ETV Bharat / state

10 বছরের নাবালিকাকে যৌন হেনস্তা, দোষীকে 10 বছরের কারাদণ্ড পকসো আদালতের - Jalpaiguri POCSO Court

Jalpaiguri POCSO Court: 10 বছরের নাবালিকাকে ঝোপের পাশে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ৷ 9 বছর পর দোষীকে শাস্তি দিল জলপাইগুড়ি পকসো আদালত ৷ যুবককে 10 বছরের কারাদণ্ড ও নাবালিকাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 8:10 PM IST

জলপাইগুড়ি, 30 সেপ্টেম্বর: নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে দোষীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ি পকসো আদালত । নির্যাতিতা নাবালিকাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার ক্রান্তি আউটপোস্ট এলাকায় ৷

জানা গিয়েছে, ওই এলাকায় এক স্কুল ছাত্রীকে 2015 সালের জুন মাসে নদীর ধারে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল 35 বছরের এই যুবকের বিরুদ্ধে । স্কুল থেকে ফিরে বাড়ির পাশে নদীর ধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল নাবালিকা । ওই যুবক সেসময় নদীতেই স্নান করছিল । তখন যুবক নাবালিকাকে নদীর ধারে ঝোপের পাশে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ ওঠে । অনেকক্ষণ হয়ে গেলেও বোন বাড়ি না ফেরায় এরপর দিদি তাকে খুঁজতে বের হন । তিনি গিয়ে দেখেন নদীর ধারে বোন কান্নাকাটি করছে । ঘটনার দিনেই ক্রান্তি আউটপোস্টে অভিযোগ করে নাবালিকার পরিবারের লোকজন । নির্যাতিতার ও ওই যুবকের বাড়ি একই জায়গায় ।

জলপাইগুড়ি পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, "মালবাজার থানার ক্রান্তি আউটপোস্ট এর ঘটনা এটি । 2015 সালে ক্রান্তির একটি চা বাগানের নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল । স্কুল থেকে বাড়িতে ফিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে গিয়েছিল নাবালিকাটি । ওই নদীতেই স্নান করছিল ওই যুবক । সেই সময়ে নাবালিকাকে ঝোপের ধারে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সে ।"

তাঁর কথায়, "বোন বাড়িতে না ফিরে আসায় তার এক দিদি তাকে খুঁজতে যান । সেখানে গিয়ে দেখেন নদীর ধারে কান্নাকাটি করছে বোন । এরপর তাকে বাড়িতে নিয়ে আসেন তিনি । বাবা-মা সেসময় বাড়িতে ছিলেন না ৷ তাঁরা চা-বাগানে কাজে গিয়েছিলেন । তাঁরা বাড়িতে ফিরে এলে তাঁদেরকে সব ঘটনাটি খুলে বলে নাবালিকা । সেই দিনই ক্রান্তি আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতেই সেই দিনই যুবককে গ্রেফতার করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ।"

জলপাইগুড়ি, 30 সেপ্টেম্বর: নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে দোষীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ি পকসো আদালত । নির্যাতিতা নাবালিকাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার ক্রান্তি আউটপোস্ট এলাকায় ৷

জানা গিয়েছে, ওই এলাকায় এক স্কুল ছাত্রীকে 2015 সালের জুন মাসে নদীর ধারে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল 35 বছরের এই যুবকের বিরুদ্ধে । স্কুল থেকে ফিরে বাড়ির পাশে নদীর ধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল নাবালিকা । ওই যুবক সেসময় নদীতেই স্নান করছিল । তখন যুবক নাবালিকাকে নদীর ধারে ঝোপের পাশে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ ওঠে । অনেকক্ষণ হয়ে গেলেও বোন বাড়ি না ফেরায় এরপর দিদি তাকে খুঁজতে বের হন । তিনি গিয়ে দেখেন নদীর ধারে বোন কান্নাকাটি করছে । ঘটনার দিনেই ক্রান্তি আউটপোস্টে অভিযোগ করে নাবালিকার পরিবারের লোকজন । নির্যাতিতার ও ওই যুবকের বাড়ি একই জায়গায় ।

জলপাইগুড়ি পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, "মালবাজার থানার ক্রান্তি আউটপোস্ট এর ঘটনা এটি । 2015 সালে ক্রান্তির একটি চা বাগানের নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল । স্কুল থেকে বাড়িতে ফিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে গিয়েছিল নাবালিকাটি । ওই নদীতেই স্নান করছিল ওই যুবক । সেই সময়ে নাবালিকাকে ঝোপের ধারে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সে ।"

তাঁর কথায়, "বোন বাড়িতে না ফিরে আসায় তার এক দিদি তাকে খুঁজতে যান । সেখানে গিয়ে দেখেন নদীর ধারে কান্নাকাটি করছে বোন । এরপর তাকে বাড়িতে নিয়ে আসেন তিনি । বাবা-মা সেসময় বাড়িতে ছিলেন না ৷ তাঁরা চা-বাগানে কাজে গিয়েছিলেন । তাঁরা বাড়িতে ফিরে এলে তাঁদেরকে সব ঘটনাটি খুলে বলে নাবালিকা । সেই দিনই ক্রান্তি আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতেই সেই দিনই যুবককে গ্রেফতার করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.