি ভোটে হেরেছিলেন তিনি ৷

তবে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচার জমিয়ে দিয়েছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ ৷ প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের প্রচারের একটা বড় অংশ ৷ আর সেটা দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়েও ৷ আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের লোকো ব্লিজ মাঠে ক্রিকেটও খেললেন তিনি ৷

আর প্রতিপক্ষ কীর্তি আজাদ নিয়ে তিনি বললেন, "আমার বিপরীতে কে আছে আমি দেখি না ৷ আমি বোলার দেখি না, আমি বল দেখি ৷ সবে তো শুরু হল, এদিন প্রথম বলে ছক্কা মেরেছি ৷ " তবে, মেদিনীপুরের চেনা পিচ ছেড়ে বর্ধমানের অচেনা কেন্দ্রে প্রার্থী তিনি ৷ এনিয়ে দিলীপের বক্তব্য, "মেদিনীপুরে আমি টিম তৈরি করেছি, পিচ তৈরি করেছি ৷ আমার হাতেই দল ছিল, চিন্তা ছিল না ৷ আর এখানে টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমিই আছি ৷ আর আমার টিমের ফিল্ডাররা রীতিমত তৈরি জেতার জন্য ৷"

তাই আজ চার-ছয় হাঁকানোর পর তৃণমূলের প্রার্থীর নাম-না নিয়েই বার্তা দিলেন, তিনি সব পিচেই খেলেন ৷ ময়দানে এখন তিনি ছাড়া আর কেউ নেই ৷ আর কাউকে মাঝে ডাকার দরকারও নেই ৷

আরও পড়ুন:

  1. বিজেপি'র একাধিক গ্রুপ ছাড়লেন 'অভিমানী' রুদ্রনীল, দলও ছাড়ছেন? শুনল ইটিভি ভারত
  2. সেহওয়াগের থেকে ভালো স্ট্রাইক রেট দিলীপের, কীর্তির 'চুল্লুভর...' মন্তব্যে জবাব শমিকের
  3. ফের বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে সম্বোধন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.