ETV Bharat / state

বিদায় বেলার বর্ষায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, দশমীতে কোন জেলায় কতটা বৃষ্টি ?

সাগরে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় ৷ আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যে বিদায় পর্বে ঢুকে পড়েছে বর্ষা ৷ তবে শেষ লগ্নেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বঙ্গে ৷

WEST BENGAL WEATHER UPDATE
বঙ্গে আবহাওয়ার পূর্বাভাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 7:53 AM IST

কলকাতা, 12 অক্টোবর: আর্দ্রতাজনিত অস্বস্তি পিছু ছাড়ছে না ৷ আশ্বিনের শেষেও তাই হাসফাস অবস্থা বঙ্গবাসীর ৷ দিনের বেলায় সূর্যের প্রখর তাপের কারণে অস্বস্তি থেকে যাচ্ছে রাতের বেলাতেও ৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সাগরে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় ৷ তাই ছিটেফোঁটা বৃষ্টির এখনও দেখা মিলছে বঙ্গে ৷ তবে বিদায় পর্বে ঢুকে পড়েছে বর্ষা ৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হালকা ছিটেফোঁটা বৃষ্টি মাথায় নিয়েই কেটেছে বাঙালির এবারের দুর্গাপুজো ৷ শনিবার দশমীতেও বৃষ্টি সঙ্গী বঙ্গের আবহাওয়াতে । তবে ঝমঝমিয়ে নয়, দর্শনার্থীদের সঙ্গে পা মেলাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি । রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আট জেলাতেই শনিবার, দশমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একাদশীতে দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বাকি পাঁচ জেলায় আগামী 15 অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ।

বৃষ্টির পূর্বাভাস

পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল । বৃষ্টিকে সঙ্গে নিয়েই এই বছর বঙ্গবাসীর পুজো কাটবে বলে জানিয়েছিল হাওয়া অফিস ৷ কিন্তু, এই বৃষ্টি পুজোর আনন্দে সে ভাবে বাধ সাধবে না বলেও পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বৃষ্টি চললেও তা হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বলে জানান তাঁরা । দশমী ও একাদশীতেও একই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেখানে যেটুকু বৃষ্টি হবে, তা স্থানীয় মেঘের কারণে ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ।

আরও পড়ুন

বঙ্গজুড়ে হালকা বৃষ্টি, রয়েছে হলুদ সতর্কতাও ! জল-কাদা নিয়েই কি প্যান্ডেল হপিং?

পুজোয় 'ভিলেন' বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ! বিদায়ী বর্ষায় দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি


কলকাতা, 12 অক্টোবর: আর্দ্রতাজনিত অস্বস্তি পিছু ছাড়ছে না ৷ আশ্বিনের শেষেও তাই হাসফাস অবস্থা বঙ্গবাসীর ৷ দিনের বেলায় সূর্যের প্রখর তাপের কারণে অস্বস্তি থেকে যাচ্ছে রাতের বেলাতেও ৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সাগরে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় ৷ তাই ছিটেফোঁটা বৃষ্টির এখনও দেখা মিলছে বঙ্গে ৷ তবে বিদায় পর্বে ঢুকে পড়েছে বর্ষা ৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হালকা ছিটেফোঁটা বৃষ্টি মাথায় নিয়েই কেটেছে বাঙালির এবারের দুর্গাপুজো ৷ শনিবার দশমীতেও বৃষ্টি সঙ্গী বঙ্গের আবহাওয়াতে । তবে ঝমঝমিয়ে নয়, দর্শনার্থীদের সঙ্গে পা মেলাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি । রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আট জেলাতেই শনিবার, দশমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একাদশীতে দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বাকি পাঁচ জেলায় আগামী 15 অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ।

বৃষ্টির পূর্বাভাস

পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল । বৃষ্টিকে সঙ্গে নিয়েই এই বছর বঙ্গবাসীর পুজো কাটবে বলে জানিয়েছিল হাওয়া অফিস ৷ কিন্তু, এই বৃষ্টি পুজোর আনন্দে সে ভাবে বাধ সাধবে না বলেও পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বৃষ্টি চললেও তা হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বলে জানান তাঁরা । দশমী ও একাদশীতেও একই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেখানে যেটুকু বৃষ্টি হবে, তা স্থানীয় মেঘের কারণে ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ।

আরও পড়ুন

বঙ্গজুড়ে হালকা বৃষ্টি, রয়েছে হলুদ সতর্কতাও ! জল-কাদা নিয়েই কি প্যান্ডেল হপিং?

পুজোয় 'ভিলেন' বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ! বিদায়ী বর্ষায় দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.