কলকাতা, 21 জানুয়ারি: কলকাতা পুলিশের হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় গুরুতর আহত হলেন অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা ৷ রবিবার তাঁর মাথার উপর বাঁশের তোরণ ভেঙে পড়ে ৷ এই ঘটনার পর তড়িঘড়ি তাঁকে ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সে নিয়ে গিয়ে ভরতি করা হয় ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপালের ৷
জানা গিয়েছে, রবিবাসরীয় সকালে কলকাতা পুলিশের তরফে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রেড রোডে । সেখানে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী ও প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত অফিসার ইনচার্জরা । ঠিক ভোর সাড়ে ছটা নাগাদ শুরু হয় কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথন প্রতিযোগিতার দৌড় পর্ব । আর তার মাঝেই ঘটে বিপত্তি ৷
কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা যেখানে দাঁড়িয়েছিলেন, তার ঠিক উপরে হাফ ম্যারাথনের বিজ্ঞাপন দেওয়া ছিল ৷ রেড রোডের উপরে বিজ্ঞাপন দেওয়া বাঁশের তোরণটি আলগা হয়ে যায় এবং দৌড় শুরু হওয়া মাত্রই ওই বাঁশের তোরণটি আচমকা খুলে নীচে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মার মাথায় ভেঙে পড়ে । রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি । তবে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন প্রতিযোগিতা চলছিল বলে সেখানে আগে থেকেই অ্যাম্বুলেন্স রাখা ছিল । জানা গিয়েছে, ওই অ্যাম্বুলেন্সে করেই তাঁকে ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সে নিয়ে যাওয়া হয় । তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে বলে হাসপাতালে সূত্রে খবর ।
এই বিষয়ে কলকাতা পুলিশের অপর অতিরিক্ত নগরপাল শুভঙ্কর সিনহা সরকার বলেন, "এই ঘটনাটি আচমকার ঘটে যাওয়াতে আমরা প্রত্যেককে অবাক হয়ে যাই । উপরে তৈরি করা একটি অস্থায়ী বাঁশের তোরণ আচমকা মুরলীধর শর্মার মাথার উপর ভেঙে পড়ে । রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।" কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল হওয়ার আগে দীর্ঘদিন ধরে লালবাজারের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন মুরলীধর শর্মা । ওই বাঁশের তোরণটা কীভাবে খুলে পড়ল, তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।
আরও পড়ুন: