ETV Bharat / state

বনকর্মীদের সামনেই বুনো হাতিকে জেসিবি দিয়ে আঘাত, গ্রেফতার এক - WILD ELEPHANT HIT WITH JCB

স্থানীয় এক যুবক বনকর্মীদের সামনেই জেসিবি নিয়ে হাতিকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। যার জেরে ক্ষিপ্ত হয় ওঠে হাতিটি ৷

ELEPHANT HIT WITH JCB
হাতিকে JCB দিয়ে আঘাত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2025, 2:25 PM IST

জলপাইগুড়ি, 3 ফেব্রুয়ারি: বনকর্মীদের সামনেই বুনো হাতিকে উত্যক্ত করতে JCB দিয়ে আঘাত করা হল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে জেসিবিটি।

জেসিবি'র চালক অমন এক্কাকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার মালবাজারের ডামডিম এলাকায় একটি বুনো হাতি লোকালয়ে বেরিয়ে আসে। এরপর হাতিটিকে উত্যক্ত করা শুরু হয়। স্থানীয় এক যুবক চাষের জমিতে জেসিবি নিয়ে হাতিকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। জেসিবি'র আঘাতে গুরুতর জখম হয়েছে বুনো দাঁতালটি। এই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

হাতিকে JCB দিয়ে আঘাত (ইটিভি ভারত)

আনারসের ভেতরে বাজি ভরে হাতিকে খাওয়ানোর দৃশ্য দেশজুড়ে ভাইরাল হয়েছিল। দক্ষিণবঙ্গে হাতিকে হুল্লাপার্টির তির ছুড়ে আক্রমণের ঘটনা মাথা হেট করেছে। এবার জেসিবি দিয়ে হাতিকে আক্রমণের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে। যা নিয়েও নিন্দার ঝড় উঠেছে পরিবেশপ্রেমীদের মধ্যে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে বলেন, "হাতিটিকে উত্যক্ত না-করলে এমন ক্ষিপ্ত হয়ে উঠত না। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।"

এদিকে ঘটনার পরেই পরিবেশপ্রেমীরা গরুমারা বন্যপ্রাণী বিভাগে ও মালবাজার থানায় লিখিত অভিযোগ করেন। বুনো হাতিকে আক্রমণকারী জেসিবি চালককে গ্রেফতারের দাবি করা হয়। পুলিশ রবিবার রাতেই জেসিবি চালককে গ্রেফতার করেছে ৷ হাতিটির পায়ে, চোখে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ।

পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, "হাতিটিকে যেভাবে উত্যক্ত করা হয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও মালবাজার থানায় লিখিত অভিযোগ করাছি। পুলিশ অমন এক্কা নামে তারঘেরাও এলাকায় এক জেসিবি চালককে গ্রেফতার করেছে। জেসিবিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।"

জলপাইগুড়ি, 3 ফেব্রুয়ারি: বনকর্মীদের সামনেই বুনো হাতিকে উত্যক্ত করতে JCB দিয়ে আঘাত করা হল ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে জেসিবিটি।

জেসিবি'র চালক অমন এক্কাকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার মালবাজারের ডামডিম এলাকায় একটি বুনো হাতি লোকালয়ে বেরিয়ে আসে। এরপর হাতিটিকে উত্যক্ত করা শুরু হয়। স্থানীয় এক যুবক চাষের জমিতে জেসিবি নিয়ে হাতিকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। জেসিবি'র আঘাতে গুরুতর জখম হয়েছে বুনো দাঁতালটি। এই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

হাতিকে JCB দিয়ে আঘাত (ইটিভি ভারত)

আনারসের ভেতরে বাজি ভরে হাতিকে খাওয়ানোর দৃশ্য দেশজুড়ে ভাইরাল হয়েছিল। দক্ষিণবঙ্গে হাতিকে হুল্লাপার্টির তির ছুড়ে আক্রমণের ঘটনা মাথা হেট করেছে। এবার জেসিবি দিয়ে হাতিকে আক্রমণের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে। যা নিয়েও নিন্দার ঝড় উঠেছে পরিবেশপ্রেমীদের মধ্যে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে বলেন, "হাতিটিকে উত্যক্ত না-করলে এমন ক্ষিপ্ত হয়ে উঠত না। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।"

এদিকে ঘটনার পরেই পরিবেশপ্রেমীরা গরুমারা বন্যপ্রাণী বিভাগে ও মালবাজার থানায় লিখিত অভিযোগ করেন। বুনো হাতিকে আক্রমণকারী জেসিবি চালককে গ্রেফতারের দাবি করা হয়। পুলিশ রবিবার রাতেই জেসিবি চালককে গ্রেফতার করেছে ৷ হাতিটির পায়ে, চোখে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ।

পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, "হাতিটিকে যেভাবে উত্যক্ত করা হয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও মালবাজার থানায় লিখিত অভিযোগ করাছি। পুলিশ অমন এক্কা নামে তারঘেরাও এলাকায় এক জেসিবি চালককে গ্রেফতার করেছে। জেসিবিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.