ETV Bharat / state

বেআইনি নির্মাণে নাজেহাল ফিরহাদের রক্ষাকবচ বাম আমলের 'গার্ড পোস্ট' - Garden Reach building collapse - GARDEN REACH BUILDING COLLAPSE

Firhad Hakim on Illegal Construction: বেআইনি নির্মাণ ঠেকাতে ফিরহাদ ফেরাচ্ছেন বাম আমলের 'গার্ড পোস্ট' ৷ আইন মাফিক কাজ করতে বাম আমলের পদ্ধতিকেই মানতে হবে বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷

Firhad Hakim on Illegal Construction
Firhad Hakim on Illegal Construction
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 10:48 AM IST

Updated : Apr 5, 2024, 7:59 AM IST

কলকাতা, 4 এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডে প্রাণ গিয়েছে 13 জনের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই ঘটনার দায় চাপিয়ে ছিলেন বাম আমলের উপর। এবার শহরজুড়ে বেআইনি নির্মাণের রমরমা ঠেকাতে ফিরহাদের হাতিয়ার বাম জমানার আইন। 2012 সালে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পৌর বোর্ড 'গার্ড পোস্ট' বন্ধ করে দিয়েছিল। তবে বেআইনি নির্মাণ ঠেকাতে শেষমেশ 12 বছর আগে বাম জমানার সেই গার্ড পোস্টকেই ফেরাচ্ছেন বর্তমান তৃণমূল বোর্ডের মেয়র ফিরহাদ হাকিম।

বেআইনি কর্মকাণ্ড ঠেকাতে বাম আমলের উপরেই ভরসা রাখতে হবে ৷ কারণ, বাম আমলের পদ্ধতি ছিল আইনসিদ্ধ দাবি, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আগে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে 'স্টপ অফ ওয়ার্ক' নোটিশ দেওয়া হত। সেই সমস্ত নির্মাণস্থলে কলকাতা কর্পোরেশন 'গার্ড পোস্ট' নিয়োগ করত। দিনের বেলা ওই স্থলে যাতে নির্মাণ কাজ না-হয় সেটা দেখার দায়িত্ব থাকত গার্ড পোস্টদের। রাতে দায়িত্ব থাকত পুলিশদের। যতদিন না ওই নির্মাণ কাজের প্রোমোটার বা মালিক কলকাতা কর্পোরেশন বিল্ডিং বিভাগকে লিখিতভাবে জানাতেন যে, তাঁরা ফেরনিয়ম মাফিক কাজ করতে চায় ততদিন ওই গার্ড পোস্ট থাকত।

শুধু তাই নয়, গার্ডের প্রতিদিনের মজুরি গুনতে হত অভিযুক্ত মালিক বা প্রোমোটারকে। ফলে বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এই পোস্টের কর্মরতরা অবসর নেওয়ার পর ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তবে ওই পদে নতুন নিয়োগ হয়নি। এদিকে, 2012 সালে গার্ড পোস্ট বন্ধ করে গোটা দায়িত্ব পুলিশের উপর দিয়ে দেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্তু বাম আমলের সেই গার্ড পোস্ট আবার ফিরতে চলেছে। তবে সেই পদে নতুন নিয়োগ হবে না। কলকাতা কর্পোরেশন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম জানান, ওই পদে যাদের নিয়োগ করা হবে তাদের ঠিকা সংস্থা মারফত নিয়োগ করা হবে ৷

বহুবছর আগে এই পদ ছিল। তাঁর দাবি, এই পদ 20 বছর আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি, বেআইনি নির্মাণের দায় বাম আমলের উপরে দিয়ে বেআইনি নির্মাণ ঠেকাতে বাম আমলেরই নিয়ম ফেরানোর ঘটানা প্রসঙ্গে প্রাক্তন মেয়র ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "কলকাতা কর্পোরেশন যদি পুরনো আইন মেনে কাজ করত তাহলে সমস্যাটা কম হত। 2010 পর যারা পৌর বোর্ডে এসেছে তাদের প্রবণতা ছিল বাম আমলে যা হয়েছে সব অনৈতিক তাই বদল করা হবে।"

তাঁর আরও সংযোজন, "তার ফলে আইনকে অমান্য করার ঝোঁক তৈরি হল ও কাউন্সিলরদের টাকা উপার্জনের সুযোগ করে দেওয়া হল। এখন এত পরিমাণ বেআইনি নির্মাণ হয়েছে যে সেটাকে আর চাপা দেওয়া যাচ্ছে না। দগদগে ঘায়ের মতো সমাজের চারদিকে দেখা যাচ্ছে। আইন কার্যকরী করতে গেলে গার্ড পোস্টিং ফেরাতে হবে। যারা বেআইনি নির্মাণ নজরদারি করা বন্ধ হয়ে গিয়েছিল সেসব চালু হচ্ছে ভালো কথা। রাজ্যজুড়ে আইন মাফিক কাজ করতে হলে বাম আমলের পদ্ধতিকে ফেরাতে হবে। কারণ সেটাই আইনসিদ্ধ।"

আরও পড়ুন:

