ETV Bharat / state

জঙ্গি অনুপ্রবেশের শঙ্কা, বড়দিন-বর্ষবরণে শহরের হোটেল-পানশালায় বিশেষ নজরদারি - LALBAZAR CHRISTMAS SECURITY

বড়দিন ও ইংরেজি নববর্ষে শহরে বাংলাদেশ-সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের স্লিপার সেলের সক্রিয় হওয়ার আশঙ্কা ৷ কলকাতা শহরের নিরাপত্তায় বাড়তি নজরদারি লালবাজারের ৷

LALBAZAR CHRISTMAS SECURITY
বড়দিন-বর্ষবরণে শহরের হোটেল-পানশালায় বিশেষ নজরদারি লালবাজারের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: কলকাতা তথা পার্কস্ট্রিট ময়দান চত্বরে বড়দিনের ভিড় উপচে পড়েছে মঙ্গলবার থেকেই ৷ বছর শেষের এই উৎসবের আমেজের মধ্যেই রাজ্য থেকে একের পর এক সন্ত্রাসবাদীদের গ্রেফতারি চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের ৷ তাই কোনও গা-ছাড়া মনোভাব নয় ৷ শহর কলকাতার নিরাপত্তায় আরও তৎপর লালবাজার ৷

বড়দিনের আগের রাত থেকে শুরু করে আগামী সাতদিন শহরের প্রতিটি ছোটবড় হোটেল ও পানশালায় পুলিশ প্রশাসনের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষত, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ধর্মতলা ও বউবাজার এলাকার হোটেল ও পানশালাগুলিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বিশেষ নজরদারি চালাচ্ছে ৷ মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷

গত একমাসের মধ্যে কারা এই হোটেলগুলিতে এসেছেন এবং আগামী দিনগুলিতে কারা আসবেন, তার বিস্তারিত তালিকা হোটেলগুলির কাছে ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছে লালবাজার ৷ বড়দিনে ও তার আগের রাতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক-সহ বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালাবে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ যার নেতৃত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিক ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "বড়দিন এবং বর্ষবরণের সময় প্রত্যেকবারের মতো, এবারেও টাইট সিকিউরিটি সিস্টেম বজায় রাখা হয়েছে ৷ তবে, বাংলাদেশ এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের অ্যাকটিভ হয়ে যাওয়ার কথা মাথায় রেখে, শহরে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷"

ইতিমধ্যে, কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা শহরের প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, বড়দিন এবং বর্ষবরণের রাতে থানায় উপস্থিত থাকতে হবে তাঁদের ৷ পাশাপাশি প্রত্যেক থানার বাইরে 24 ঘণ্টার জন্য রাখতে হবে ব়্যাপিড অ্যাকশন ফোর্স ও হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের সদস্যদের তৈরি রাখতে হবে ৷ শহরে কোথাও, কোনও আইনশৃঙ্খলার অবনতি হলে, এই বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে ৷

কলকাতা, 24 ডিসেম্বর: কলকাতা তথা পার্কস্ট্রিট ময়দান চত্বরে বড়দিনের ভিড় উপচে পড়েছে মঙ্গলবার থেকেই ৷ বছর শেষের এই উৎসবের আমেজের মধ্যেই রাজ্য থেকে একের পর এক সন্ত্রাসবাদীদের গ্রেফতারি চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের ৷ তাই কোনও গা-ছাড়া মনোভাব নয় ৷ শহর কলকাতার নিরাপত্তায় আরও তৎপর লালবাজার ৷

বড়দিনের আগের রাত থেকে শুরু করে আগামী সাতদিন শহরের প্রতিটি ছোটবড় হোটেল ও পানশালায় পুলিশ প্রশাসনের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ বিশেষত, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ধর্মতলা ও বউবাজার এলাকার হোটেল ও পানশালাগুলিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বিশেষ নজরদারি চালাচ্ছে ৷ মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷

গত একমাসের মধ্যে কারা এই হোটেলগুলিতে এসেছেন এবং আগামী দিনগুলিতে কারা আসবেন, তার বিস্তারিত তালিকা হোটেলগুলির কাছে ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছে লালবাজার ৷ বড়দিনে ও তার আগের রাতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক-সহ বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালাবে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ যার নেতৃত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিক ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "বড়দিন এবং বর্ষবরণের সময় প্রত্যেকবারের মতো, এবারেও টাইট সিকিউরিটি সিস্টেম বজায় রাখা হয়েছে ৷ তবে, বাংলাদেশ এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের অ্যাকটিভ হয়ে যাওয়ার কথা মাথায় রেখে, শহরে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷"

ইতিমধ্যে, কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা শহরের প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, বড়দিন এবং বর্ষবরণের রাতে থানায় উপস্থিত থাকতে হবে তাঁদের ৷ পাশাপাশি প্রত্যেক থানার বাইরে 24 ঘণ্টার জন্য রাখতে হবে ব়্যাপিড অ্যাকশন ফোর্স ও হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের সদস্যদের তৈরি রাখতে হবে ৷ শহরে কোথাও, কোনও আইনশৃঙ্খলার অবনতি হলে, এই বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.