ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল কলকাতার বেসরকারি হাসপাতাল, বন্ধ ওপিডি

দ্রুত রাজ্য সরকারের তরফে সদর্থক ব্যবস্থা না-নিলে রোগী পরিষেবা বন্ধের হুঁশিয়ারি ৷ মালদায় আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিক' থেকে বার্তা বেসরকারি ও প্রাইভেট চিকিৎসকদের ৷

Senior Doctors Run Abhaya Clinic
মালদা আইএমএ ভবনে সিনিয়র চিকিৎসকদের 'অভয়া ক্লিনিক' ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 8:57 PM IST

মালদা, 15 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে দু’দিন প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন রাজ্যের বহু সিনিয়র চিকিৎসক ৷ তারই অংশ হিসেবে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবা বাদে, ওপিডি ও অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হল সোম ও মঙ্গলবার ৷ একইভাবে মালদার বেসরকারি ও প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরা পরিষেবা বন্ধ রেখেছেন ৷ বদলে মালদায় আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিক' থেকে বিনামূল্যে পরিষেবা দিলেন তাঁরা ৷

কলকাতার বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরজি করে কর্তব্যরত অবস্থায় যে পিজিটির ধর্ষণ ও খুন হয়েছে ৷ তাঁর সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে চিকিৎসকরা সমর্থন করছেন ৷ তাই 14-15 অক্টোবর বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ বাদে, সব ওপিডি এবং অন্যান্য অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে ৷ তাঁরা এই দু’দিন ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখবেন না ৷ এমনকি রাজ্য সরকার যতদিন না জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে সদর্থক ভূমিকা পালন করছেন, ততদিন প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরাও ৷ (ইটিভি ভারত)

একই ছবি দেখা গেল মালদা শহরেও ৷ সেখানে প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরা নিজেদের চেম্বার বন্ধ রাখলেন দু’দিন ৷ তবে, রোগীদের স্বার্থের কথা ভেবে মালদার আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিক' থেকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন তাঁরা ৷ তবে, রাজ্য সরকারের উদাসীন মনোভাব জারি থাকলে, পুরোপুরি পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই চিকিৎসকরা ৷

Doctors Shut Down Private Chambers
দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি ৷ (নিজস্ব চিত্র)

এ দিন 'অভয়া ক্লিনিকে' উপস্থিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শম্পা রায়চৌধুরী বলেন, "গত 9 অগস্ট আরজি কর মেডিক্যালে নারকীয় ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে নানাভাবে আন্দোলন করছেন ৷ এখন তাঁরা ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন ৷ অনেকে অসুস্থও হয়ে পড়েছেন ৷ আমাদের মনে হয়েছে, এই আন্দোলনে আমাদেরও তাঁদের পাশে দাঁড়ানো উচিত ৷ এটা আমাদের কর্তব্য ৷ আমরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি ৷ তবে, জরুরি পরিষেবা চালু রয়েছে ৷ উৎসবের মরশুমে রোগীদের যাতে সমস্যা না-হয়, তাই আমরা দু’দিন অভয়া ক্লিনিকে বসছি ৷"

Senior Doctors Run Abhaya Clinic
মালদা আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিকে' রোগী পরিষেবা ৷ (নিজস্ব চিত্র)

এ নিয়ে চক্ষু বিশেষজ্ঞ নীলাদ্রি সাহা বলেন, "আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আমরা গতকাল ও আজ চেম্বার বন্ধ রেখেছি ৷ জুনিয়ররা তাঁদের আন্দোলন চালিয়েই যাচ্ছে ৷ তাঁদের কারও অবস্থাই ভালো নয় ৷ অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আগামীতেও হয়তো করতে হবে ৷ অথচ এখনও প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা নেই ৷ আমাদের কাছে খবর আছে, আগামী বৃহস্পতিবার মালদা মেডিক্যালের ফ্যাকাল্টিরা গণইস্তফা দিতে চলেছেন ৷ এই অভয়া ক্লিনিকে সব ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷ প্রতিটি বিভাগের চিকিৎসকরা এখানে রয়েছেন ৷ তবে, এভাবেই চলতে থাকলে আমরা টোটাল ক্লোজ ডাউন করতে বাধ্য হব ৷"

