ETV Bharat / state

যুব সমাজকে বার্তা, বাইশ গজে মাদক বিরোধী সচেতনতা পুলিশের - World Drug Day 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 8:42 PM IST

World Drug Day 2024: প্রতিবছর 26 জুন পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস ৷ এই বছর ঝাড়গ্রামের লালগড়েও মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার করল খোদ পুলিশ ৷ সাধারণ মানুষকে সচতেন করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল লালগড় পুলিশ ৷

World Drug Day 2024
মাদক বিরোধী সচেতনতা লালগড় পুলিশের (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 26 জুন: আজ বিশ্ব মাদক বিরোধী দিবস ৷ যুুব সমাজকে মাদক সেবন থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রামের লালগড় থানা ৷ বুধবার একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে ৷

বিশ্ব মাদক বিরোধী দিবসে ঝাড়গ্রামের লালগড়ে পুলিশের সচেতনতামূলক প্রচার (ইটিভি ভারত)

মাদকদ্রব্য বর্জন করে যুব সমাজকে মাঠে আসার বার্তা দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে লালগড় থানা ৷ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় ৷ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, এলাকাবাসীকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজনও করা হয়েছিল এদিন ৷

পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন লালগড় কলেজের এনএসএস ডিপার্টমেন্টের পড়ুয়া, লালগড় থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলান্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা ৷ লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে লালগড় ফুটবল মাঠে পদযাত্রা শেষ হয় ৷

এই প্রসঙ্গে লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন, "26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ৷ মাদকদ্রব্য থেকে সাধারণ মানুষকে দূরে থাকার বার্তা দিতেই সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে ৷ পদযাত্রার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হচ্ছে ৷ এছাড়া বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।"

এদিনের সচেতনতামূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়-সহ লালগড় থানার অন্যান্য পুলিশ অফিসাররা ৷ পদযাত্রার মাধ্যমে লালগড় বাজারে পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয় । সেইসঙ্গে মাদকদ্রব্যের ক্ষতিকারক দিক গুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে । এলাকাবাসীকে মাদক সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ৷

ঝাড়গ্রাম, 26 জুন: আজ বিশ্ব মাদক বিরোধী দিবস ৷ যুুব সমাজকে মাদক সেবন থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রামের লালগড় থানা ৷ বুধবার একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে ৷

বিশ্ব মাদক বিরোধী দিবসে ঝাড়গ্রামের লালগড়ে পুলিশের সচেতনতামূলক প্রচার (ইটিভি ভারত)

মাদকদ্রব্য বর্জন করে যুব সমাজকে মাঠে আসার বার্তা দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে লালগড় থানা ৷ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় ৷ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, এলাকাবাসীকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজনও করা হয়েছিল এদিন ৷

পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন লালগড় কলেজের এনএসএস ডিপার্টমেন্টের পড়ুয়া, লালগড় থানার পুলিশ কর্মীরা, সিভিক ভলান্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা ৷ লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে লালগড় ফুটবল মাঠে পদযাত্রা শেষ হয় ৷

এই প্রসঙ্গে লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন, "26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ৷ মাদকদ্রব্য থেকে সাধারণ মানুষকে দূরে থাকার বার্তা দিতেই সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে ৷ পদযাত্রার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হচ্ছে ৷ এছাড়া বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।"

এদিনের সচেতনতামূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়-সহ লালগড় থানার অন্যান্য পুলিশ অফিসাররা ৷ পদযাত্রার মাধ্যমে লালগড় বাজারে পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয় । সেইসঙ্গে মাদকদ্রব্যের ক্ষতিকারক দিক গুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে । এলাকাবাসীকে মাদক সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.