ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের 'জেদ' ছেড়ে অনশন প্রত্যাহারের পরামর্শ কুণালের, 'মাওবাদী' মন্তব্যে অনড় দেবাংশু

বাস্তবমুখী হয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক, গঠনমূলক আবেদনে সাড়া দিন ৷ জুনিয়র ডাক্তারদের বার্তা কুণাল ঘোষের৷ অপরদিকে, দেবাংশু ভট্টাচার্য 'মাওবাদী' মন্তব্যে ক্ষমা চাইতে নারাজ ৷

KUNAL GHOSH ON HUNGER STRIKE
কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2024, 8:12 PM IST

কলকাতা, 21 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের কাছে ক্ষমা চাওয়া দূর, নিজেদের অবস্থানে অনড় রইলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য ৷ ফের জুনিয়র ডাক্তারের অনশন ও আন্দোলনকে 'জেদ' বলে উল্লেখ করলেন কুণাল ঘোষ ৷ আর জুনিয়র ডাক্তারদের আচরণকে 'মাওবাদী'-দের সঙ্গে তুলনা করায় তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ৷

আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা ৷ নিজেদের দশ দফা দাবি সেখানে তুলে ধরেছেন তাঁরা ৷ এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, তা সময় বলবে ৷ তবে, এই বৈঠক এবং তার ফলাফল যাই হোক না-কেন, শতবিতর্কেও শাসকদলের নেতাদের একাংশের আচরণে বদল নেই ৷ আর সেটা নিজেদের বক্তব্যে প্রমাণ করলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যরা ৷

জুনিয়র ডাক্তারদের 'জেদ' ছেড়ে অনশন প্রত্যাহারের পরামর্শ কুণাল ঘোষের ৷ (ইটিভি ভারত)

এ দিন কুণাল বলেন, "মুখ্যমন্ত্রী এর আগেও নিজের বাড়িতে, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ৷ পরবর্তীতে বৈঠকও হয় ৷ আবারও তিনি আজ নবান্নে বৈঠক ডেকেছেন ৷ আমি আশা করব, জুনিয়র ডাক্তাররা নিজেদের জেদ ছেড়ে ও বাস্তবমুখী হয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক, গঠনমূলক আবেদনে সাড়া দেবেন ৷ তাঁরা অনশন প্রত্যাহার করবেন ৷"

এরপরেই ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বাম ও অতিবাম সংগঠনের প্ররোচনা বলে উল্লেখ করতে শোনা যায় কুণাল ঘোষকে ৷ তিনি বলেন, "আপনাদের দাবিগুলির অধিকাংশ মানা হয়েছে বা তা পূরণের প্রক্রিয়া চলছে ৷ আর বাকিগুলি আলোচনায় সমাধান হবে ৷ তাই বাম, অতিবাম ও বিরোধীদের প্ররোচনা পা দিয়ে, নিজেদের শরীরে চাপ সৃষ্টি করে অনশন করবেন না ৷"

কুণাল ঘোষ যেখানে জুনিয়র ডাক্তারদের অনশনকে 'জেদ' হিসেবে উল্লেখ করেছেন, সেখানেই দেবাংশু ভট্টাচার্যও গতকালের মন্তব্যে অনড় রইলেন ৷ সাফ জানিয়ে দিলেন, তিনি ক্ষমা চাইবেন না ৷ তাঁর বক্তব্য, জুনিয়র ডাক্তারদের আচরণ মাওবাদীদের মতো ৷ এক্ষেত্রে একাংশ সিনিয়র ডাক্তারদের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷

তৃণমূলের আইটি সেলে প্রধানের বক্তব্য, "ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না ৷ বরং যা বলেছি, তার মাত্রাটা আরও বাড়িয়ে দিলাম ৷ আমি জুনিয়র ডাক্তারদের মাওবাদী বলিনি ৷ তাঁদের আচরণকে 'মাওবাদী আচরণ' বলেছি ৷ ডাক্তররা বলছেন, আমাদের দাবি না-মানা হলে মানুষ মারব, সর্বাত্মক স্ট্রাইক করব ৷ তার মানে কী, সাধারণ মানুষের মৃত্যু ৷ চিকিৎসার অভাবে মৃত্যু আর গুলি করে মৃত্যু একই ৷ যে জুনিয়র ডাক্তাররা মানুষ মারার হুমকি দেন, তাঁদের আচরণ মাওবাদীসুলভ, আমি এখনও বলছি ৷"

