কলকাতা 9 মে: এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পথ প্রশস্ত হল। কলকাতা হাইকোর্টে থাকা মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। প্রায় দু'বছর আগে মানিকতলার তৎকালীন বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন দায়ের করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। এবার সেই পিটিশন প্রত্যাহার করে নিলেন তিনি। নির্বাচন কমিশনের তরফে একাধিকবার বলা হয়েছে, মামলা চলছে বলেই ভোট হচ্ছে না মানিকতলায়। মামলা না-থাকায় এবার দ্রুত ভোট হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।
29 এপ্রিল কল্যাণ চৌবে ইলেকশন পিটিশন তুলে নেওয়ার আর্জি জানান বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিচারপতি জানিয়েছিলেন 6 মে মামলার শুনানি হবে। পরে তিনি জানান শুনানি হবে 9 মে । এদিন কল্যাণের আর্জিতেই অনুমতি দিলেন বিচারপতি। এতদিন মামলা চলার পর তা প্রত্যাহারের আবেদনের জন্য কোনও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়নি। কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত 29 এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে অংশ নেন কল্যাণ।
আদালতে তার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল। কিন্তু সেদিন শুনানির শুরুতেই কল্যাণ চৌব্যের আইনজীবী মক্কেল ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান বলে আদালতকে জানান। আদালত 9 মে পরবর্তী শুনানির দিন ধার্য করে। ওইদিন আদালত বিষয়টি বিবেচনা করে প্রত্যাহারের বিষয়ে অনুমতি দেবে বলে জানায়। শেষমেশ বৃহস্পতিবার গোটা বিষয়টি স্পষ্ট হল।
মানিকতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনে জয়ী হয়েছিলেন সাধন পাণ্ডে। তারপর 2021 সালে এই ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত ইলেকশন পিটিশনের মামলা করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ইতিমধ্যে 2022 সালে প্রয়াত হন সাধন পাণ্ডে। কিন্তু আদালতে মামলা চলায় উপনির্বাচন করা সম্ভব হয়নি। কল্যাণের অভিযোগ ছিল ভোটারদের প্রভাবিত করেছিলেন সাধন। শুধু তাই নয়, প্রাক্তন ফুটবলারের আরও দাবি, 500 টাকা দিয়ে ভোট পর্যন্ত কেনা হয়েছিল।
ঘটনায় মাত্র একটি মামলা দায়ের হয়েছিল ভাবলে ভুল হবে। কল্যাণ চৌবের গড়িমসিতে মামলা শুনানি হচ্ছে না দাবি করে এলাকার লোকজন সুপ্রিম কোর্টে মামলা করেন । সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কল্যাণকে চুড়ান্ত ভর্ৎসনা করে। শো-কজ নোটিশও ইস্যু করা হয়। তারপরই তড়িঘড়ি ইলেকশন পিটিশনের মামলাটি হাইকোর্ট থেকে প্রত্যাহারের আর্জি জানান কল্যাণ। সবমিলিয়ে এবার ভোটের পরিস্থিতি তৈরি হল মানিকতলায়।
আরও পড়ুন: