ETV Bharat / state

থ্রেট কালচারে অভিযুক্তরা শিক্ষাঙ্গণে রাজনীতির শিকার ? কী বলতে চাইলেন কুণাল - KUNAL ON THREAT CULTURE

যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, তাঁরা কি শিক্ষাঙ্গনে রাজনীতির শিকার ? সোশাল মিডিয়া পোস্টে কী বলতে চাইছেন কুণাল ঘোষ ৷

ETV BHARAT
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 3:34 PM IST

কলকাতা, 10 অক্টোবর: যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনিই কি না তদন্ত কমিটিতে ! হচ্ছেটা কী ! এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ । শুধু প্রশ্ন তুলছেন বললে ভুল হবে, তথ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন তাঁর অভিযোগের সত্যতা ।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ । সেখানে তিনি লিখেছেন, "আরজি করে একবছর আগে এক ডাক্তারবাবুর বিরুদ্ধে 'থ্রেট কালচার' জনিত এফআইআর করেছিলেন এক জুনিয়র ডাক্তার । পুলিশ সৌজন্য দেখিয়ে ব্যবস্থা নেয়নি । এখন তিলোত্তমার ভয়ঙ্কর হত্যার পরিস্থিতিতে ঘটনাচক্রে সেই ডাক্তার তদন্ত কমিটিতে । আর 'থ্রেট কালচারের' অভিযোগে বহিষ্কার/শাস্তির কোপে সেই জুনিয়র এবং তাঁর সহকর্মী । এই তদন্তের মানে কী ? তিলোত্তমার আবেগ সামনে রেখে যে যার ব্যক্তিগত রাগ মেটাবে ??? এই ডাক্তারই আবার গণইস্তফায় সই করেছেন বলে খবর । স্বাস্থ্য প্রশাসন দেখতে পাচ্ছে না ? শাস্তিপ্রাপ্তদের কেস টু কেস আবার তদন্ত হোক । অপরাধ করলে যথাযথ শাস্তি হোক । কিন্তু অপবাদ দিয়ে তাড়ানোর হুজুগ সমর্থন করা যায় না । সবাই হাওয়ায় চলবে, এটা হতে পারে না ।"

কুণাল ঘোষ এ দিন এই অভিযোগ করার পাশাপাশি এফআইআর-এর সেই কপিটিও সোশাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন । এদিন ফেসবুকে করা পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি কুণাল ঘোষ । তবে তিনি পুলিশে অভিযোগের যে কপি এখানে যুক্ত করেছেন, সেখানে নাম রয়েছে নিরঞ্জন বাগচী এবং সুরেশ চক্রবর্তীর । এঁরা ছিলেন অভিযোগকারী ।

একইসঙ্গে অভিযোগ ছিল ডাক্তার নীলাঞ্জন ঘোষ, ডাক্তার গৌতম মুখোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে । তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে থ্রেট কালচারের অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছে, সেই নামের তালিকায় রয়েছে নিরঞ্জন বাগচীর নাম । আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতির শিকার হলেন তিনি ? মূলত এই প্রশ্নটাই এদিন তুলেছেন কুণাল ঘোষ ।

এফআইআরের যে কপি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ঘটনা 2023 সালের 11 অগস্টের । প্রশ্ন এখানেই, তবে কি অতীতের রাগ মেটাতেই নিরঞ্জন বাগচীর নাম যুক্ত করা হয়েছে ? এই বিষয়টি নিয়ে যাঁদের নাম এফআইআর-এ রয়েছে তাঁদের দুই-একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল ইটিভি ভারত । প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কলকাতা, 10 অক্টোবর: যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনিই কি না তদন্ত কমিটিতে ! হচ্ছেটা কী ! এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ । শুধু প্রশ্ন তুলছেন বললে ভুল হবে, তথ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন তাঁর অভিযোগের সত্যতা ।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ । সেখানে তিনি লিখেছেন, "আরজি করে একবছর আগে এক ডাক্তারবাবুর বিরুদ্ধে 'থ্রেট কালচার' জনিত এফআইআর করেছিলেন এক জুনিয়র ডাক্তার । পুলিশ সৌজন্য দেখিয়ে ব্যবস্থা নেয়নি । এখন তিলোত্তমার ভয়ঙ্কর হত্যার পরিস্থিতিতে ঘটনাচক্রে সেই ডাক্তার তদন্ত কমিটিতে । আর 'থ্রেট কালচারের' অভিযোগে বহিষ্কার/শাস্তির কোপে সেই জুনিয়র এবং তাঁর সহকর্মী । এই তদন্তের মানে কী ? তিলোত্তমার আবেগ সামনে রেখে যে যার ব্যক্তিগত রাগ মেটাবে ??? এই ডাক্তারই আবার গণইস্তফায় সই করেছেন বলে খবর । স্বাস্থ্য প্রশাসন দেখতে পাচ্ছে না ? শাস্তিপ্রাপ্তদের কেস টু কেস আবার তদন্ত হোক । অপরাধ করলে যথাযথ শাস্তি হোক । কিন্তু অপবাদ দিয়ে তাড়ানোর হুজুগ সমর্থন করা যায় না । সবাই হাওয়ায় চলবে, এটা হতে পারে না ।"

কুণাল ঘোষ এ দিন এই অভিযোগ করার পাশাপাশি এফআইআর-এর সেই কপিটিও সোশাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন । এদিন ফেসবুকে করা পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি কুণাল ঘোষ । তবে তিনি পুলিশে অভিযোগের যে কপি এখানে যুক্ত করেছেন, সেখানে নাম রয়েছে নিরঞ্জন বাগচী এবং সুরেশ চক্রবর্তীর । এঁরা ছিলেন অভিযোগকারী ।

একইসঙ্গে অভিযোগ ছিল ডাক্তার নীলাঞ্জন ঘোষ, ডাক্তার গৌতম মুখোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে । তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে থ্রেট কালচারের অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছে, সেই নামের তালিকায় রয়েছে নিরঞ্জন বাগচীর নাম । আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতির শিকার হলেন তিনি ? মূলত এই প্রশ্নটাই এদিন তুলেছেন কুণাল ঘোষ ।

এফআইআরের যে কপি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ঘটনা 2023 সালের 11 অগস্টের । প্রশ্ন এখানেই, তবে কি অতীতের রাগ মেটাতেই নিরঞ্জন বাগচীর নাম যুক্ত করা হয়েছে ? এই বিষয়টি নিয়ে যাঁদের নাম এফআইআর-এ রয়েছে তাঁদের দুই-একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল ইটিভি ভারত । প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.