ETV Bharat / state

আরজি কর থেকে শিক্ষা, সিভিক ভলান্টিয়ার ও বেসরকারি রক্ষীদের জন্য কড়া নির্দেশিকা কেএমসি-র - KMC Guidelines for Civic Volunteers

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 5:48 PM IST

KMC Guidelines for Civic Volunteers: মহিলা সুরক্ষায় এবার বাড়তি পদক্ষেপ কলকাতা পৌরনিগমের ৷ সিভিক ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী এবং হাউসকিপিংয়ের সদস্যদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরেই এই বাড়তি সতর্কতা ৷

KMC Guidelines for Civic Volunteers
সিভিক ভলান্টিয়ার ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের জন্য নির্দেশিকা কেএমসি-র ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 23 অগস্ট: আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন ৷ আর সেই থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতা কলকাতা পুরনিগমের ৷ সেখানকার কর্তব্যরত মহিলা কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী এবং হাউস-কিপিংয়ের কর্মীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ।

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সিভিক ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী ও হাউস-কিপিং কর্মীদের কাজের সময় নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরা বাধ্যতামূলক ৷ পাশাপাশি, তাঁদের পরিচয়পত্র সবসময় গলায় ঝুলিয়ে কাজ করতে হবে ৷ এই সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডু একটি নির্দেশিকা জারি করেছেন ৷ যদিও, এই নির্দেশিকা কীভাবে মানা হবে ? সেই প্রশ্ন তুলেছেন সিভিক ভলান্টিয়ার এবং নিরাপত্তারক্ষীদের একাংশ ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা ৷ প্রতিবাদের কণ্ঠস্বর প্রতিদিন, প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে মহানগরের রাজপথে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত যে অভিযুক্ত ধরা পড়েছে, তাঁর পরিচয় তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন ৷

কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবন, বরো দফতর ও বিভিন্ন বিভাগীয় অফিসে এমন অসংখ্য সিভিক ভলান্টিয়ারকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে ৷ এদের পাশাপাশি, একটা বড় সংখ্যায় নিরাপত্তার দায়িত্বে আছেন বেসরকারি সংস্থার রক্ষীরা ৷ ভবনগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেসরকারি সংস্থার হাউস-কিপিং স্টাফ চুক্তিভিত্তিক ভাবে কর্মরত ৷ বাইরের এত লোকের চলা ফেরায়, কলকাতা পুরনিগমের মহিলা আধিকারিক এবং কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে ৷

কলকাতা পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডুর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "কলকাতা পুরনিগমে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মী থেকে শুরু করে হাউস-কিপিং, সিভিক ভলান্টিয়ার-সহ অনেকেই তাঁদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে কাজ করেন না ৷ পরিচয়পত্র গলায় ঝোলানো থাকে না ৷ এই ঘটনা কর্তৃপক্ষের নজরে এসেছে ৷ এখন থেকে সমস্ত চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী, সিভিক ভলান্টিয়ার থেকে হাউস-কিপিং কর্মীদের বাধ্যতামূলক ভাবে ইউনিফর্ম পরে ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কাজ করতে হবে ৷"

সেই নির্দেশিকায় জানানো হয়েছে, পুরনিগমের বিভাগীয় আধিকারিকরা বিষয়টি নজরে রাখবেন ৷ এই নির্দেশ মানছেন না, এমন কেউ নজরে এলে পুরনিগম কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ৷ কর্তৃপক্ষ ওই কর্মী বা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেবে বেসরকারি ঠিকা সংস্থা এবং কলকাতা পুলিশের পুরনিগমের আউট পোস্টের ওসি-কে ৷

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মূল ভবন-সহ শহর জুড়ে পুরনিগমের অফিসে এখন সিভিক ভলান্টিয়ার কর্মরত প্রায় 450-500 জনের মতো ৷ হাউস-কিপিং কর্মীদের সংখ্যা 600-650 জন ৷ বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর সংখ্যা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার জন ৷ এই প্রসঙ্গে পুরনিগমের এক আধিকারিক জানান, "এই নির্দেশিকা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করা হয়েছে ৷ সিসিটিভি থাকছে ৷ কেউ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটালে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা ও দ্রুত পদক্ষেপের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷"

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিক ভলান্টিয়ার বলেন, "বছর চার আগে দু’টো ইউনিফর্মের সেট, আর একটা জুতো দিয়েছিল ৷ এটা সপ্তাহে 6 দিন করে ডিউটিতে পরতে হয় ৷ তারপর আর জামা-প্যান্ট দেয়নি ৷ অনেকের জামা-প্যান্ট ছিঁড়েছে ৷ তাঁরা অগত্যা ওই রংয়ের জামা নিজেরাই কিনে পরছেন ৷ এই সমস্যার সমাধান করা প্রয়োজন ৷ না-হলে ইউনিফর্ম পাব কোথা থেকে ?"