মালদা, 15 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে দু’দিন প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন রাজ্যের বহু সিনিয়র চিকিৎসক ৷ তারই অংশ হিসেবে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবা বাদে, ওপিডি ও অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হল সোম ও মঙ্গলবার ৷ একইভাবে মালদার বেসরকারি ও প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরা পরিষেবা বন্ধ রেখেছেন ৷ বদলে মালদায় আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিক' থেকে বিনামূল্যে পরিষেবা দিলেন তাঁরা ৷

কলকাতার বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরজি করে কর্তব্যরত অবস্থায় যে পিজিটির ধর্ষণ ও খুন হয়েছে ৷ তাঁর সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে চিকিৎসকরা সমর্থন করছেন ৷ তাই 14-15 অক্টোবর বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ বাদে, সব ওপিডি এবং অন্যান্য অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে ৷ তাঁরা এই দু’দিন ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখবেন না ৷ এমনকি রাজ্য সরকার যতদিন না জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে সদর্থক ভূমিকা পালন করছেন, ততদিন প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরাও ৷ (ইটিভি ভারত)

একই ছবি দেখা গেল মালদা শহরেও ৷ সেখানে প্রাইভেটে প্র্যাক্টিস করা চিকিৎসকরা নিজেদের চেম্বার বন্ধ রাখলেন দু’দিন ৷ তবে, রোগীদের স্বার্থের কথা ভেবে মালদার আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিক' থেকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন তাঁরা ৷ তবে, রাজ্য সরকারের উদাসীন মনোভাব জারি থাকলে, পুরোপুরি পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই চিকিৎসকরা ৷

Doctors Shut Down Private Chambers
দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি ৷ (নিজস্ব চিত্র)

এ দিন 'অভয়া ক্লিনিকে' উপস্থিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শম্পা রায়চৌধুরী বলেন, "গত 9 অগস্ট আরজি কর মেডিক্যালে নারকীয় ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে নানাভাবে আন্দোলন করছেন ৷ এখন তাঁরা ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন ৷ অনেকে অসুস্থও হয়ে পড়েছেন ৷ আমাদের মনে হয়েছে, এই আন্দোলনে আমাদেরও তাঁদের পাশে দাঁড়ানো উচিত ৷ এটা আমাদের কর্তব্য ৷ আমরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি ৷ তবে, জরুরি পরিষেবা চালু রয়েছে ৷ উৎসবের মরশুমে রোগীদের যাতে সমস্যা না-হয়, তাই আমরা দু’দিন অভয়া ক্লিনিকে বসছি ৷"

Senior Doctors Run Abhaya Clinic
মালদা আইএমএ ভবনে 'অভয়া ক্লিনিকে' রোগী পরিষেবা ৷ (নিজস্ব চিত্র)

এ নিয়ে চক্ষু বিশেষজ্ঞ নীলাদ্রি সাহা বলেন, "আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আমরা গতকাল ও আজ চেম্বার বন্ধ রেখেছি ৷ জুনিয়ররা তাঁদের আন্দোলন চালিয়েই যাচ্ছে ৷ তাঁদের কারও অবস্থাই ভালো নয় ৷ অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আগামীতেও হয়তো করতে হবে ৷ অথচ এখনও প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা নেই ৷ আমাদের কাছে খবর আছে, আগামী বৃহস্পতিবার মালদা মেডিক্যালের ফ্যাকাল্টিরা গণইস্তফা দিতে চলেছেন ৷ এই অভয়া ক্লিনিকে সব ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷ প্রতিটি বিভাগের চিকিৎসকরা এখানে রয়েছেন ৷ তবে, এভাবেই চলতে থাকলে আমরা টোটাল ক্লোজ ডাউন করতে বাধ্য হব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.