ঝাড়গ্রাম, 9 ডিসেম্বর: সাংবাদিকরা শ্রমজীবী শ্রেণির মানুষ ৷ তাঁরাও পরিশ্রম করেন ৷ কাজের জন্য তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হয় ৷ সে কথা মাথায় রেখে এবার তাঁদের জন্য পদক্ষেপ করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠন ৷ জেলার সমস্ত বেসরকারি বাসে বিনা খরচে চড়তে পারবেন সাংবাদিকরা ৷
প্রতিষ্ঠা দিবসে এমনই ঘোষণা করল তৃণমূলের শ্রমিক সংগঠন ৷ সোমবার ঝাড়গ্রাম জেলার বাস পরিবহণ তৃণমূল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
সেই অনুষ্ঠানে সংগঠনের এই অভিনব সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাতো ৷ তিনি বলেন, "সাংবাদিকরা মানুষের কথা সকলের কাছে তুলে ধরার জন্য জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন । দিনের শেষে তাঁরাও শ্রমজীবী । সকলের সঙ্গে আলোচনা করে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব বুঝে আজ তা সকলের সামনে ঘোষণা করলাম ৷" তিনি জানান, এবার থেকে জেলার প্রতিটি বেসরকারি বাসেই বিনা টিকিটে সফর করতে পারবেন সাংবাদিকরা ৷ ইতিমধ্য়েই, বাসের মালিকদেরও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷
এদিন সকালে, ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের দলীয় কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় । পতাকা উত্তোলন করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো । 2000 সালের 9 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন ।
এদিন উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য অজয় কুমার সেন, জেলা সহ-সভাপতি নান্টুলা দাস, গৌতম মাহাত, শহর-সভাপতি সুমিত বসাক , ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিশংকর মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অমিত শ্রীবাস্তব, জেলা কমিটির সদস্য সোমনাথ দে-সহ শ্রমিক সংগঠনের বাকি সদস্যরা ৷