  1. এসএসকেএমে প্রাণ গেল আরও 1জনের, গার্ডেনরিচ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13
  2. বউবাজার বাড়ি ভাঙার ঘটনায় কড়া পদক্ষেপ পৌরনিগমের
  3. গার্ডেনরিচকাণ্ডে এবার সরব পৌরনিগমের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার

কলকাতা, 4 এপ্রিল: গার্ডেনরিচ কাণ্ডে প্রাণ গিয়েছে 13 জনের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই ঘটনার দায় চাপিয়ে ছিলেন বাম আমলের উপর। এবার শহরজুড়ে বেআইনি নির্মাণের রমরমা ঠেকাতে ফিরহাদের হাতিয়ার বাম জমানার আইন। 2012 সালে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পৌর বোর্ড 'গার্ড পোস্ট' বন্ধ করে দিয়েছিল। তবে বেআইনি নির্মাণ ঠেকাতে শেষমেশ 12 বছর আগে বাম জমানার সেই গার্ড পোস্টকেই ফেরাচ্ছেন বর্তমান তৃণমূল বোর্ডের মেয়র ফিরহাদ হাকিম।

বেআইনি কর্মকাণ্ড ঠেকাতে বাম আমলের উপরেই ভরসা রাখতে হবে ৷ কারণ, বাম আমলের পদ্ধতি ছিল আইনসিদ্ধ দাবি, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আগে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে 'স্টপ অফ ওয়ার্ক' নোটিশ দেওয়া হত। সেই সমস্ত নির্মাণস্থলে কলকাতা কর্পোরেশন 'গার্ড পোস্ট' নিয়োগ করত। দিনের বেলা ওই স্থলে যাতে নির্মাণ কাজ না-হয় সেটা দেখার দায়িত্ব থাকত গার্ড পোস্টদের। রাতে দায়িত্ব থাকত পুলিশদের। যতদিন না ওই নির্মাণ কাজের প্রোমোটার বা মালিক কলকাতা কর্পোরেশন বিল্ডিং বিভাগকে লিখিতভাবে জানাতেন যে, তাঁরা ফেরনিয়ম মাফিক কাজ করতে চায় ততদিন ওই গার্ড পোস্ট থাকত।

শুধু তাই নয়, গার্ডের প্রতিদিনের মজুরি গুনতে হত অভিযুক্ত মালিক বা প্রোমোটারকে। ফলে বেআইনি নির্মাণের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এই পোস্টের কর্মরতরা অবসর নেওয়ার পর ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তবে ওই পদে নতুন নিয়োগ হয়নি। এদিকে, 2012 সালে গার্ড পোস্ট বন্ধ করে গোটা দায়িত্ব পুলিশের উপর দিয়ে দেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্তু বাম আমলের সেই গার্ড পোস্ট আবার ফিরতে চলেছে। তবে সেই পদে নতুন নিয়োগ হবে না। কলকাতা কর্পোরেশন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম জানান, ওই পদে যাদের নিয়োগ করা হবে তাদের ঠিকা সংস্থা মারফত নিয়োগ করা হবে ৷

বহুবছর আগে এই পদ ছিল। তাঁর দাবি, এই পদ 20 বছর আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি, বেআইনি নির্মাণের দায় বাম আমলের উপরে দিয়ে বেআইনি নির্মাণ ঠেকাতে বাম আমলেরই নিয়ম ফেরানোর ঘটানা প্রসঙ্গে প্রাক্তন মেয়র ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "কলকাতা কর্পোরেশন যদি পুরনো আইন মেনে কাজ করত তাহলে সমস্যাটা কম হত। 2010 পর যারা পৌর বোর্ডে এসেছে তাদের প্রবণতা ছিল বাম আমলে যা হয়েছে সব অনৈতিক তাই বদল করা হবে।"

তাঁর আরও সংযোজন, "তার ফলে আইনকে অমান্য করার ঝোঁক তৈরি হল ও কাউন্সিলরদের টাকা উপার্জনের সুযোগ করে দেওয়া হল। এখন এত পরিমাণ বেআইনি নির্মাণ হয়েছে যে সেটাকে আর চাপা দেওয়া যাচ্ছে না। দগদগে ঘায়ের মতো সমাজের চারদিকে দেখা যাচ্ছে। আইন কার্যকরী করতে গেলে গার্ড পোস্টিং ফেরাতে হবে। যারা বেআইনি নির্মাণ নজরদারি করা বন্ধ হয়ে গিয়েছিল সেসব চালু হচ্ছে ভালো কথা। রাজ্যজুড়ে আইন মাফিক কাজ করতে হলে বাম আমলের পদ্ধতিকে ফেরাতে হবে। কারণ সেটাই আইনসিদ্ধ।"

আরও পড়ুন:

  1. এসএসকেএমে প্রাণ গেল আরও 1জনের, গার্ডেনরিচ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13
  2. বউবাজার বাড়ি ভাঙার ঘটনায় কড়া পদক্ষেপ পৌরনিগমের
  3. গার্ডেনরিচকাণ্ডে এবার সরব পৌরনিগমের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার
Last Updated : Apr 5, 2024, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.