ETV Bharat / state

শিয়ালদা সেতুর প্রতিটা পিলারের পরীক্ষা হবে, পুজোর পর সংস্কার শুরুর আবেদন দোকানিদের - Vidyapati Flyover Renovation

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 11:00 PM IST

Sisir Market Area Inspection: সংস্কার শুরুর আগে বিদ্যাপতি সেতু এলাকা পরিদর্শন করলেন আধিকারিকরা ৷ তবে দোকানদারদের আর্জি, পুজোর পর কাজ শুরু হলে ভালো হয় ৷ মাপজোখ আজ হলেও কাজ কবে শুরু হবে, তা জানা যায়নি ৷

Vidyapati Flyover Area Inspection
শিয়ালদা সেতু পরিদর্শনে আধিকারিকরা (নিজস্ব ছবি)

কলকাতা, 25 জুন: শুরু হতে চলেছে শিয়ালদার বিদ্যাপতি সেতু সংস্কারের কাজ ৷ তার জন্য মঙ্গলবার প্রাথমিকভাবে যৌথ পরিদর্শন করল কলকাতা কর্পোরেশন ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি আর শিশির মার্কেট ব্যবসায়ী সমিতি ৷ উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ।

শিয়ালদা সেতুর প্রতিটা পিলার ধরে হবে পরীক্ষা (ইটিভি ভারত)

এদিন কেএমডিএ কর্তারা কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগ, সার্ভে বিভাগের কর্তা ও দোকানদারদের নিয়ে বেশ কিছু পিলার ঘুরে দেখে মাপামাপির কাজ করেন । এরপর সব পক্ষ আলোচনায় বসেন । দীর্ঘক্ষণ আলোচনা চলে । সূত্রে খবর, ব্রিজের তলার শিশির মার্কেট কলকাতা কর্পোরেশনের বাজার । সেখানে 5টি ব্লকে 900টি দোকান আছে । 72টি মোট পিলারের উপর দাঁড়িয়ে সুবিশাল বিদ্যাপতি সেতু যা শিয়ালদা সেতু নামেও পরিচিত । এর মধ্যে 40টি পিলার মার্কেটের ভিতর । তাই এক একটি পিলার ঘিরে কোথাও তিনটে কোথাও চারটে দোকান । সেই দোকানগুলিকে সরিয়ে অন্যত্র বসানোর বিষয়টি দেখবে কর্পোরেশন ।

বাজার সরানোর জটে আটকে বিদ্যাপতি সেতুর সংস্কার, আগামী মঙ্গলে যৌথ পরিদর্শন

যত পিলার সংলগ্ন দোকানপাট ফাঁকা করে দিতে পারবে দ্রুত তত দ্রুত কাজ করবে কেএমডিএ । কাজ শেষে দোকান ফের পুরনো জায়গায় আসবে । এখন প্রতিটা পিলার ধরে ধরে তার পরীক্ষা করবে কেএমডিএ । তারপর কাজ শুরু করবে তারা । এই বিষয়ে শিশির মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল কুণ্ডু বলেন, "ওনারা এসবের পরীক্ষা, কাগজপত্র তৈরি করুন । মাসকয়েক বাদেই পুজোর বাজার শুরু । পুজোর সময় ব্যবসাটা করে তার পর কাজে হাত দিক । কারণ, দোকান সরালে বিপুল টাকার ক্ষতির মুখে পড়তে হবে । তবে, আমরাও চাই নিরাপত্তার খাতিরে এই কাজ দ্রুত হয়ে যাক ।"

কলকাতা, 25 জুন: শুরু হতে চলেছে শিয়ালদার বিদ্যাপতি সেতু সংস্কারের কাজ ৷ তার জন্য মঙ্গলবার প্রাথমিকভাবে যৌথ পরিদর্শন করল কলকাতা কর্পোরেশন ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি আর শিশির মার্কেট ব্যবসায়ী সমিতি ৷ উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ।

শিয়ালদা সেতুর প্রতিটা পিলার ধরে হবে পরীক্ষা (ইটিভি ভারত)

এদিন কেএমডিএ কর্তারা কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগ, সার্ভে বিভাগের কর্তা ও দোকানদারদের নিয়ে বেশ কিছু পিলার ঘুরে দেখে মাপামাপির কাজ করেন । এরপর সব পক্ষ আলোচনায় বসেন । দীর্ঘক্ষণ আলোচনা চলে । সূত্রে খবর, ব্রিজের তলার শিশির মার্কেট কলকাতা কর্পোরেশনের বাজার । সেখানে 5টি ব্লকে 900টি দোকান আছে । 72টি মোট পিলারের উপর দাঁড়িয়ে সুবিশাল বিদ্যাপতি সেতু যা শিয়ালদা সেতু নামেও পরিচিত । এর মধ্যে 40টি পিলার মার্কেটের ভিতর । তাই এক একটি পিলার ঘিরে কোথাও তিনটে কোথাও চারটে দোকান । সেই দোকানগুলিকে সরিয়ে অন্যত্র বসানোর বিষয়টি দেখবে কর্পোরেশন ।

বাজার সরানোর জটে আটকে বিদ্যাপতি সেতুর সংস্কার, আগামী মঙ্গলে যৌথ পরিদর্শন

যত পিলার সংলগ্ন দোকানপাট ফাঁকা করে দিতে পারবে দ্রুত তত দ্রুত কাজ করবে কেএমডিএ । কাজ শেষে দোকান ফের পুরনো জায়গায় আসবে । এখন প্রতিটা পিলার ধরে ধরে তার পরীক্ষা করবে কেএমডিএ । তারপর কাজ শুরু করবে তারা । এই বিষয়ে শিশির মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল কুণ্ডু বলেন, "ওনারা এসবের পরীক্ষা, কাগজপত্র তৈরি করুন । মাসকয়েক বাদেই পুজোর বাজার শুরু । পুজোর সময় ব্যবসাটা করে তার পর কাজে হাত দিক । কারণ, দোকান সরালে বিপুল টাকার ক্ষতির মুখে পড়তে হবে । তবে, আমরাও চাই নিরাপত্তার খাতিরে এই কাজ দ্রুত হয়ে যাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.