ETV Bharat / state

দুর্ঘটনায় অকালমৃত্যু জওয়ানের, প্রত্যন্ত গ্রামে মূর্তি প্রতিষ্ঠা সেনাবাহিনীর - Statue of Martyred Jawan

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 7:31 PM IST

Indian Army Jawan Statue: দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গ্রামের জওয়ান ৷ তাঁর কথা স্মরণীয় করে রাখতে গ্রামে তৈরি হল সেই জওয়ানের মূর্তি ৷ আর তা প্রতিষ্ঠা করল ভারত সরকার ৷

নিজস্ব ছবি
গ্রামে মূর্তি তৈরি হয়েছে শহিদ জওয়ানের

কেশপুর, 30 মে: গ্রামে বসল সেনা জওয়ানের মূর্তি ৷ প্রত্যন্ত জঙ্গলমহলের কেশপুরের তরুণ রাজেশ ঘোষ দীর্ঘ ছ'বছর ধরে সেনাবাহিনীতে কাজ করেছেন । এক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান তিনি । বৃহস্পতিবার তাঁর স্মৃতিতে গ্রামে মূর্তি প্রতিষ্ঠা করল ভারতীয় সেনাবাহিনী ৷ প্রতিবছর এই দিনটি যাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়, সেই আবেদন জানিয়েছে গ্রামবাসীর পাশাপাশি সেনাবাহিনীও ।

এদিন জওয়ান রাজেশ ঘোষের মূর্তি উন্মোচন করেন সেনাবাহিনীর প্রাক্তন সেনারা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 3 নম্বর আমনপুর গ্রামপঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা ছিলেন রাজেশ ঘোষ ৷ 1993 সালে তিনি জন্মগ্রহণ করেন ৷ পড়াশোনা শেষ করার পর 2013 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন রাজেশ । 2019 সালে তিনি কেশপুরে বাড়িতে আসেন ৷ সেই সময় ব্যক্তিগত কাজে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ।

পশ্চিম মেদিনীপুরের কেশপুর গ্রামে বসল মৃত জওয়ানের মূর্তি

দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে দেশের জন্য লড়েছেন রাজেশ ৷ জওয়ানের অকালমৃত্যুতে তাঁর মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী ৷ সেই মতো 2024 সালের 30 মে অর্থাৎ আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর পূর্ণ অবয়ব মূর্তি বসানো হয় ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখোপাধ্যায়, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবি লোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনির পঞ্চায়েত সদস্য সুভাষ কোল্যা-সহ গ্রামের মানুষজন ।

প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন,"আমি সেই মাকে প্রণাম জানাই, যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিককে গর্ভে ধারণ করেছেন । রাজেশের আত্মার শান্তি কামনা করি । সেই সঙ্গে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি । এরই সঙ্গে আবেদন রাখছি প্রত্যেক বছর এই দিনটিতে শহিদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখতে ।"

কেশপুর, 30 মে: গ্রামে বসল সেনা জওয়ানের মূর্তি ৷ প্রত্যন্ত জঙ্গলমহলের কেশপুরের তরুণ রাজেশ ঘোষ দীর্ঘ ছ'বছর ধরে সেনাবাহিনীতে কাজ করেছেন । এক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান তিনি । বৃহস্পতিবার তাঁর স্মৃতিতে গ্রামে মূর্তি প্রতিষ্ঠা করল ভারতীয় সেনাবাহিনী ৷ প্রতিবছর এই দিনটি যাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়, সেই আবেদন জানিয়েছে গ্রামবাসীর পাশাপাশি সেনাবাহিনীও ।

এদিন জওয়ান রাজেশ ঘোষের মূর্তি উন্মোচন করেন সেনাবাহিনীর প্রাক্তন সেনারা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 3 নম্বর আমনপুর গ্রামপঞ্চায়েতের এলুনি গ্রামের বাসিন্দা ছিলেন রাজেশ ঘোষ ৷ 1993 সালে তিনি জন্মগ্রহণ করেন ৷ পড়াশোনা শেষ করার পর 2013 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন রাজেশ । 2019 সালে তিনি কেশপুরে বাড়িতে আসেন ৷ সেই সময় ব্যক্তিগত কাজে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ।

পশ্চিম মেদিনীপুরের কেশপুর গ্রামে বসল মৃত জওয়ানের মূর্তি

দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে দেশের জন্য লড়েছেন রাজেশ ৷ জওয়ানের অকালমৃত্যুতে তাঁর মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী ৷ সেই মতো 2024 সালের 30 মে অর্থাৎ আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর পূর্ণ অবয়ব মূর্তি বসানো হয় ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামরিক বিভাগের প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায়, প্রাক্তন সাব মেজর রাজকুমার মুখোপাধ্যায়, আনন্দপুর থানার পুলিশ আধিকারিক রবি লোচন বাঙাল, আমনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরা ও এলুনির পঞ্চায়েত সদস্য সুভাষ কোল্যা-সহ গ্রামের মানুষজন ।

প্রাক্তন নায়েক চণ্ডীচরণ রায় বলেন,"আমি সেই মাকে প্রণাম জানাই, যিনি রাজেশের মতো দেশের বীর সৈনিককে গর্ভে ধারণ করেছেন । রাজেশের আত্মার শান্তি কামনা করি । সেই সঙ্গে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি । এরই সঙ্গে আবেদন রাখছি প্রত্যেক বছর এই দিনটিতে শহিদ রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রাখতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.