ETV Bharat / state

বাংলার মাটি বাংলার জলকে ভাগ হতে দেব না, এককাট্টা বাম-কংগ্রেস - Left Congress protest - LEFT CONGRESS PROTEST

Left-Congress protest: বাংলাকে ভাগ করতে দেবে না বাম ও কংগ্রেস ৷ শনিবার দুই দলের পক্ষেই এই দাবি করা হল ৷ তাঁদের বার্তা, বাংলার মাটি বাংলার জলকে ভাগ হতে দেব না ৷

ETV BHARAT
বাংলার মাটি বাংলার জলকে ভাগ হতে দেব না, এককাট্টা বাম-কংগ্রেস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 10:35 AM IST

Updated : Jul 28, 2024, 12:22 PM IST

কলকাতা/নয়াদিল্লি, 28 জুলাই: আবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে বিহারের সঙ্গে জুড়ে সার্বিক উন্নয়নের দাবি উঠেছে দেশের সংসদে । রাজ্যের সংসদ তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বাংলা ভাগের বিষয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন । যা নিয়ে সরব হয়েছেন বঙ্গের বাম ও কংগ্রেস নেতারা । তাঁরা কোনওভাবেই বাংলাকে ভাগ করার পক্ষে নন । বাম ও কংগ্রেস নেতাদের দাবি, "বাংলার মাটি, বাংলার জলকে আমরা ভাগ হতে দেব না ৷"

বাংলার মাটি বাংলার জলকে ভাগ হতে দেব না, এককাট্টা বাম-কংগ্রেস (নিজস্ব ভিডিয়ো)

এই ইস্যুতে শনিবার কলকাতার গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে সিপিআইএম । যে মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যরা । মিছিলেও একটাই দাবি, কোনওভাবেই বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না । বাংলাকে ভাগ করে একশ্রেণির শাসক নিজেদের শাসন ও ক্ষমতাকে একত্রিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ ।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বাংলা ভাগ নিয়ে নানা রকম গল্প চলছে । বিজেপি কার্যত হামলে পড়েছে । মমতার স্লোগান ছিল দক্ষিণে মমতা, উত্তরে কামতা । এ সমস্ত চলতে চলতেই এসবের মধ্যে চলে এলেন অনন্ত মহারাজ । তিনি কখন তৃণমূলে, কখন বিজেপিতে বোঝা যায় না । তাঁর আবার কোচবিহার নিয়ে নিজস্ব দাবি রয়েছে । বিজেপির সুকান্ত মজুমদার, তাঁর আবার আলাদা দাবি রয়েছে । উত্তরবঙ্গে উন্নয়নের প্রয়োজন বামফ্রন্ট সরকার একাধিকবার বলেছে । সোমনাথ চট্টোপাধ্যায় বারবার ডেপুটেশন দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকারের মন্ত্রী ছিলেন । কংগ্রেস আমলেও ছিলেন, বিজেপি আমলেও ছিলেন । উত্তরবঙ্গের খামতি থাকা উন্নয়নের কাজগুলি করেননি কেন ?"

সুজনের দাবি, "এসব করতে করতে এখন সুকান্ত মজুমদার যা দাবি করছেন তা বিপজ্জনক । বিজেপি নেতা নিশিকান্ত দুবে যে দাবি করছেন, সেটা কার্যত লর্ড কার্জনের চক্রান্তের মতো । খণ্ডিত বিহার, খণ্ডিত বাংলাকে জড়িয়ে দেওয়ার কথা বলছেন নিশিকান্ত দুবে । বাংলার মাটি বাংলার জল, তাতে আমরা ভাগ করতে দেব না । অনেক হয়েছে । আমরা বাংলাকে ফের টুকরো করতে দেব না ৷ কোনওভাবেই না ৷ সেটা জেনে রাখো তৃণমূল ও বিজেপি ।"

শনিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন," উত্তরবঙ্গের কয়েকটি জেলা পিছিয়ে পড়া । তা সকলের জানা । কংগ্রেস সরকার থাকাকালীনই কিছু এলাকার উন্নয়নের জন্য সকলের মতামত নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল । কিন্তু সেখানে একবারও বাংলা ভাগের কথা বলা হয়নি । কেন্দ্রীয় মন্ত্রী যদি নিজের এলাকার উন্নয়নের কথা ভাবেন, উন্নয়নের স্বার্থে কিছু করেন, সে বিষয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে । কিন্তু কোনও ভাবেই বাংলা ভাগ হবে, আমরা এটা চাই না । আমরা বাংলা ভাগ ভাবতে পারি না । কোনওভাবেই আমরা বাংলাকে ভাগ করতে দেব না ।"

