কলকাতা, 19 এপ্রিল: তাপপ্রবাহের সাক্ষী কলকাতা । মরশুমে প্রথমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে 41 ডিগ্রির খুব কাছাকাছি পৌঁছে গেল । আর তার জেরেই তিলোত্তমায় তাপপ্রবাহ। আলিপুর আবহাত্তয়া দফতর আগেই বলেছিল কলকাতার তাপমাত্রা 42 ডিগ্রির আশপাশে চলে যেতে পারে। তার জরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হল। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ। মানে স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি বেশি ছিল বলেই তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতায়।
হাওয়া অফিস বলছে, উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের কারণেই দক্ষিনবঙ্গ জুড়ে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাদ গেল না কলকাতা। আগামী 23 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এপ্রিল মাসে এই গরম নতুন নয়। অতীতেও উদাহরণ রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির কবে তা আবহাওয়াবিদরা বলতে পারছেন না। বৃষ্টি হওয়ার জন্য বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়া জরুরি। সেটিকে বাংলার দিকে এগিয়েও আসতে হবে। উলটে সাগরে তৈরি বিপরীত ঘুর্নাবর্ত বাংলাদেশের দিকে যাচ্ছে।
ওপার বাংলায় বৃষ্টিস্নাত গ্রীষ্ম পাওয়া গেলেও এখানে কাঠফাটা গরম। 22 এপ্রিল ছিটেফোটা বৃষ্টি পাওয়া যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে বটে তবে তার নিশ্চয়তা নেই জানিয়েছে হাওয়া অফিস। সল্টলেক থেকে শুরু করে দমদমে মতো কলকাতাকর কাছাকাছি থাকা এলাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা 40. 8 সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে সবার আগে ফের বাঁকুড়া। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়স্থানে আসানসোল। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
আরও পড়ুন: