ETV Bharat / state

গাড়ি করে মদ পাচারের ভুয়ো অভিযোগ, লকেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুলিশের - Locket Chatterjee - LOCKET CHATTERJEE

Police Action against Locket Chatterjee: পুলিশের গাড়ি থেকে মদ উদ্ধারের ভুয়ো খবর পোস্টের অভিযোগ উঠল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । এই ঘটনায় অপপ্রচারের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল । লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ ।

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 3:12 PM IST

Updated : May 5, 2024, 5:19 PM IST

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের আইনি পদক্ষেপ (নিজস্ব ছবি)

পোলবা, 5 মে: পুলিশের গাড়ি করে মদ পাচার হচ্ছে ! সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এমনই চাঞ্চল্যকর দাবি করেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । সেই পোস্টকে 'ভুয়ো' বলে উড়িয়ে দিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ । তারা ভুয়ো খবর ছড়িয়ে অপ্রচারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে । এই পোস্টকে ঘিরে বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ময়দানে নেমেছে তৃণমূলও ।

শাসকদলের দাবি, বিজেপি ও লকেট চট্টোপাধ্যায় মিথ্যা খবর ভাইরাল করে ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে । পুলিশ এর বিরুদ্ধে তদন্ত করে যথাযত ব্যবস্থা নিক । যদিও হুগলি লোকসভার বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই ধরনের ঘটনা সত্যিই ঘটেছে । নির্বাচনের আগে কীভাবে এই বেআইনি মদ পাচার হচ্ছিল । এর দায় কার ? পুলিশ আগে তার উত্তর দিক ।

জানা গিয়েছে, শনিবার পোলবার কোরোলায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করে পুলিশ । সেই গাড়ির মধ্যে জামা কাপড়ের ব্যাগ থেকে কয়েকশো টেট্রা প্যাকে মদ পাওয়া যায় । ওই ঘটনায় গাড়ির চালক-সহ তিনজনকে আটক করে পুলিশ । সেই সময় লকেট চট্টোপাধ্যায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । নিজের গাড়ি থেকে নেমে অপর গাড়িটিতে রাখা ট্রলি ব্যাগে তল্লাশি শুরু করেন তিনি । জামা কাপড়ের তলায় রাখা মদের বোতল ভরা ট্রলি ব্যাগ টেনে রাস্তায় ফেলে দেন লকেট । গাড়ি চালককে জিজ্ঞাসা করেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত পরিমাণে মদ । গাড়ির চালক জানান, ব্যান্ডেল স্টেশন ছেড়ে দেওয়ার জন্য তাঁকে হাওড়া থেকে ভাড়া করা হয়েছে । সেই অনুযায়ী যাওয়ার সময় এই একাধিক মদের প্যাকেট উদ্ধার হয় । গাড়ি থেকে মদের কোনও কাগজপত্র উদ্ধার হয়নি ।

লকেট বলেন, "এই মদ খাইয়ে নির্বাচন করানোর চিন্তা ভাবনা চলছিল । এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করছি পুলিশকে ।" কিন্তু সোসাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "নির্বাচনের আগে পুলিশের গাড়িতে করে মদ পাচার চলছে । পুলিশ আর পুলিশ নেই । পুলিশ দ্বিতীয় তৃণমূল হয়ে গিয়েছে ।" এরপরই পুলিশ এই পোস্টকে ভুয়ো বলে দাবি করে ।

পুলিশ সূত্রে খবর, নাকা চেকিংয়ের এই মদ ভরতি ব্যাগ উদ্ধার করা হয় । পুলিশ এই মদের টেট্রা প্যাক গুলি উদ্ধার করে । সেখানে ক্যামেরার মাধ্যমে নাকা চেকিং চলছিল । কিন্তু বিজেপি প্রার্থী সেই মদের ছবি দেখিয়ে সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন । পুলিশের দাবি, এই খবরের কোন সত্যতা নেই । সেই কারণে এই মিথ্যা পোস্ট তুলে ধরে গ্রামীণ পুলিশের অফিসিয়াল পেজে পোস্ট করা হয় ।

লকেট চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন," আমি তো পুলিশের গাড়ি থেকেই পেয়েছি মদগুলি । কেউ কোথাও ছিল না । কে বলতে পারে পুলিশ এর সঙ্গে যুক্ত নয় ? সেই কারণেই পোস্ট করেছি । যা দেখেছি তাই বলছি ।" হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন ফোনে বলেন, "সিসিটিভি ক্যামেরা ও আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন । সেখানে উনি (লকেট চট্টোপাধ্যায়) যেটা লিখেছেন সেটা মিথ্যা । তাই পুলিশের তরফে ভুয়ো খবর বলে পোস্ট করা হয়েছে । এর জন্য যা যা আইনত ব্যবস্থা নেওয়া দরকার সব কিছু করা হবে ।"

এ নিয়ে হুগলির তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারপার্সন অসীমা পাত্রের দাবি, "পুলিশের নাকা চেকিংয়ের সময় মদ উদ্ধার হয় । তিনজন আটক করে পুলিশ । সেখানে লকেট চট্টোপাধ্যায় এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন । উনি পুরোপুরিভাবে নাটক করছেন । এসব বিজেপি ও লকেট চট্টোপাধ্যায়ের পরিকল্পনা । তাই পুলিশ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিক।"

আরও পড়ুন:

  1. টাকা ও মানিব্যাগ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে লকেট
  2. লকেটের গাড়িতে হামলা ! তৃণমূলের 'মাফিয়া-রাজ', ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী
  3. শিল্পীদের দাম নেই, কাঞ্চনের উদাহরণ টেনে রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায়

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের আইনি পদক্ষেপ (নিজস্ব ছবি)

পোলবা, 5 মে: পুলিশের গাড়ি করে মদ পাচার হচ্ছে ! সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এমনই চাঞ্চল্যকর দাবি করেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । সেই পোস্টকে 'ভুয়ো' বলে উড়িয়ে দিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ । তারা ভুয়ো খবর ছড়িয়ে অপ্রচারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে । এই পোস্টকে ঘিরে বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ময়দানে নেমেছে তৃণমূলও ।

শাসকদলের দাবি, বিজেপি ও লকেট চট্টোপাধ্যায় মিথ্যা খবর ভাইরাল করে ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে । পুলিশ এর বিরুদ্ধে তদন্ত করে যথাযত ব্যবস্থা নিক । যদিও হুগলি লোকসভার বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই ধরনের ঘটনা সত্যিই ঘটেছে । নির্বাচনের আগে কীভাবে এই বেআইনি মদ পাচার হচ্ছিল । এর দায় কার ? পুলিশ আগে তার উত্তর দিক ।

জানা গিয়েছে, শনিবার পোলবার কোরোলায় নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করে পুলিশ । সেই গাড়ির মধ্যে জামা কাপড়ের ব্যাগ থেকে কয়েকশো টেট্রা প্যাকে মদ পাওয়া যায় । ওই ঘটনায় গাড়ির চালক-সহ তিনজনকে আটক করে পুলিশ । সেই সময় লকেট চট্টোপাধ্যায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । নিজের গাড়ি থেকে নেমে অপর গাড়িটিতে রাখা ট্রলি ব্যাগে তল্লাশি শুরু করেন তিনি । জামা কাপড়ের তলায় রাখা মদের বোতল ভরা ট্রলি ব্যাগ টেনে রাস্তায় ফেলে দেন লকেট । গাড়ি চালককে জিজ্ঞাসা করেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত পরিমাণে মদ । গাড়ির চালক জানান, ব্যান্ডেল স্টেশন ছেড়ে দেওয়ার জন্য তাঁকে হাওড়া থেকে ভাড়া করা হয়েছে । সেই অনুযায়ী যাওয়ার সময় এই একাধিক মদের প্যাকেট উদ্ধার হয় । গাড়ি থেকে মদের কোনও কাগজপত্র উদ্ধার হয়নি ।

লকেট বলেন, "এই মদ খাইয়ে নির্বাচন করানোর চিন্তা ভাবনা চলছিল । এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করছি পুলিশকে ।" কিন্তু সোসাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "নির্বাচনের আগে পুলিশের গাড়িতে করে মদ পাচার চলছে । পুলিশ আর পুলিশ নেই । পুলিশ দ্বিতীয় তৃণমূল হয়ে গিয়েছে ।" এরপরই পুলিশ এই পোস্টকে ভুয়ো বলে দাবি করে ।

পুলিশ সূত্রে খবর, নাকা চেকিংয়ের এই মদ ভরতি ব্যাগ উদ্ধার করা হয় । পুলিশ এই মদের টেট্রা প্যাক গুলি উদ্ধার করে । সেখানে ক্যামেরার মাধ্যমে নাকা চেকিং চলছিল । কিন্তু বিজেপি প্রার্থী সেই মদের ছবি দেখিয়ে সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন । পুলিশের দাবি, এই খবরের কোন সত্যতা নেই । সেই কারণে এই মিথ্যা পোস্ট তুলে ধরে গ্রামীণ পুলিশের অফিসিয়াল পেজে পোস্ট করা হয় ।

লকেট চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন," আমি তো পুলিশের গাড়ি থেকেই পেয়েছি মদগুলি । কেউ কোথাও ছিল না । কে বলতে পারে পুলিশ এর সঙ্গে যুক্ত নয় ? সেই কারণেই পোস্ট করেছি । যা দেখেছি তাই বলছি ।" হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন ফোনে বলেন, "সিসিটিভি ক্যামেরা ও আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন । সেখানে উনি (লকেট চট্টোপাধ্যায়) যেটা লিখেছেন সেটা মিথ্যা । তাই পুলিশের তরফে ভুয়ো খবর বলে পোস্ট করা হয়েছে । এর জন্য যা যা আইনত ব্যবস্থা নেওয়া দরকার সব কিছু করা হবে ।"

এ নিয়ে হুগলির তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারপার্সন অসীমা পাত্রের দাবি, "পুলিশের নাকা চেকিংয়ের সময় মদ উদ্ধার হয় । তিনজন আটক করে পুলিশ । সেখানে লকেট চট্টোপাধ্যায় এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন । উনি পুরোপুরিভাবে নাটক করছেন । এসব বিজেপি ও লকেট চট্টোপাধ্যায়ের পরিকল্পনা । তাই পুলিশ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিক।"

আরও পড়ুন:

  1. টাকা ও মানিব্যাগ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে লকেট
  2. লকেটের গাড়িতে হামলা ! তৃণমূলের 'মাফিয়া-রাজ', ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী
  3. শিল্পীদের দাম নেই, কাঞ্চনের উদাহরণ টেনে রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায়
Last Updated : May 5, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.