ETV Bharat / state

আরজি করে পড়ুয়া-চিকিৎসকের হত্যার প্রতিবাদ, রবিতে শহরে মিছিল-সমাবেশ - Kolkata Protest Rally

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 11:53 AM IST

RG Kar Doctor Rape and Murder Case: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর প্রতিবাদে নেমেছেন সর্বস্তরের মানুষ ৷ রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তো বটেই, পথে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা, শিল্পীরা ৷ আজও শহরের বিভিন্ন রাস্তায় মিছিল রয়েছে ৷

RG Kar Protest
আরজি করের ঘটনার প্রতিবাদ (ছবি সৌজন্য: এএনআই)

কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর দু'সপ্তাহ কেটে গিয়েছে ৷ 14 অগস্ট সিবিআই তদন্তে নামে ৷ এখনও পর্যন্ত নতুন কাউকে গ্রেফতার করা হয়নি ৷ এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল চলছে মহানগরে ৷ আরজি করে নির্যাতিতার মা-বাবাও মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন ৷ দোষী বা দোষীদের চরম শাস্তির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতিও বহাল আরজি কর হাসপাতালে ৷ শনিবার বৃষ্টিভেজা সন্ধ্যাতেও রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীরা ৷ আজ, রবিবার পথে নামবেন আরও বেশি মানুষ ৷

হাঁটবেন ছোটপর্দার শিল্পীরা

'ছোটপর্দা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক..'- এই স্লোগান সামনে রেখে আজ ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হাঁটবেন ছোটপর্দার শিল্পীরা ৷ মিছিল শুরু হবে সন্ধ্যা 6টায় ৷

RG Kar Protest
ছোটপর্দার শিল্পীদের প্রতিবাদ (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

স্টুডেন্ট'স প্রোটেস্ট

'মিত্ররা সব তুলেছে স্বর, জাস্টিস ফর আরজি কর'- নির্যাতিতার দোষীর শাস্তির দাবিতে রাস্তায় নামছে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রাক্তনীরা ৷ রবিবার বিকেল 4টেয় শুরু হবে মিছিল ৷ পূর্ণা মোড় থেজে এক্সাইড পর্যন্ত হাঁটবন তাঁরা ৷

RG Kar Protest
মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রাক্তনীরা (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা

আরজি করের ঘটনায় সুবিচার ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবি নিয়ে পথে গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ ন্যায়বিচারের দাবিতে তাঁদের পদযাত্রা শুরু হবে বিকেল সাড়ে 4টেয় ৷

RG Kar Protest
গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

মেয়েদের রাস্তায় নাটক

থিয়েটারের মহিলা শিল্পীদের প্রতিবাদ ৷ মেয়েরা আজ রাস্তায় নাটক করবেন ৷ আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন ছাড়া অন্য ধর্ষণের ঘটনাগুলিতে মৃত মেয়েদের বিচারের দাবিতে গিরিশ মঞ্চের সামনে রবিবার নাটক করবে মেয়েরা ৷ সময় বিকেল 4টে থেকে 6টা ৷

RG Kar Protest
মেয়েদের রাস্তায় নাটক (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

নাগরিক মিছিল

'দফা তিন, দাবি তিন মুখ্যমন্ত্রী জবাব দিন'- এই স্লোগান তুলে আজ পথে নাগরিক মিছিল ৷ দিল্লির রামলীলা ময়দান থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটবেন পথচারীরা ৷ সময় দুপুর 2টো ৷

RG Kar Protest
নাগরিক মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীরা আজ পথে

আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীরা রবিবার 'জাস্টিস ফর আরজিকর' স্লোগান দিয়ে পথে নামছেন ৷ আমহার্স্ট স্ট্রিটে স্কুলের সামনে দুপুর 3টেয় তাঁরা জমায়েত করবেন ৷

RG Kar Protest
আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীদের মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর দু'সপ্তাহ কেটে গিয়েছে ৷ 14 অগস্ট সিবিআই তদন্তে নামে ৷ এখনও পর্যন্ত নতুন কাউকে গ্রেফতার করা হয়নি ৷ এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল চলছে মহানগরে ৷ আরজি করে নির্যাতিতার মা-বাবাও মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন ৷ দোষী বা দোষীদের চরম শাস্তির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতিও বহাল আরজি কর হাসপাতালে ৷ শনিবার বৃষ্টিভেজা সন্ধ্যাতেও রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীরা ৷ আজ, রবিবার পথে নামবেন আরও বেশি মানুষ ৷

হাঁটবেন ছোটপর্দার শিল্পীরা

'ছোটপর্দা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক..'- এই স্লোগান সামনে রেখে আজ ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হাঁটবেন ছোটপর্দার শিল্পীরা ৷ মিছিল শুরু হবে সন্ধ্যা 6টায় ৷

RG Kar Protest
ছোটপর্দার শিল্পীদের প্রতিবাদ (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

স্টুডেন্ট'স প্রোটেস্ট

'মিত্ররা সব তুলেছে স্বর, জাস্টিস ফর আরজি কর'- নির্যাতিতার দোষীর শাস্তির দাবিতে রাস্তায় নামছে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রাক্তনীরা ৷ রবিবার বিকেল 4টেয় শুরু হবে মিছিল ৷ পূর্ণা মোড় থেজে এক্সাইড পর্যন্ত হাঁটবন তাঁরা ৷

RG Kar Protest
মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রাক্তনীরা (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা

আরজি করের ঘটনায় সুবিচার ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবি নিয়ে পথে গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ ন্যায়বিচারের দাবিতে তাঁদের পদযাত্রা শুরু হবে বিকেল সাড়ে 4টেয় ৷

RG Kar Protest
গুরুদাস কলেজ ও গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

মেয়েদের রাস্তায় নাটক

থিয়েটারের মহিলা শিল্পীদের প্রতিবাদ ৷ মেয়েরা আজ রাস্তায় নাটক করবেন ৷ আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন ছাড়া অন্য ধর্ষণের ঘটনাগুলিতে মৃত মেয়েদের বিচারের দাবিতে গিরিশ মঞ্চের সামনে রবিবার নাটক করবে মেয়েরা ৷ সময় বিকেল 4টে থেকে 6টা ৷

RG Kar Protest
মেয়েদের রাস্তায় নাটক (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

নাগরিক মিছিল

'দফা তিন, দাবি তিন মুখ্যমন্ত্রী জবাব দিন'- এই স্লোগান তুলে আজ পথে নাগরিক মিছিল ৷ দিল্লির রামলীলা ময়দান থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটবেন পথচারীরা ৷ সময় দুপুর 2টো ৷

RG Kar Protest
নাগরিক মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীরা আজ পথে

আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীরা রবিবার 'জাস্টিস ফর আরজিকর' স্লোগান দিয়ে পথে নামছেন ৷ আমহার্স্ট স্ট্রিটে স্কুলের সামনে দুপুর 3টেয় তাঁরা জমায়েত করবেন ৷

RG Kar Protest
আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস স্কুলের প্রাক্তনীদের মিছিল (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.