ETV Bharat / state

প্রথম দফায় কোটিপতিদের তালিকায় শীর্ষে ‘সর্বহারা‘ সিপিএমের প্রার্থী দেবরাজ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট ৷ ওই দিন পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট নেওয়া হবে৷ লড়াই করবেন 37 জন প্রার্থী ৷ এঁদের মধ্য়ে 10 কোটিপতি ৷ সবচেয়ে ধনী সিপিএমের প্রার্থী দেবরাজ বর্মন ৷ তিনিজলপাইগুড়ি থেকে ভোটে লড়ছেন ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 5:27 PM IST

Updated : Apr 9, 2024, 6:07 PM IST

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল পশ্চিমবঙ্গের 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ ওই দিন রাজ্যের তিনটি লোকসভা আসনে ভোট ৷ এই তিনটি আসন - জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রার্থী হওয়া এই 37 জনের মধ্যে 10 জন কোটিপতি ৷ তালিকার একেবারে শীর্ষে রয়েছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন ৷

প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে ৷ সোমবার সমস্ত প্রার্থীদের সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ৷ সেই তথ্য় অনুযায়ী, প্রথম দফার ভোটে তিনজন কোটিপতি নির্দল প্রার্থী রয়েছেন ৷ বিজেপি ও তৃণমূলে কোটিপতি প্রার্থী রয়েছেন দু’জন করে ৷ আর সিপিএম, কংগ্রেস ও আরএসপির একজন করে প্রার্থী কোটিপতি ৷

37 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী সিপিএমের দেবরাজ বর্মন ৷ তিনি লড়ছেন জলপাইগুড়ি আসন থেকে ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 3 কোটি 89 লক্ষ 89 হাজার 468 টাকা আর সবচেয়ে গরিব প্রার্থী চন্দন ওঁরাও ৷ তিনি আলিপুরদুয়ারে এসইউসিআই-এর প্রার্থী হয়েছেন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 12 হাজার 117 টাকা ৷

হলফনামায় পাঁচজন প্রার্থী জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ এই পাঁচজনের মধ্য়ে চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ 16 জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৷ 20 জন স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ একজন প্রার্থী নিজেকে শিক্ষাগত যোগ্যতাহীন বলে জানিয়েছেন হলফনামায় ৷ প্রার্থীদের হলফনামা থেকে আরও জানা গিয়েছে যে 21 জনের বয়স 25 থেকে 50-এর মধ্যে ৷ 15 জনের বয়স 51 থেকে 70 এর মধ্যে ৷ একজন প্রার্থীর বয়স 71 বছর ৷

আরও পড়ুন:

  1. জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি!
  2. জলপাইগুড়িতে কি আবার ফুটবে পদ্ম, নাকি ফিরবে ঘাসফুলের আধিপত্য !
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল পশ্চিমবঙ্গের 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ ওই দিন রাজ্যের তিনটি লোকসভা আসনে ভোট ৷ এই তিনটি আসন - জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রার্থী হওয়া এই 37 জনের মধ্যে 10 জন কোটিপতি ৷ তালিকার একেবারে শীর্ষে রয়েছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন ৷

প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে ৷ সোমবার সমস্ত প্রার্থীদের সম্পত্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ৷ সেই তথ্য় অনুযায়ী, প্রথম দফার ভোটে তিনজন কোটিপতি নির্দল প্রার্থী রয়েছেন ৷ বিজেপি ও তৃণমূলে কোটিপতি প্রার্থী রয়েছেন দু’জন করে ৷ আর সিপিএম, কংগ্রেস ও আরএসপির একজন করে প্রার্থী কোটিপতি ৷

37 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী সিপিএমের দেবরাজ বর্মন ৷ তিনি লড়ছেন জলপাইগুড়ি আসন থেকে ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 3 কোটি 89 লক্ষ 89 হাজার 468 টাকা আর সবচেয়ে গরিব প্রার্থী চন্দন ওঁরাও ৷ তিনি আলিপুরদুয়ারে এসইউসিআই-এর প্রার্থী হয়েছেন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 12 হাজার 117 টাকা ৷

হলফনামায় পাঁচজন প্রার্থী জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ এই পাঁচজনের মধ্য়ে চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ 16 জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৷ 20 জন স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ একজন প্রার্থী নিজেকে শিক্ষাগত যোগ্যতাহীন বলে জানিয়েছেন হলফনামায় ৷ প্রার্থীদের হলফনামা থেকে আরও জানা গিয়েছে যে 21 জনের বয়স 25 থেকে 50-এর মধ্যে ৷ 15 জনের বয়স 51 থেকে 70 এর মধ্যে ৷ একজন প্রার্থীর বয়স 71 বছর ৷

আরও পড়ুন:

  1. জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি!
  2. জলপাইগুড়িতে কি আবার ফুটবে পদ্ম, নাকি ফিরবে ঘাসফুলের আধিপত্য !
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
Last Updated : Apr 9, 2024, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.