কলকাতা, 21 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের কাছে ক্ষমা চাওয়া দূর, নিজেদের অবস্থানে অনড় রইলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য ৷ ফের জুনিয়র ডাক্তারের অনশন ও আন্দোলনকে 'জেদ' বলে উল্লেখ করলেন কুণাল ঘোষ ৷ আর জুনিয়র ডাক্তারদের আচরণকে 'মাওবাদী'-দের সঙ্গে তুলনা করায় তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ৷

আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা ৷ নিজেদের দশ দফা দাবি সেখানে তুলে ধরেছেন তাঁরা ৷ এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, তা সময় বলবে ৷ তবে, এই বৈঠক এবং তার ফলাফল যাই হোক না-কেন, শতবিতর্কেও শাসকদলের নেতাদের একাংশের আচরণে বদল নেই ৷ আর সেটা নিজেদের বক্তব্যে প্রমাণ করলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যরা ৷

জুনিয়র ডাক্তারদের 'জেদ' ছেড়ে অনশন প্রত্যাহারের পরামর্শ কুণাল ঘোষের ৷ (ইটিভি ভারত)

এ দিন কুণাল বলেন, "মুখ্যমন্ত্রী এর আগেও নিজের বাড়িতে, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ৷ পরবর্তীতে বৈঠকও হয় ৷ আবারও তিনি আজ নবান্নে বৈঠক ডেকেছেন ৷ আমি আশা করব, জুনিয়র ডাক্তাররা নিজেদের জেদ ছেড়ে ও বাস্তবমুখী হয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক, গঠনমূলক আবেদনে সাড়া দেবেন ৷ তাঁরা অনশন প্রত্যাহার করবেন ৷"

এরপরেই ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বাম ও অতিবাম সংগঠনের প্ররোচনা বলে উল্লেখ করতে শোনা যায় কুণাল ঘোষকে ৷ তিনি বলেন, "আপনাদের দাবিগুলির অধিকাংশ মানা হয়েছে বা তা পূরণের প্রক্রিয়া চলছে ৷ আর বাকিগুলি আলোচনায় সমাধান হবে ৷ তাই বাম, অতিবাম ও বিরোধীদের প্ররোচনা পা দিয়ে, নিজেদের শরীরে চাপ সৃষ্টি করে অনশন করবেন না ৷"

কুণাল ঘোষ যেখানে জুনিয়র ডাক্তারদের অনশনকে 'জেদ' হিসেবে উল্লেখ করেছেন, সেখানেই দেবাংশু ভট্টাচার্যও গতকালের মন্তব্যে অনড় রইলেন ৷ সাফ জানিয়ে দিলেন, তিনি ক্ষমা চাইবেন না ৷ তাঁর বক্তব্য, জুনিয়র ডাক্তারদের আচরণ মাওবাদীদের মতো ৷ এক্ষেত্রে একাংশ সিনিয়র ডাক্তারদের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷

তৃণমূলের আইটি সেলে প্রধানের বক্তব্য, "ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না ৷ বরং যা বলেছি, তার মাত্রাটা আরও বাড়িয়ে দিলাম ৷ আমি জুনিয়র ডাক্তারদের মাওবাদী বলিনি ৷ তাঁদের আচরণকে 'মাওবাদী আচরণ' বলেছি ৷ ডাক্তররা বলছেন, আমাদের দাবি না-মানা হলে মানুষ মারব, সর্বাত্মক স্ট্রাইক করব ৷ তার মানে কী, সাধারণ মানুষের মৃত্যু ৷ চিকিৎসার অভাবে মৃত্যু আর গুলি করে মৃত্যু একই ৷ যে জুনিয়র ডাক্তাররা মানুষ মারার হুমকি দেন, তাঁদের আচরণ মাওবাদীসুলভ, আমি এখনও বলছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.