ETV Bharat / state

কয়েকঘণ্টা পরেও দাসপুরে জ্বলছে ধূপের কারখানা, আগুন নেভানোর কাজে 6টি ইঞ্জিন

Fire in Daspur Factory: গভীর রাতে ধূপের কারখানায় ভয়াবহ আগুন ৷ দমকলের 6টি ইঞ্জিন ও 5টি পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ অগ্নিকাণ্ডের জেরে কর্মহীন কারখানার প্রায় 2 হাজার শ্রমিক ৷ দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ৷

Fire in incense Factory
ধূপের কারখানায় আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 12:08 PM IST

দাসপুরে ধূপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দাসপুর, 13 মার্চ: গভীর রাতে ধূপের কারখানায় অগ্নিকাণ্ড ৷ বুধবার রাত 1টা বেজে 45 মিনিটে ধূপের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে ৷ দু'দফায় ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ কিন্তু রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ৷ ধূপের কারখানায় ভয়াবহ আগুনের জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 2 হাজার শ্রমিক ৷ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷

জানা গিয়েছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাসের কারখানা এটি । এই ধূপের কারখানায় দেড় থেকে দুই হাজার কর্মী কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে এই কারখানায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ তবে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পরে পাঁশকুড়া, মেদিনীপুর ও গড়বেতা থেকে আরও 4টি ইঞ্জিন আসে ৷ তাও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আপাতত 10টি ইঞ্জিন ও 5টি পাম্প বসিয়ে আগুন নেভানোর কাজ চলছে ।

তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই । ঘটনার সময় কারখানার ভিতরে একজন নাইট গার্ড ছিলেন বলে জানা গিয়েছে ৷ আগুন লাগার ঘটনা টের পেতেই লাফ দিয়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন তিনি । দাসপুরের এই কারখানাটি বহু পুরানো ৷ স্থানীয়দের অভিযোগ, দমকল অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষণিকের মধ্যেই পুরো কারখানা এলাকা আগুনের গ্রাসে চলে আসে । কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশও।

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাজিপুরে বাসে আগুন, অন্তত 5 জনের মৃত্যু
  2. ভদ্রেশ্বর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘণ্টাকয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে

দাসপুরে ধূপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দাসপুর, 13 মার্চ: গভীর রাতে ধূপের কারখানায় অগ্নিকাণ্ড ৷ বুধবার রাত 1টা বেজে 45 মিনিটে ধূপের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে ৷ দু'দফায় ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ কিন্তু রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ৷ ধূপের কারখানায় ভয়াবহ আগুনের জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 2 হাজার শ্রমিক ৷ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷

জানা গিয়েছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাসের কারখানা এটি । এই ধূপের কারখানায় দেড় থেকে দুই হাজার কর্মী কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে এই কারখানায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ তবে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পরে পাঁশকুড়া, মেদিনীপুর ও গড়বেতা থেকে আরও 4টি ইঞ্জিন আসে ৷ তাও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আপাতত 10টি ইঞ্জিন ও 5টি পাম্প বসিয়ে আগুন নেভানোর কাজ চলছে ।

তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই । ঘটনার সময় কারখানার ভিতরে একজন নাইট গার্ড ছিলেন বলে জানা গিয়েছে ৷ আগুন লাগার ঘটনা টের পেতেই লাফ দিয়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন তিনি । দাসপুরের এই কারখানাটি বহু পুরানো ৷ স্থানীয়দের অভিযোগ, দমকল অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষণিকের মধ্যেই পুরো কারখানা এলাকা আগুনের গ্রাসে চলে আসে । কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশও।

আরও পড়ুন:

  1. বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাজিপুরে বাসে আগুন, অন্তত 5 জনের মৃত্যু
  2. ভদ্রেশ্বর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘণ্টাকয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.