ETV Bharat / state

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বাজপড়ে মৃত 2 - WEST BENGAL WEATHER UPDATE - WEST BENGAL WEATHER UPDATE

Rain in West Bengal: অবশেষে আকাশ কালো করে রাজ্যে নামল বৃষ্টি ৷ সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজ্যবাসী ৷

Rain in Bengal
কলকাতা এবং জেলা জুড়ে ঝড় বৃষ্টি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 8:52 PM IST

Updated : May 6, 2024, 10:34 PM IST

সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি (নিজস্ব প্রতিনিধি)

কলকাতা, 6 মে: অবশেষে স্বস্তির বৃষ্টি। প্রাণ জুড়ালো রাজ্যবাসীর ৷ আবহাওয়ার পূর্বাভাস মতোই সোমবার সন্ধ্যায় আকাশ কালো করে বৃষ্টি নামল দুই চব্বিশ পরগনা, হাওড়া হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে এই স্বস্তির মধ্যে মিলেছে অস্বস্তির খবরও। পুরুলিয়ায় বাজ পড়ে প্রিয়রঞ্জন মাহাত ও রাহুল কুমার নামে দু'জনের মৃত্যু হয়েছে ।

দীর্ঘ তাপপ্রবাহে যখন নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর তখন চাতক পাখির মতো বৃষ্টির আশায় ছিল সকলেই ৷ অবশেষে সোমবার আকাশ কালো করে আসতেই মুখে হাসি ফোটে সকলের ৷ তারপর হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি ৷ দীর্ঘ দাবদাহের মধ্যে মিলল একটু স্বস্তি ৷ গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছিল। তার রেশ ধরেই তৈরি হয় বৃষ্টি পরিস্থিতি।

আগেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বলা হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, এর সঙ্গে দোসর হবে বৃষ্টি ৷ ঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে ৷ ঢেউয়ের উচ্চতা 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে ৷ ফলে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ উপকূলবর্তী নিরাপত্তারক্ষীদের সতর্কতা অবলম্বনের কথা বলেছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস মত নদিয়াতে কালবৈশাখীর লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বলা হয়েছে 60 থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সঙ্গে মাঝারি বৃষ্টিও হবে। ঝড়ের হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরে। ঝড়-বৃষ্টির ছোঁয়ায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81 শতাংশ।

আরও পড়ুন

1. ধেয়ে আসছে কালবৈশাখী, তপ্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস

2. জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, চলবে কতদিন ?

3. রবি-সকালে পুকুরে ডুব, সাঁতার শেখার বার্তা সুভাষের

সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি (নিজস্ব প্রতিনিধি)

কলকাতা, 6 মে: অবশেষে স্বস্তির বৃষ্টি। প্রাণ জুড়ালো রাজ্যবাসীর ৷ আবহাওয়ার পূর্বাভাস মতোই সোমবার সন্ধ্যায় আকাশ কালো করে বৃষ্টি নামল দুই চব্বিশ পরগনা, হাওড়া হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে এই স্বস্তির মধ্যে মিলেছে অস্বস্তির খবরও। পুরুলিয়ায় বাজ পড়ে প্রিয়রঞ্জন মাহাত ও রাহুল কুমার নামে দু'জনের মৃত্যু হয়েছে ।

দীর্ঘ তাপপ্রবাহে যখন নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর তখন চাতক পাখির মতো বৃষ্টির আশায় ছিল সকলেই ৷ অবশেষে সোমবার আকাশ কালো করে আসতেই মুখে হাসি ফোটে সকলের ৷ তারপর হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি ৷ দীর্ঘ দাবদাহের মধ্যে মিলল একটু স্বস্তি ৷ গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছিল। তার রেশ ধরেই তৈরি হয় বৃষ্টি পরিস্থিতি।

আগেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বলা হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, এর সঙ্গে দোসর হবে বৃষ্টি ৷ ঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে ৷ ঢেউয়ের উচ্চতা 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে ৷ ফলে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ উপকূলবর্তী নিরাপত্তারক্ষীদের সতর্কতা অবলম্বনের কথা বলেছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস মত নদিয়াতে কালবৈশাখীর লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বলা হয়েছে 60 থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সঙ্গে মাঝারি বৃষ্টিও হবে। ঝড়ের হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরে। ঝড়-বৃষ্টির ছোঁয়ায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81 শতাংশ।

আরও পড়ুন

1. ধেয়ে আসছে কালবৈশাখী, তপ্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস

2. জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, চলবে কতদিন ?

3. রবি-সকালে পুকুরে ডুব, সাঁতার শেখার বার্তা সুভাষের

Last Updated : May 6, 2024, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.