ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের বিপরীতে বসার অনুমতি চেয়ে সেনাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের - সংগ্রামী যৌথ মঞ্চ

Joutha Sangrami Manch appeales to army: মেলা-খেলা-উৎসব আনন্দে কোটি-কোটি টাতা খরচ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্ত বকেয়া ডিএ মেটাচ্ছে না রাজ্যের সরকার, এমনই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের । সরকারের ঘুম ভাঙাতে বিভিন্ন পন্থায় আন্দোলনও করেছেন তাঁরা । শেষে ফের আমরণ অনশন চালাচ্ছেন সরকারি কর্মীরা ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 3:58 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এক বছরের বেশি সময় প্রাপ্য বকেয়া ডিএ মেটানোর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা । 14 দিন ধরে দাবি আদায়ে চলছে আমরণ অনশন । এ বার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের উলটো দিকে তাদের দাবি নিয়ে ধরনায় বসার আবেদন করে সেনাবাহিনীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

মেলা-খেলা-উৎসব আনন্দে কোটি-কোটি খরচ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্ত বকেয়া ডিএ মেটাচ্ছে না রাজ্যের সরকার, এমনই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের । সরকারের ঘুম ভাঙাতে বিভিন্ন পন্থায় আন্দোলনও করেছেন তাঁরা । শেষে ফের আমরণ অনশন চালাচ্ছেন সরকারি কর্মীরা । যে অনশনেরও 14 দিন অতিক্রান্ত । অন্যদিকে, কেন্দ্রের থেকে বকেয়া না পাওয়ায় আজ মুখ্যমন্ত্রী আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন । একইভাবে এই পরিস্থিতিতে তাঁদের বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রীর মুখোমুখি আন্দোলনে বসতে চেয়েছেন ডিএ আন্দোলনকারীরা । আর সে জন্যই চিঠি দিয়ে সেনার জায়গায় বসার অনুমতিও চেয়েছেন আন্দোলনকারীরা ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "দুর্ভাগ্যজনক যে, একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে নাগরিকরা লাগাতার অনশন চালাচ্ছেন । উচিত ছিল তাঁদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা । মুখ্যমন্ত্রীর নামে দয়া, মায়া থাকলেও বাস্তবে তার বিন্দুমাত্র নেই । আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের বকেয়া ডিএ-সহ যে সমস্ত দাবি তার কী হল ?"

একইসঙ্গে তিনি বলেন, "তাঁর (মুখ্যমন্ত্রী) ধরনা মঞ্চের বিপরীতে আমরা বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলাম । তারা মঞ্জুর করেনি । আমরা আজ সেনাবাহিনীকে আবেদন করলাম যেহেতু তাদের জায়গা ওই অংশ । আগামিকাল পর্যন্ত দেখব । প্রয়জনে আমরা ওখানে গিয়ে বসতে পারি । আমরা যেহেতু এখানে কোর্টের নির্দেশে বসে আছি, তাই আমাদের পুলিশের তরফে কোনও চিঠি পাঠানো মানে কোর্টকে অপমান করা । ভবিষ্যতে এমন চিঠি পাঠালে আদালত অবমাননা মামলা করতে পারি ।"

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022: বিএড-ডিএলএড থাকা প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

ধরনামঞ্চ থেকেই প্রশাসনিক কাজকর্ম, আম জনতার ভোগান্তি চান না মমতা

প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এক বছরের বেশি সময় প্রাপ্য বকেয়া ডিএ মেটানোর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা । 14 দিন ধরে দাবি আদায়ে চলছে আমরণ অনশন । এ বার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের উলটো দিকে তাদের দাবি নিয়ে ধরনায় বসার আবেদন করে সেনাবাহিনীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।

মেলা-খেলা-উৎসব আনন্দে কোটি-কোটি খরচ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্ত বকেয়া ডিএ মেটাচ্ছে না রাজ্যের সরকার, এমনই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের । সরকারের ঘুম ভাঙাতে বিভিন্ন পন্থায় আন্দোলনও করেছেন তাঁরা । শেষে ফের আমরণ অনশন চালাচ্ছেন সরকারি কর্মীরা । যে অনশনেরও 14 দিন অতিক্রান্ত । অন্যদিকে, কেন্দ্রের থেকে বকেয়া না পাওয়ায় আজ মুখ্যমন্ত্রী আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন । একইভাবে এই পরিস্থিতিতে তাঁদের বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রীর মুখোমুখি আন্দোলনে বসতে চেয়েছেন ডিএ আন্দোলনকারীরা । আর সে জন্যই চিঠি দিয়ে সেনার জায়গায় বসার অনুমতিও চেয়েছেন আন্দোলনকারীরা ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "দুর্ভাগ্যজনক যে, একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে নাগরিকরা লাগাতার অনশন চালাচ্ছেন । উচিত ছিল তাঁদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা । মুখ্যমন্ত্রীর নামে দয়া, মায়া থাকলেও বাস্তবে তার বিন্দুমাত্র নেই । আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের বকেয়া ডিএ-সহ যে সমস্ত দাবি তার কী হল ?"

একইসঙ্গে তিনি বলেন, "তাঁর (মুখ্যমন্ত্রী) ধরনা মঞ্চের বিপরীতে আমরা বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলাম । তারা মঞ্জুর করেনি । আমরা আজ সেনাবাহিনীকে আবেদন করলাম যেহেতু তাদের জায়গা ওই অংশ । আগামিকাল পর্যন্ত দেখব । প্রয়জনে আমরা ওখানে গিয়ে বসতে পারি । আমরা যেহেতু এখানে কোর্টের নির্দেশে বসে আছি, তাই আমাদের পুলিশের তরফে কোনও চিঠি পাঠানো মানে কোর্টকে অপমান করা । ভবিষ্যতে এমন চিঠি পাঠালে আদালত অবমাননা মামলা করতে পারি ।"

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022: বিএড-ডিএলএড থাকা প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

ধরনামঞ্চ থেকেই প্রশাসনিক কাজকর্ম, আম জনতার ভোগান্তি চান না মমতা

প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.