ETV Bharat / state

আন্দোলনের সঙ্গেই পরিষেবা ! মেদিনীপুর মেডিক্যাল কলেজে শুরু 'অভয়া ক্লিনিক' - Midnapore Medical College - MIDNAPORE MEDICAL COLLEGE

Abhaya Clinic in Midnapore Medical College: টেলিমেডিসিনের পর এবার অভয়া ক্লিনিক ৷ রোগীদের কথায় মাথায় রেখে স্বাস্থ্য় পরিষেবা শুরু করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ৷

Abhaya Clinic in Midnapore Medical College
মেদিনীপুর মেডিক্যাল কলেজে শুরু 'অভয়া ক্লিনিক' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 3:11 PM IST

মেদিনীপুর, 2 সেপ্টেম্বর: অভয়া ক্লিনিক শুরু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ আরজি কর ঘটনার প্রতিবাদের মধ্যেই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য়ে এই সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আন্দোলন মঞ্চে টেবিল পেতে রোগী দেখা শুরু করলেন বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা ৷

আরজি করের ঘটনায় এখনও উত্তাল গোটা রাজ্য । প্রতিদিনই কোনও না কোনও সংগঠন, সমিতি এমনকী ক্লাবও প্রতিবাদ মিছিল বের করছে ৷ সংশ্লিষ্ট মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ ঘটনাচক্রে আরজি করের ঘটনা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের মেডিক্যাল কলেজে শাসক দলের এক ছাত্রনেতার দাপাদাপিতে নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তার-সহ চিকিৎসক পড়ুয়ারা । নোটিশ পালটা নোটিশে উত্তপ্ত হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্ত্বর । তবে তার মধ্যে রোগীদের স্বাস্থ্য নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা ৷ তাই আন্দোলনের মধ্যেই 'অভয়া ক্লিনিক' এর সিদ্ধান্ত নেন ডাক্তাররা ৷

এখন পর্যন্ত চারটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে আন্দোলন মঞ্চ স্থলেই । প্রাথমিকভাবে 2 দিন এই ক্লিনিক চালু হলেও আগামী বুধবার থেকে স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা । পাশাপাশি নিজেদের দাবি সম্বলিত একটি লিফলেটও তুলে দেওয়া হচ্ছে রোগীদের হাতে । থ্রেট কালচার বন্ধ করা এবং চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েও পরিষেবা দেওয়াটাই এখন মূল লক্ষ্য আন্দোলনরত চিকিৎসকদের । আন্দোলন চালিয়ে নিয়ে গিয়ে তাদের দাবিতে অনড় চিকিৎসকরা ।

এক চিকিৎসক বলেন, "অভয়ার বিচার না হওয়ার আজকের 25 তম দিন । আমরা যেমন একদিকে জাস্টিস ফর আরজি কর নিয়ে আন্দোলন করছি সেই সঙ্গে আমরা চিকিৎসাও দিতে চাই সাধারণ মানুষকে । কারণ চিকিৎসা নিয়ে ভোগান্তিতে ভুগছে এই সাধারণ মানুষ । তাই আন্দোলনের সঙ্গে এবং কর্মবিরতির পাশাপাশি আমাদের জরুরি পরিষেবা জারি থাকবে।আমরা প্রথম পর্বে কাজ শুরু করেছি । বুধবার থেকে সকল ডিপার্টমেন্টেরই কাজ শুরু করে দেব ৷"

মেদিনীপুর, 2 সেপ্টেম্বর: অভয়া ক্লিনিক শুরু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ আরজি কর ঘটনার প্রতিবাদের মধ্যেই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য়ে এই সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আন্দোলন মঞ্চে টেবিল পেতে রোগী দেখা শুরু করলেন বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা ৷

আরজি করের ঘটনায় এখনও উত্তাল গোটা রাজ্য । প্রতিদিনই কোনও না কোনও সংগঠন, সমিতি এমনকী ক্লাবও প্রতিবাদ মিছিল বের করছে ৷ সংশ্লিষ্ট মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ ঘটনাচক্রে আরজি করের ঘটনা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের মেডিক্যাল কলেজে শাসক দলের এক ছাত্রনেতার দাপাদাপিতে নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তার-সহ চিকিৎসক পড়ুয়ারা । নোটিশ পালটা নোটিশে উত্তপ্ত হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্ত্বর । তবে তার মধ্যে রোগীদের স্বাস্থ্য নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা ৷ তাই আন্দোলনের মধ্যেই 'অভয়া ক্লিনিক' এর সিদ্ধান্ত নেন ডাক্তাররা ৷

এখন পর্যন্ত চারটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে আন্দোলন মঞ্চ স্থলেই । প্রাথমিকভাবে 2 দিন এই ক্লিনিক চালু হলেও আগামী বুধবার থেকে স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা । পাশাপাশি নিজেদের দাবি সম্বলিত একটি লিফলেটও তুলে দেওয়া হচ্ছে রোগীদের হাতে । থ্রেট কালচার বন্ধ করা এবং চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েও পরিষেবা দেওয়াটাই এখন মূল লক্ষ্য আন্দোলনরত চিকিৎসকদের । আন্দোলন চালিয়ে নিয়ে গিয়ে তাদের দাবিতে অনড় চিকিৎসকরা ।

এক চিকিৎসক বলেন, "অভয়ার বিচার না হওয়ার আজকের 25 তম দিন । আমরা যেমন একদিকে জাস্টিস ফর আরজি কর নিয়ে আন্দোলন করছি সেই সঙ্গে আমরা চিকিৎসাও দিতে চাই সাধারণ মানুষকে । কারণ চিকিৎসা নিয়ে ভোগান্তিতে ভুগছে এই সাধারণ মানুষ । তাই আন্দোলনের সঙ্গে এবং কর্মবিরতির পাশাপাশি আমাদের জরুরি পরিষেবা জারি থাকবে।আমরা প্রথম পর্বে কাজ শুরু করেছি । বুধবার থেকে সকল ডিপার্টমেন্টেরই কাজ শুরু করে দেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.