ETV Bharat / state

কলকাতা পৌরনিগমে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কোন পদে কত লোক নেবে ? - Kolkata Municipal Corporation

KMC issues recruitment notification: শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পৌরনিগম ৷ কোন পদে কত লোক নেওয়া হবে তা দেখে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 1:54 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে স্থায়ী পদে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল । ওয়েস্ট বেঙ্গল মিউনসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে । কলকাতা পৌরনিগমে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রার পদগুলি বহু দিন ধরে খালি রয়েছে । এ বার সেই পদ পূরণেই পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম । ফলে জন্ম-মৃত্যু সার্টিফিকেট থেকে কবরস্থান, শ্মশান-নথি সংক্রান্ত কাজ আরও গতি পাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 11 জন সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হবে । তাঁদের ন্যূনতম যোগ্যতা হল, সরকারি অনুমোদিত সংস্থা থেকে হোমিয়োপ্যাথ ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে । বিএইচএমএস, ডিএইচএমএস, ডিএমএস-এর যে কোনও একটা থাকাটা জরুরি । কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনও কবরস্থানে, শ্মশানে, স্মৃতি সৌধে । চলতি বছরের শুরু অনুসারে, বয়স 45 বছরের বেশি হবে না । সাধারণের জন্য চারটি আসন বরাদ্দ । এসসি তিনটি, এসটি দুটি এবং ওবিসি-র দুটি আসন । অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করা শুরু হবে আগামী মার্চ মাসের সাত তারিখ থেকে । আবেদনের শেষ দিন ছয় এপ্রিল । বেতন হল রোপা 2019 অনুসারে, লেভেল 14 অনুযায়ী বেতন এবং বাকি ভাতা পাবেন কর্মী ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের জন্ম-মৃত্যু সার্টিফিকেটের বিভাগ খুবই গুরুত্বপূর্ণ ৷ বহু জেলার মানুষের কলকাতার হাসপাতালে জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটে । সেই সবই কলকাতা পৌরনিগমের নথির উপর নির্ভর করতে হয় । সেই কাজে আইনি ভাবে মূল আধিকারিক হলেন সাব-রেজিস্ট্রার । সেই পদ দীর্ঘদিন চুক্তি ভিত্তিক লোক দিয়ে আবার কোথায় একজনকে দু'জায়গার দায়িত্ব দিয়ে চালানো হচ্ছিল । এ বার সেই সমস্যার সমাধান করতে চাইছে কলকাতা পৌরনিগম ৷

আরও পড়ুন:

  1. সব হারিয়ে অথৈ জলে আনন্দপুরের বস্তিবাসীরা, পাশে দাঁড়াল কলকাতা পৌরনিগম
  2. শিশুদের বিরল রোগের চিকিৎসা ও কাউন্সেলিং হবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে
  3. কেন্দ্রের প্রকল্পকে 'সাফল্য' হিসেবে বাজেটে তুলে ধরল কলকাতা পৌরনিগমের তৃণমূল পৌর বোর্ড

কলকাতা, 26 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে স্থায়ী পদে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল । ওয়েস্ট বেঙ্গল মিউনসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে । কলকাতা পৌরনিগমে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রার পদগুলি বহু দিন ধরে খালি রয়েছে । এ বার সেই পদ পূরণেই পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম । ফলে জন্ম-মৃত্যু সার্টিফিকেট থেকে কবরস্থান, শ্মশান-নথি সংক্রান্ত কাজ আরও গতি পাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 11 জন সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হবে । তাঁদের ন্যূনতম যোগ্যতা হল, সরকারি অনুমোদিত সংস্থা থেকে হোমিয়োপ্যাথ ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে । বিএইচএমএস, ডিএইচএমএস, ডিএমএস-এর যে কোনও একটা থাকাটা জরুরি । কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনও কবরস্থানে, শ্মশানে, স্মৃতি সৌধে । চলতি বছরের শুরু অনুসারে, বয়স 45 বছরের বেশি হবে না । সাধারণের জন্য চারটি আসন বরাদ্দ । এসসি তিনটি, এসটি দুটি এবং ওবিসি-র দুটি আসন । অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করা শুরু হবে আগামী মার্চ মাসের সাত তারিখ থেকে । আবেদনের শেষ দিন ছয় এপ্রিল । বেতন হল রোপা 2019 অনুসারে, লেভেল 14 অনুযায়ী বেতন এবং বাকি ভাতা পাবেন কর্মী ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের জন্ম-মৃত্যু সার্টিফিকেটের বিভাগ খুবই গুরুত্বপূর্ণ ৷ বহু জেলার মানুষের কলকাতার হাসপাতালে জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটে । সেই সবই কলকাতা পৌরনিগমের নথির উপর নির্ভর করতে হয় । সেই কাজে আইনি ভাবে মূল আধিকারিক হলেন সাব-রেজিস্ট্রার । সেই পদ দীর্ঘদিন চুক্তি ভিত্তিক লোক দিয়ে আবার কোথায় একজনকে দু'জায়গার দায়িত্ব দিয়ে চালানো হচ্ছিল । এ বার সেই সমস্যার সমাধান করতে চাইছে কলকাতা পৌরনিগম ৷

আরও পড়ুন:

  1. সব হারিয়ে অথৈ জলে আনন্দপুরের বস্তিবাসীরা, পাশে দাঁড়াল কলকাতা পৌরনিগম
  2. শিশুদের বিরল রোগের চিকিৎসা ও কাউন্সেলিং হবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে
  3. কেন্দ্রের প্রকল্পকে 'সাফল্য' হিসেবে বাজেটে তুলে ধরল কলকাতা পৌরনিগমের তৃণমূল পৌর বোর্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.