ETV Bharat / state

নবান্নের পথে জুনিয়র চিকিৎসকরা, বৈঠক হওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত - Junior Doctors Movement - JUNIOR DOCTORS MOVEMENT

Junior Doctors Movement: বৃহস্পতিবার ফের চিঠি দিয়ে জুনিয়র চিকিৎসকদের আলোচনার জন্য ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে নবান্নের পথে জুনিয়র চিকিৎসকরা ৷ তবে বৈঠক হবে কি না, সেই ধোঁয়াশা কাটেনি ৷

Junior Doctors Movement
নবান্নের পথে জুনিয়র চিকিৎসকরা, বৈঠক হওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 4:39 PM IST

Updated : Sep 12, 2024, 8:30 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: অবশেষে নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার বিকেলে তাদের তরফে জানানো হয়েছে যে নির্ধারিত সময়েই তাঁরা পৌঁছে যাবেন নবান্নে ৷ তবে বৈঠক হবে কি না, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি ৷

কেন ধোঁয়াশা থেকে গেল ? কারণ, জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন 30 জনের প্রতিনিধি দল নিয়ে এই বৈঠকে যোগ দিতে ৷ কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছে যে সর্বাধিক 15 জন থাকতে পারবেন এই বৈঠকে ৷ সেই প্রস্তাব পাওয়ার পরও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের 30 জনের প্রতিনিধি দলই এ দিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে নবান্নের উদ্দেশে রওনা দেয় ৷ ফলে রাজ্য সরকার কি 30 জনকে কি বৈঠকে প্রবেশ করতে দেবে ? সেই প্রশ্ন থেকে গিয়েছে ৷

অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন বৈঠকের লাইভ সম্প্রচার করা হোক ৷ সেই দাবিও মুখ্যসচিব মনোজ পন্থের তরফে দেওয়া চিঠিতে মানা হয়নি ৷ বরং ভিডিয়ো রেকর্ডিং করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এখন প্রশ্ন হল, সেই প্রস্তাব না মানা হলে কি জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসবেন ?

আপাতত সল্টলেক থেকে একটি বাসে আন্দোলনকারীদের প্রতিনিধিরা রওনা দিয়েছেন ৷ তাঁরা নবান্নে পৌঁছালেই বিষয়টি স্পষ্ট হবে ৷

উল্লেখ্য, মঙ্গলবার থেকেই এই বৈঠক নিয়ে নবান্ন ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে টানাপোড়েন চলছে ৷ এর আগে নবান্নের তরফে আন্দোলনকারীদের দু’বার চিঠি দেওয়া হয় ৷ কিন্তু সেখানে শর্তহীনভাবে বৈঠকে বসার কথা বলা হয়েছিল ৷ নিজেদের দাবিতে অনড় থেকে বৈঠকের প্রস্তাব খারিজ করে দেন আন্দোলনকারীরা ৷

বৃহস্পতিবার তৃতীয় চিঠি আসে তাঁদের কাছে৷ তার পর তাঁরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ৷ শেষপর্যন্ত বৈঠক শুরু হয় কি না, সেটাই দেখার ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: অবশেষে নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার বিকেলে তাদের তরফে জানানো হয়েছে যে নির্ধারিত সময়েই তাঁরা পৌঁছে যাবেন নবান্নে ৷ তবে বৈঠক হবে কি না, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি ৷

কেন ধোঁয়াশা থেকে গেল ? কারণ, জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন 30 জনের প্রতিনিধি দল নিয়ে এই বৈঠকে যোগ দিতে ৷ কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছে যে সর্বাধিক 15 জন থাকতে পারবেন এই বৈঠকে ৷ সেই প্রস্তাব পাওয়ার পরও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের 30 জনের প্রতিনিধি দলই এ দিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে নবান্নের উদ্দেশে রওনা দেয় ৷ ফলে রাজ্য সরকার কি 30 জনকে কি বৈঠকে প্রবেশ করতে দেবে ? সেই প্রশ্ন থেকে গিয়েছে ৷

অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন বৈঠকের লাইভ সম্প্রচার করা হোক ৷ সেই দাবিও মুখ্যসচিব মনোজ পন্থের তরফে দেওয়া চিঠিতে মানা হয়নি ৷ বরং ভিডিয়ো রেকর্ডিং করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এখন প্রশ্ন হল, সেই প্রস্তাব না মানা হলে কি জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসবেন ?

আপাতত সল্টলেক থেকে একটি বাসে আন্দোলনকারীদের প্রতিনিধিরা রওনা দিয়েছেন ৷ তাঁরা নবান্নে পৌঁছালেই বিষয়টি স্পষ্ট হবে ৷

উল্লেখ্য, মঙ্গলবার থেকেই এই বৈঠক নিয়ে নবান্ন ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে টানাপোড়েন চলছে ৷ এর আগে নবান্নের তরফে আন্দোলনকারীদের দু’বার চিঠি দেওয়া হয় ৷ কিন্তু সেখানে শর্তহীনভাবে বৈঠকে বসার কথা বলা হয়েছিল ৷ নিজেদের দাবিতে অনড় থেকে বৈঠকের প্রস্তাব খারিজ করে দেন আন্দোলনকারীরা ৷

বৃহস্পতিবার তৃতীয় চিঠি আসে তাঁদের কাছে৷ তার পর তাঁরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ৷ শেষপর্যন্ত বৈঠক শুরু হয় কি না, সেটাই দেখার ৷

Last Updated : Sep 12, 2024, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.