ETV Bharat / state

বইমেলায় পুলিশি হেনস্তার অভিযোগে ময়ূখ ভবন অবরোধ যাদবপুর কমিউনের - Mayukh Bhawan

Protests at Mayukh Bhawan: বইমেলায় গণ্ডগোলের ঘটনায় পুলিশের বিরদ্ধে হেনস্তার অভিযোগ তুলল যাদবপুর কমিউন ও অন্যান্য লিটল ম্যাগাজিনের সদস্য ৷ যার প্রতিবাদে আজ ময়ূখ ভবন অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 4:15 PM IST

ময়ূখ ভবন অবরোধ

কলকাতা, 30 জানুয়ারি: গত রবিবার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি কলকাতা বইমেলায় ৷ যাদবপুর কমিউন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিনা-অনুমতিতে বই বিক্রি করাকে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেন্ট্রাল পার্কে ৷ আর সোমবার সন্ধেবেলা বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়াল ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আজ ময়ূখ ভবন অবরোধরে ডাক দিয়েছে যাদবপুর কমিউন ও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিনের সদস্যরা ৷

উল্লেখ্য, সোমবারের অশান্তির ঘটনায় বিধাননগর থানা মোট 17 জনকে আটক করেছিল ৷ তাঁদের মধ্যে 15 জনকে রাতেই ছেড়ে দেওয়া হয় ৷ বাকি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাঁদের আদালতে পেশ করা হবে ৷ ঘটনার সূত্রপাত গত রবিবার ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া এবং কর্মী মিলে যাদবপুর কমিউন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালায় ৷ তারা বিভিন্ন বস্তি এলাকায় কাজ করেন ৷ দক্ষিণ কলকাতার কয়েকটি বস্তি এলাকার বাচ্চাদের নিয়ে একটি স্কুলও চালায় সংস্থাটি ৷

সেই স্কুলের সব পড়ুয়ারা মিলে একটি বই লিখেছে ৷ যার নাম দেওয়া হয়েছে 'চরকি' ৷ রবিবার কলকাতা বইমেলায় সেই বইটি বিক্রি করছিল যাদবপুর কমিউনের সদস্যরা ৷ তবে, এবার তাদের কোনও স্টল ছিল না ৷ এমনকি গিল্ডের অনুমতি না নিয়েই, বইমেলা চত্ত্বরে খোলা আকাশের নিচে নিজেদের প্রকাশিত বইটি বিক্রি করছিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ এতে আপত্তি জানায়, আশেপাশের কয়েকটি প্রকাশনা সংস্থা ৷ এর পর পুলিশ সেখানে গিয়ে তাদের বাধা দেয় ৷ জানিয়ে দেওয়া হয়, এভাবে বিনা-অনুমতিতে বই বিক্রি করা যাবে না ৷ গিল্ডের সদস্যরাও বাধা দেয় তাদের ৷

যাদবপুর কমিউনের সদস্য জয়দীপের দাবি, "ওই সময় গিল্ড কর্তৃপক্ষ এবং আশেপাশের বহু স্টলের লোকেরাও আমাদেরকে এসে বারণ করে ৷ আমরা তাদেরকে বলেছিলাম যে, কিছুক্ষণের জন্য থাকব তারপর চলে যাব ৷ কিন্তু, তাঁরা সেটা শোনেননি ৷ আমাদেরকে টেনে হিঁচড়ে বইমেলার বাইরে বের করে দেওয়া হয় ৷"

সেই ঘটনার প্রতিবাদে সোমবার বইমেলায় গিল্ডের অফিসে স্মারকলিপি জমা দিতে যায়, যাদবপুর কমিউন-সহ কয়েকটি লিটল ম্যাগাজিনের সদস্যরা ৷ কিন্তু, তাতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ৷ গিল্ডের লোকজনও তাদের বেরিয়ে যেতে বলে ৷ কিন্তু, পুলিশের বাধা উপেক্ষে করে গিল্ডের অফিসের দিকে মিছিল এগোতে শুরু করে ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায় ৷ এমনকি কয়েকজন পুলিশ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় ৷

যাদবপুর কমিউনের সদস্যদের অভিযোগ, তাদের আটকাতে সেখানে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ এই ঘটনায় বইমেলা থেকে মোট 17 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ পরে রাতের দিকে তিনজন মহিলা-সহ 15 জনকে ছেড়ে দেয় বিধাননগর থানা ৷ তবে, 2 জনকে গ্রেফতার করেছে ৷ এ নিয়ে গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়টায় কে সত্য, কি মিথ্যা আমরা জানি না ৷ তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷"

