ETV Bharat / state

তালিকায় জীবিতকে 'মৃত' ঘোষণা ! ভোট না দিয়েই বাড়ি ফিরলেন হাওড়ার দম্পতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election in Howrah: পঞ্চম দফা লোকসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল হাওড়ায় ৷ জীবিত দম্পতিকে মৃত বলে ঘোষণা করা হল ভোটার তালিকায় ৷ ফলে ভোট দিতে না পেরে আক্ষেপ করছেন স্বামী-স্ত্রী ।

Lok Sabha Election 2024
ভোট দিতে পারলেন না দম্পতি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 3:15 PM IST

জীবিতকে 'মৃত' ঘোষণা ভোটার তালিকায় (ইটিভি ভারত)

হাওড়া, 20 মে: কমিশনের ভুলে ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা করা হয় জীবিত দম্পতিকে ৷ এর মাশুল দিতে হল জীবিত দম্পতিকে হাওড়ার দুই বাসিন্দাকে ৷ ভোট না দিয়েই বাড়ি ফিরতে হল তাঁদের ৷ ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার সাঁকরাইল ব্লকের মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের 230 নম্বর বুথে ৷

জানা গিয়েছে, নিজেদের স্বচিত্র ভোটের আইডি কার্ড-সহ ভোট দিতে আসেন সাঁকরাইল ব্লক এলাকার দম্পতি নিমাই ও গীতা সর্দার । স্বামী-স্ত্রী ভোট দিতে এসে জানতে পারেন ভোটার লিস্ট অনুযায়ী তাঁরা দুজনেই মৃত । অগত্যা জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত ঘোষণা করায় ভোট না দিয়েই দম্পতিকে ফিরে আসতে হয় । ঘটনাতে ভোটকর্মী-সহ এলাকাবাসীরা সকলেই অবাক হয়ে যান । ভুয়ো ভোটারের খবর একাধিক ঘটলেও হাওড়াতে জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করার ঘটনা নজিরবিহীন ।

এই ঘটনা প্রসঙ্গে ভোটার স্বামী নিমাই সর্দার বলেন, "আমি পঞ্চায়েতের নির্বাচনেও ভোট দিয়েছি । এই বারেও এসেছিলাম ভোট দিতে ৷ তবে ভোট দিতে পারলাম না । আমার নাম মৃত বলে ভোটার লিস্টে আছে । আমি এত কিছু জানি না । তাই কাউকে জিজ্ঞাসাও করিনি । আমার বাড়িতে ভোটের স্লিপ দিতেও কেউ এসেনি ।" একই অভিযোগ আনেন স্ত্রী গীতা সর্দার ৷ তিনি বলেন, "আমরা ভোট দিতে গিয়ে জানতে পারি আমাদের নাম নেই ভোটার লিস্টে । আমার নাম বাদ চলে গিয়েছে । আমাদের মৃত বলে দেখানো হয়েছে । অথচ যারা প্রকৃত মৃত, তাদের নাম আছে ভোটের তালিকাতে । আর আমরা জীবিত আমাদের নাম নেই । তাই এবারে আর ভোট দেওয়া হল না ।"

আরও পড়ুন:

  1. বেলা 12টাতেই নামল অন্ধকার, মুষলধারে বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটদান ; পঞ্চম দফা সরাসরি...
  2. ভোটের সকালে খোশমেজাজে রচনা, গরম উপেক্ষা করে বুথে-বুথে 'দিদি নম্বর ওয়ান'
  3. স্বরূপনগরে মাথা ফাটলো 4 বিজেপি কর্মীর; টিটাগড়ে 'নিয়ম ভাঙলেন' নির্দল এজেন্ট

জীবিতকে 'মৃত' ঘোষণা ভোটার তালিকায় (ইটিভি ভারত)

হাওড়া, 20 মে: কমিশনের ভুলে ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা করা হয় জীবিত দম্পতিকে ৷ এর মাশুল দিতে হল জীবিত দম্পতিকে হাওড়ার দুই বাসিন্দাকে ৷ ভোট না দিয়েই বাড়ি ফিরতে হল তাঁদের ৷ ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার সাঁকরাইল ব্লকের মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের 230 নম্বর বুথে ৷

জানা গিয়েছে, নিজেদের স্বচিত্র ভোটের আইডি কার্ড-সহ ভোট দিতে আসেন সাঁকরাইল ব্লক এলাকার দম্পতি নিমাই ও গীতা সর্দার । স্বামী-স্ত্রী ভোট দিতে এসে জানতে পারেন ভোটার লিস্ট অনুযায়ী তাঁরা দুজনেই মৃত । অগত্যা জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত ঘোষণা করায় ভোট না দিয়েই দম্পতিকে ফিরে আসতে হয় । ঘটনাতে ভোটকর্মী-সহ এলাকাবাসীরা সকলেই অবাক হয়ে যান । ভুয়ো ভোটারের খবর একাধিক ঘটলেও হাওড়াতে জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করার ঘটনা নজিরবিহীন ।

এই ঘটনা প্রসঙ্গে ভোটার স্বামী নিমাই সর্দার বলেন, "আমি পঞ্চায়েতের নির্বাচনেও ভোট দিয়েছি । এই বারেও এসেছিলাম ভোট দিতে ৷ তবে ভোট দিতে পারলাম না । আমার নাম মৃত বলে ভোটার লিস্টে আছে । আমি এত কিছু জানি না । তাই কাউকে জিজ্ঞাসাও করিনি । আমার বাড়িতে ভোটের স্লিপ দিতেও কেউ এসেনি ।" একই অভিযোগ আনেন স্ত্রী গীতা সর্দার ৷ তিনি বলেন, "আমরা ভোট দিতে গিয়ে জানতে পারি আমাদের নাম নেই ভোটার লিস্টে । আমার নাম বাদ চলে গিয়েছে । আমাদের মৃত বলে দেখানো হয়েছে । অথচ যারা প্রকৃত মৃত, তাদের নাম আছে ভোটের তালিকাতে । আর আমরা জীবিত আমাদের নাম নেই । তাই এবারে আর ভোট দেওয়া হল না ।"

আরও পড়ুন:

  1. বেলা 12টাতেই নামল অন্ধকার, মুষলধারে বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটদান ; পঞ্চম দফা সরাসরি...
  2. ভোটের সকালে খোশমেজাজে রচনা, গরম উপেক্ষা করে বুথে-বুথে 'দিদি নম্বর ওয়ান'
  3. স্বরূপনগরে মাথা ফাটলো 4 বিজেপি কর্মীর; টিটাগড়ে 'নিয়ম ভাঙলেন' নির্দল এজেন্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.