ETV Bharat / state

পৌরনিগমের দেওয়া গাছে সাজছে নাগরিকদের বাড়ির ছাদ-বারান্দা - Tree Plantaion - TREE PLANTAION

Go Green Project by KMC: শহরে সবুজের ঘাটতি মেটাতে চারাগাছ বিলি শুরু করে কলকাতা পৌরনিগম ৷ দেখা যাচ্ছে সেই গাছে রাস্তার ধারের থেকে বেশি নাগরিকদের বাড়ির ছাদ-বারান্দা সেজে উঠেছে ৷ তার থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই তৎপর পৌর আধিকারিকেরা ৷

KMC
কলকাতা পৌরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 6:39 AM IST

Updated : Jun 3, 2024, 8:16 AM IST

কলকাতা, 3 জুন: এই বছর বর্ষার শুরুতে ফের 'গো গ্রিন প্রজেক্ট'-এর উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । এতে খুশি মহানগরবাসী । তবে পৌরনিগমকে এবার তাড়া করছে গতবারের সেই আশঙ্কা ও সেই ফোন । আবার যদি বাড়ির বারান্দায় বা ছাদে গাছ লাগানোর আবদারে ফোন আসে । প্রকল্প শুরুর আগে তাই হাজারো চিন্তা পৌরআধিকারিকদের । কিন্তু এ বছর সমস্যা সমাধানের পথ বের করতেই আগাম পরিকল্পনা নিচ্ছে কলকাতা কর্পোরেশন ।

পৌরনিগমের এক আধিকারিক বলেন, "গো গ্রিন প্রজেক্ট-এর মূল উদ্দেশ্য হল শহরে সবুজের ঘাটতি মেটানো । পাশাপাশি যেভাবে কলকাতা দূষণের চাদরে ঢাকছে তার মোকাবিলা করা । গত বছরে এই উদ্দেশে ফোন নম্বর দেওয়া হয় । সেই নম্বরে একাধিক ফোন এসেছে ব্যক্তিগত বাড়ি বা ফ্ল্যাট থেকে । আর তাতেই আমরা বুঝতে পেরেছি নাগরিকদের অনেকেই পরিবেশ রক্ষার থেকে নিজের বাড়ির বারান্দা অথবা ছাদ সাজাতেই বেশি আগ্রহী । তাই এবার আগাম সচেতনতা । জোর দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষায় । পরিবেশ রক্ষাই এই প্রজেক্টের মূল লক্ষ্য। মানুষের সচেতনতায় মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে ।"

কলকাতা পৌরনিগমের অধীনস্ত যেকোনও জায়গায় গাছ লাগাতে চান ? একটা ফোন করে ইচ্ছা প্রকাশ করুন পৌরনিগমে । অমনি গাছ পৌঁছে যাবে আপনার কাছে ৷ গত বছর কলকাতা পৌরনিগমের তরফ থেকে মহানগরে গাছ লাগানোর এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল । এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পৌরনিগমের অফিসিয়াল ওয়েবসাইটে । বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই একাধিক ফোন আসতে থাকে পৌরনিগমে । আর তারপরেই সেই এলাকায় 'গো গ্রিন প্রজেক্ট'- এর মাধ্যমে পৌঁছে গিয়েছিল গাছ ।

কলকাতা পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় সবুজায়নের সঙ্গে সঙ্গে বেড়েছিল সৌন্দর্যায়নও । কিন্তু পাশাপাশি কিছু ফোনে তাজ্জব হয়েছিল কর্পোরেশনের উদ্ভিদবিদরা । কেন ? কারণ একাধিক ফোনে কেউ বলেছিলেন পাতাবাহার দিয়ে সাজাতে চান বাড়ির বারান্দা, কেউবা বাড়ির ছাদে বেল, টগর, জবা গাছ লাগানোর আবদারও করেছিলেন । এমন 50 জনের আবদার মিটিয়েও ছিলেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা । আবদারকারীদের মোট 350টি গাছও দেওয়া হয় । একইসঙ্গে তাঁদের এই প্রজেক্ট নিয়ে সচেতন করা হয়েছে ।

কলকাতা, 3 জুন: এই বছর বর্ষার শুরুতে ফের 'গো গ্রিন প্রজেক্ট'-এর উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । এতে খুশি মহানগরবাসী । তবে পৌরনিগমকে এবার তাড়া করছে গতবারের সেই আশঙ্কা ও সেই ফোন । আবার যদি বাড়ির বারান্দায় বা ছাদে গাছ লাগানোর আবদারে ফোন আসে । প্রকল্প শুরুর আগে তাই হাজারো চিন্তা পৌরআধিকারিকদের । কিন্তু এ বছর সমস্যা সমাধানের পথ বের করতেই আগাম পরিকল্পনা নিচ্ছে কলকাতা কর্পোরেশন ।

পৌরনিগমের এক আধিকারিক বলেন, "গো গ্রিন প্রজেক্ট-এর মূল উদ্দেশ্য হল শহরে সবুজের ঘাটতি মেটানো । পাশাপাশি যেভাবে কলকাতা দূষণের চাদরে ঢাকছে তার মোকাবিলা করা । গত বছরে এই উদ্দেশে ফোন নম্বর দেওয়া হয় । সেই নম্বরে একাধিক ফোন এসেছে ব্যক্তিগত বাড়ি বা ফ্ল্যাট থেকে । আর তাতেই আমরা বুঝতে পেরেছি নাগরিকদের অনেকেই পরিবেশ রক্ষার থেকে নিজের বাড়ির বারান্দা অথবা ছাদ সাজাতেই বেশি আগ্রহী । তাই এবার আগাম সচেতনতা । জোর দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষায় । পরিবেশ রক্ষাই এই প্রজেক্টের মূল লক্ষ্য। মানুষের সচেতনতায় মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে ।"

কলকাতা পৌরনিগমের অধীনস্ত যেকোনও জায়গায় গাছ লাগাতে চান ? একটা ফোন করে ইচ্ছা প্রকাশ করুন পৌরনিগমে । অমনি গাছ পৌঁছে যাবে আপনার কাছে ৷ গত বছর কলকাতা পৌরনিগমের তরফ থেকে মহানগরে গাছ লাগানোর এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল । এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পৌরনিগমের অফিসিয়াল ওয়েবসাইটে । বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই একাধিক ফোন আসতে থাকে পৌরনিগমে । আর তারপরেই সেই এলাকায় 'গো গ্রিন প্রজেক্ট'- এর মাধ্যমে পৌঁছে গিয়েছিল গাছ ।

কলকাতা পৌরনিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় সবুজায়নের সঙ্গে সঙ্গে বেড়েছিল সৌন্দর্যায়নও । কিন্তু পাশাপাশি কিছু ফোনে তাজ্জব হয়েছিল কর্পোরেশনের উদ্ভিদবিদরা । কেন ? কারণ একাধিক ফোনে কেউ বলেছিলেন পাতাবাহার দিয়ে সাজাতে চান বাড়ির বারান্দা, কেউবা বাড়ির ছাদে বেল, টগর, জবা গাছ লাগানোর আবদারও করেছিলেন । এমন 50 জনের আবদার মিটিয়েও ছিলেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা । আবদারকারীদের মোট 350টি গাছও দেওয়া হয় । একইসঙ্গে তাঁদের এই প্রজেক্ট নিয়ে সচেতন করা হয়েছে ।

Last Updated : Jun 3, 2024, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.