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের
  3. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র

ময়ূখ ভবন অবরোধ

কলকাতা, 30 জানুয়ারি: গত রবিবার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি কলকাতা বইমেলায় ৷ যাদবপুর কমিউন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিনা-অনুমতিতে বই বিক্রি করাকে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেন্ট্রাল পার্কে ৷ আর সোমবার সন্ধেবেলা বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়াল ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আজ ময়ূখ ভবন অবরোধরে ডাক দিয়েছে যাদবপুর কমিউন ও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিনের সদস্যরা ৷

উল্লেখ্য, সোমবারের অশান্তির ঘটনায় বিধাননগর থানা মোট 17 জনকে আটক করেছিল ৷ তাঁদের মধ্যে 15 জনকে রাতেই ছেড়ে দেওয়া হয় ৷ বাকি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাঁদের আদালতে পেশ করা হবে ৷ ঘটনার সূত্রপাত গত রবিবার ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া এবং কর্মী মিলে যাদবপুর কমিউন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালায় ৷ তারা বিভিন্ন বস্তি এলাকায় কাজ করেন ৷ দক্ষিণ কলকাতার কয়েকটি বস্তি এলাকার বাচ্চাদের নিয়ে একটি স্কুলও চালায় সংস্থাটি ৷

সেই স্কুলের সব পড়ুয়ারা মিলে একটি বই লিখেছে ৷ যার নাম দেওয়া হয়েছে 'চরকি' ৷ রবিবার কলকাতা বইমেলায় সেই বইটি বিক্রি করছিল যাদবপুর কমিউনের সদস্যরা ৷ তবে, এবার তাদের কোনও স্টল ছিল না ৷ এমনকি গিল্ডের অনুমতি না নিয়েই, বইমেলা চত্ত্বরে খোলা আকাশের নিচে নিজেদের প্রকাশিত বইটি বিক্রি করছিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৷ এতে আপত্তি জানায়, আশেপাশের কয়েকটি প্রকাশনা সংস্থা ৷ এর পর পুলিশ সেখানে গিয়ে তাদের বাধা দেয় ৷ জানিয়ে দেওয়া হয়, এভাবে বিনা-অনুমতিতে বই বিক্রি করা যাবে না ৷ গিল্ডের সদস্যরাও বাধা দেয় তাদের ৷

যাদবপুর কমিউনের সদস্য জয়দীপের দাবি, "ওই সময় গিল্ড কর্তৃপক্ষ এবং আশেপাশের বহু স্টলের লোকেরাও আমাদেরকে এসে বারণ করে ৷ আমরা তাদেরকে বলেছিলাম যে, কিছুক্ষণের জন্য থাকব তারপর চলে যাব ৷ কিন্তু, তাঁরা সেটা শোনেননি ৷ আমাদেরকে টেনে হিঁচড়ে বইমেলার বাইরে বের করে দেওয়া হয় ৷"

সেই ঘটনার প্রতিবাদে সোমবার বইমেলায় গিল্ডের অফিসে স্মারকলিপি জমা দিতে যায়, যাদবপুর কমিউন-সহ কয়েকটি লিটল ম্যাগাজিনের সদস্যরা ৷ কিন্তু, তাতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ৷ গিল্ডের লোকজনও তাদের বেরিয়ে যেতে বলে ৷ কিন্তু, পুলিশের বাধা উপেক্ষে করে গিল্ডের অফিসের দিকে মিছিল এগোতে শুরু করে ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায় ৷ এমনকি কয়েকজন পুলিশ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় ৷

যাদবপুর কমিউনের সদস্যদের অভিযোগ, তাদের আটকাতে সেখানে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ এই ঘটনায় বইমেলা থেকে মোট 17 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ পরে রাতের দিকে তিনজন মহিলা-সহ 15 জনকে ছেড়ে দেয় বিধাননগর থানা ৷ তবে, 2 জনকে গ্রেফতার করেছে ৷ এ নিয়ে গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়টায় কে সত্য, কি মিথ্যা আমরা জানি না ৷ তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷"

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের
  3. মোবাইলে কিউআর কোড থাকলেও নো চিন্তা ! হাতের মুঠোয় বইমেলার মানচিত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.