ETV Bharat / state

বিচারকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ, বিক্ষোভ অব্যাহত মহকুমা আদালতে - THREAT CULTURE

আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ৷ 14 দিন পরেও সুরাহা না মেলায় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আইনজীবীদের বিক্ষোভ ৷

Diamond Harbour Sub Divisional Court
ডায়মন্ড হারবার মহকুমা আদালতের সামনে আইনজীবীদের বিক্ষোভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 6:47 PM IST

Updated : Nov 20, 2024, 7:08 PM IST

ডায়মন্ড হারবার, 20 নভেম্বর: সরকারি আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল খোদ বিচারকের বিরুদ্ধে ৷ সেই সূত্র ধরে বিচারকের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ তুলে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের গেটের সামনে বিক্ষোভে বসলেন আইনজীবীরা । তার জেরে কার্যত অচল মহকুমা আদালত । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

সোমবার থেকে এমন পরিস্থিতি চলতে থাকলেও বুধবার আদালতের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান আইনজীবীরা ৷ বন্ধ হয়ে যায় সিভিল ও ক্রিমিনাল আদালতের সমস্ত কাজ ৷ যার ফলে সোমবার থেকে সমস্যার মধ্যে পড়েছেন বিচারপ্রার্থীরা । বুধবার সেই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে ৷

বিক্ষোভ নিয়ে আইনজীবীদের বক্তব্য (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত 6 নভেম্বর বুধবার ৷ অভিযোগ, ডায়মন্ড হারবার মহকুমা আদালতে সুদীপ হালদার নামে এক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেন এক বিচারক। ঘটনার পর সম্পূর্ণ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা বিচারপতির কাছে অভিযোগও জানানো হয়। তারপর কেটে গিয়েছে দু'সপ্তাহ ৷ তাতেও সুরাহা না পেয়ে বিক্ষোভে নামেন আইনজীবীরা ৷

এই বিষয়ে সুদীপ হালদার নামে ওই আইনজীবী বলেন, "কোর্ট চত্বরে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মহামান্য বিচারক আমাকে অপমানজনক কথা বলেন । যাতে আমি খুব অপমানিত বোধ করেছি । সম্পূর্ণ বিষয় নিয়ে জেলার অতিরিক্ত বিচারপতির কাছে আমি অভিযোগ জানাই । তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি । সেই কারণে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার সেই আন্দোলন বড় আকার ধারণ করে । বিচারক আমাদের প্রতিনিয়ত থ্রেট দিচ্ছেন। আমাদের সমস্ত সহকর্মী বন্ধুরা এই আন্দোলনের সামিল হয়েছেন ।"

কামাল হাসান শাহ নামে বিক্ষোভরত আইনজীবী বলেন, "আদালত চত্বরের মধ্যে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছেন বিচারকরা । আইনজীবীদের রীতিমতো থ্রেট দিচ্ছেন তাঁরা । যতদিন না পর্যন্ত এই ঘটনার কোনও সুরাহা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে ৷ আমরা বুঝতে পারছি সাধারণ বিচারপ্রার্থীরা খুবই অসুবিধায় পড়ছেন । কিন্তু আইনজীবীরা ন্যায্য বিচার পাচ্ছেন না । বিচার না পেলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷"

ডায়মন্ড হারবার, 20 নভেম্বর: সরকারি আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল খোদ বিচারকের বিরুদ্ধে ৷ সেই সূত্র ধরে বিচারকের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ তুলে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের গেটের সামনে বিক্ষোভে বসলেন আইনজীবীরা । তার জেরে কার্যত অচল মহকুমা আদালত । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

সোমবার থেকে এমন পরিস্থিতি চলতে থাকলেও বুধবার আদালতের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান আইনজীবীরা ৷ বন্ধ হয়ে যায় সিভিল ও ক্রিমিনাল আদালতের সমস্ত কাজ ৷ যার ফলে সোমবার থেকে সমস্যার মধ্যে পড়েছেন বিচারপ্রার্থীরা । বুধবার সেই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে ৷

বিক্ষোভ নিয়ে আইনজীবীদের বক্তব্য (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত 6 নভেম্বর বুধবার ৷ অভিযোগ, ডায়মন্ড হারবার মহকুমা আদালতে সুদীপ হালদার নামে এক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেন এক বিচারক। ঘটনার পর সম্পূর্ণ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা বিচারপতির কাছে অভিযোগও জানানো হয়। তারপর কেটে গিয়েছে দু'সপ্তাহ ৷ তাতেও সুরাহা না পেয়ে বিক্ষোভে নামেন আইনজীবীরা ৷

এই বিষয়ে সুদীপ হালদার নামে ওই আইনজীবী বলেন, "কোর্ট চত্বরে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মহামান্য বিচারক আমাকে অপমানজনক কথা বলেন । যাতে আমি খুব অপমানিত বোধ করেছি । সম্পূর্ণ বিষয় নিয়ে জেলার অতিরিক্ত বিচারপতির কাছে আমি অভিযোগ জানাই । তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি । সেই কারণে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার সেই আন্দোলন বড় আকার ধারণ করে । বিচারক আমাদের প্রতিনিয়ত থ্রেট দিচ্ছেন। আমাদের সমস্ত সহকর্মী বন্ধুরা এই আন্দোলনের সামিল হয়েছেন ।"

কামাল হাসান শাহ নামে বিক্ষোভরত আইনজীবী বলেন, "আদালত চত্বরের মধ্যে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছেন বিচারকরা । আইনজীবীদের রীতিমতো থ্রেট দিচ্ছেন তাঁরা । যতদিন না পর্যন্ত এই ঘটনার কোনও সুরাহা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে ৷ আমরা বুঝতে পারছি সাধারণ বিচারপ্রার্থীরা খুবই অসুবিধায় পড়ছেন । কিন্তু আইনজীবীরা ন্যায্য বিচার পাচ্ছেন না । বিচার না পেলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে ৷"

Last Updated : Nov 20, 2024, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.