কলকাতা, 23 অগস্ট: আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন ৷ আর সেই থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতা কলকাতা পুরনিগমের ৷ সেখানকার কর্তব্যরত মহিলা কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী এবং হাউস-কিপিংয়ের কর্মীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ।

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সিভিক ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী ও হাউস-কিপিং কর্মীদের কাজের সময় নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরা বাধ্যতামূলক ৷ পাশাপাশি, তাঁদের পরিচয়পত্র সবসময় গলায় ঝুলিয়ে কাজ করতে হবে ৷ এই সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডু একটি নির্দেশিকা জারি করেছেন ৷ যদিও, এই নির্দেশিকা কীভাবে মানা হবে ? সেই প্রশ্ন তুলেছেন সিভিক ভলান্টিয়ার এবং নিরাপত্তারক্ষীদের একাংশ ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা ৷ প্রতিবাদের কণ্ঠস্বর প্রতিদিন, প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে মহানগরের রাজপথে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত যে অভিযুক্ত ধরা পড়েছে, তাঁর পরিচয় তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন ৷

কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবন, বরো দফতর ও বিভিন্ন বিভাগীয় অফিসে এমন অসংখ্য সিভিক ভলান্টিয়ারকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে ৷ এদের পাশাপাশি, একটা বড় সংখ্যায় নিরাপত্তার দায়িত্বে আছেন বেসরকারি সংস্থার রক্ষীরা ৷ ভবনগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেসরকারি সংস্থার হাউস-কিপিং স্টাফ চুক্তিভিত্তিক ভাবে কর্মরত ৷ বাইরের এত লোকের চলা ফেরায়, কলকাতা পুরনিগমের মহিলা আধিকারিক এবং কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে ৷

কলকাতা পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডুর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "কলকাতা পুরনিগমে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মী থেকে শুরু করে হাউস-কিপিং, সিভিক ভলান্টিয়ার-সহ অনেকেই তাঁদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে কাজ করেন না ৷ পরিচয়পত্র গলায় ঝোলানো থাকে না ৷ এই ঘটনা কর্তৃপক্ষের নজরে এসেছে ৷ এখন থেকে সমস্ত চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী, সিভিক ভলান্টিয়ার থেকে হাউস-কিপিং কর্মীদের বাধ্যতামূলক ভাবে ইউনিফর্ম পরে ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কাজ করতে হবে ৷"

সেই নির্দেশিকায় জানানো হয়েছে, পুরনিগমের বিভাগীয় আধিকারিকরা বিষয়টি নজরে রাখবেন ৷ এই নির্দেশ মানছেন না, এমন কেউ নজরে এলে পুরনিগম কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ৷ কর্তৃপক্ষ ওই কর্মী বা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেবে বেসরকারি ঠিকা সংস্থা এবং কলকাতা পুলিশের পুরনিগমের আউট পোস্টের ওসি-কে ৷

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মূল ভবন-সহ শহর জুড়ে পুরনিগমের অফিসে এখন সিভিক ভলান্টিয়ার কর্মরত প্রায় 450-500 জনের মতো ৷ হাউস-কিপিং কর্মীদের সংখ্যা 600-650 জন ৷ বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর সংখ্যা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার জন ৷ এই প্রসঙ্গে পুরনিগমের এক আধিকারিক জানান, "এই নির্দেশিকা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করা হয়েছে ৷ সিসিটিভি থাকছে ৷ কেউ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটালে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা ও দ্রুত পদক্ষেপের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷"

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিক ভলান্টিয়ার বলেন, "বছর চার আগে দু’টো ইউনিফর্মের সেট, আর একটা জুতো দিয়েছিল ৷ এটা সপ্তাহে 6 দিন করে ডিউটিতে পরতে হয় ৷ তারপর আর জামা-প্যান্ট দেয়নি ৷ অনেকের জামা-প্যান্ট ছিঁড়েছে ৷ তাঁরা অগত্যা ওই রংয়ের জামা নিজেরাই কিনে পরছেন ৷ এই সমস্যার সমাধান করা প্রয়োজন ৷ না-হলে ইউনিফর্ম পাব কোথা থেকে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.