ETV Bharat / state

কালীপুজোর বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা, নভেম্বরের শুরু থেকে নামবে পারদ

শ্যামা বন্দনার বিকেলে বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ, এমনটাই জানাল হাওয়া অফিস ৷ কালীপুজোয় সারাদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া ? রইল বিস্তারিত...

Light Rain to Shower West Bengal
কালীপুজোর বিকেলে ভিজতে পারে বঙ্গ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 7:08 AM IST

কলকাতা, 31 অক্টোবর: ঘূর্ণিঝড়ে টুকরো মেঘ এখনও ভাসছে । তার জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে । তবে নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একটু ওপরের দিকে থাকলেও পশ্চিমের দিকের জেলাগুলির পারদ কিছুটা হলেও নামতে শুরু করেছে । তাপমাত্রায় পতন শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ।

কবে থেকে বঙ্গে হিমেল পরশ ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘমুক্ত হলেই নতুন মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে পারদ নামবে । হালকা হলেও হিমেল পরশ পাওয়া যাবে ।

উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:

তবে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায় । কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামিকাল দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ভাইফোঁটার পর থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

ভাইফোঁটার দিন রবিবার বৃষ্টির দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না । নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব শুরু রাজ্যে । তাপমাত্রা ক্রমশ কমবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে । বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না ।

কলকাতা এবং শহরতলির আবহাওয়ার পূর্বাভাস:

বুধবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 63 শতাংশ ।
আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

কলকাতা, 31 অক্টোবর: ঘূর্ণিঝড়ে টুকরো মেঘ এখনও ভাসছে । তার জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে । তবে নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একটু ওপরের দিকে থাকলেও পশ্চিমের দিকের জেলাগুলির পারদ কিছুটা হলেও নামতে শুরু করেছে । তাপমাত্রায় পতন শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ।

কবে থেকে বঙ্গে হিমেল পরশ ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘমুক্ত হলেই নতুন মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে পারদ নামবে । হালকা হলেও হিমেল পরশ পাওয়া যাবে ।

উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:

তবে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায় । কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামিকাল দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ভাইফোঁটার পর থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

ভাইফোঁটার দিন রবিবার বৃষ্টির দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না । নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব শুরু রাজ্যে । তাপমাত্রা ক্রমশ কমবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে । বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না ।

কলকাতা এবং শহরতলির আবহাওয়ার পূর্বাভাস:

বুধবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 63 শতাংশ ।
আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.