কলকাতা/নয়াদিল্লি, 28 জুলাই: আবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে বিহারের সঙ্গে জুড়ে সার্বিক উন্নয়নের দাবি উঠেছে দেশের সংসদে । রাজ্যের সংসদ তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বাংলা ভাগের বিষয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন । যা নিয়ে সরব হয়েছেন বঙ্গের বাম ও কংগ্রেস নেতারা । তাঁরা কোনওভাবেই বাংলাকে ভাগ করার পক্ষে নন । বাম ও কংগ্রেস নেতাদের দাবি, "বাংলার মাটি, বাংলার জলকে আমরা ভাগ হতে দেব না ৷"

বাংলার মাটি বাংলার জলকে ভাগ হতে দেব না, এককাট্টা বাম-কংগ্রেস (নিজস্ব ভিডিয়ো)

এই ইস্যুতে শনিবার কলকাতার গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে সিপিআইএম । যে মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যরা । মিছিলেও একটাই দাবি, কোনওভাবেই বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না । বাংলাকে ভাগ করে একশ্রেণির শাসক নিজেদের শাসন ও ক্ষমতাকে একত্রিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ ।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বাংলা ভাগ নিয়ে নানা রকম গল্প চলছে । বিজেপি কার্যত হামলে পড়েছে । মমতার স্লোগান ছিল দক্ষিণে মমতা, উত্তরে কামতা । এ সমস্ত চলতে চলতেই এসবের মধ্যে চলে এলেন অনন্ত মহারাজ । তিনি কখন তৃণমূলে, কখন বিজেপিতে বোঝা যায় না । তাঁর আবার কোচবিহার নিয়ে নিজস্ব দাবি রয়েছে । বিজেপির সুকান্ত মজুমদার, তাঁর আবার আলাদা দাবি রয়েছে । উত্তরবঙ্গে উন্নয়নের প্রয়োজন বামফ্রন্ট সরকার একাধিকবার বলেছে । সোমনাথ চট্টোপাধ্যায় বারবার ডেপুটেশন দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকারের মন্ত্রী ছিলেন । কংগ্রেস আমলেও ছিলেন, বিজেপি আমলেও ছিলেন । উত্তরবঙ্গের খামতি থাকা উন্নয়নের কাজগুলি করেননি কেন ?"

সুজনের দাবি, "এসব করতে করতে এখন সুকান্ত মজুমদার যা দাবি করছেন তা বিপজ্জনক । বিজেপি নেতা নিশিকান্ত দুবে যে দাবি করছেন, সেটা কার্যত লর্ড কার্জনের চক্রান্তের মতো । খণ্ডিত বিহার, খণ্ডিত বাংলাকে জড়িয়ে দেওয়ার কথা বলছেন নিশিকান্ত দুবে । বাংলার মাটি বাংলার জল, তাতে আমরা ভাগ করতে দেব না । অনেক হয়েছে । আমরা বাংলাকে ফের টুকরো করতে দেব না ৷ কোনওভাবেই না ৷ সেটা জেনে রাখো তৃণমূল ও বিজেপি ।"

শনিবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন," উত্তরবঙ্গের কয়েকটি জেলা পিছিয়ে পড়া । তা সকলের জানা । কংগ্রেস সরকার থাকাকালীনই কিছু এলাকার উন্নয়নের জন্য সকলের মতামত নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল । কিন্তু সেখানে একবারও বাংলা ভাগের কথা বলা হয়নি । কেন্দ্রীয় মন্ত্রী যদি নিজের এলাকার উন্নয়নের কথা ভাবেন, উন্নয়নের স্বার্থে কিছু করেন, সে বিষয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে । কিন্তু কোনও ভাবেই বাংলা ভাগ হবে, আমরা এটা চাই না । আমরা বাংলা ভাগ ভাবতে পারি না । কোনওভাবেই আমরা বাংলাকে ভাগ করতে দেব না ।"

Last Updated : Jul 28, 2024, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.