চুঁচুড়া, 21 জুলাই: এবারের লোকসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের ৷ রবিবার 21 জুলাই শহিদ দিবসের সমাবেশেও কার্যত তারই প্রতিচ্ছবি দেখা গেল ৷
হুগলি-সহ বিভিন্ন জেলা থেকে রেলপথ, সড়কপথ ও জলপথে তৃণমূল কর্মীরা হাজির হয়েছেন ধর্মতলায় ৷ ট্রেন পথে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় হাতে লক্ষ্মীর ভাণ্ডারের রেপ্লিকাও দেখা গেল তৃণমূল মহিলা কর্মীদের হাতে ৷ একই চিত্র দেখা গেল হুগলির ব্যান্ডেলের মহিলা তৃণমূল কর্মীদের মধ্যেও ৷ হুগলির চুঁচুড়া, ব্যান্ডেল, চন্দনগর-সহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে করে হাওড়ায় এসে, সেখান থেকে তৃণমূল সমর্থকদের কেউ পায়ে হেঁটে তো কেউ লঞ্চে ধর্মতলায় শহিদ সমাববেশে যোগ দিলেন ৷
অন্যদিকে, উত্তরপাড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে ধর্মতলায় সমাবেশের উদ্দেশে যাত্রা করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ উত্তরপাড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই লঞ্চ ছাড়া হয় বলে জানা গিয়েছে ৷ কর্মীরা কার্যত উৎসবের মেজাজে কলকাতা গিয়েছেন ৷
তৃণমূলের মহিলা কর্মী সঞ্জনা সরকার জানান, লক্ষ্মীর ভাণ্ডার তাঁদের কাছে বড় পাওনা ৷ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চান তাঁরা ৷ মহিলাদের কাছে প্রতি মাসে এই টাকা অনেক বড় ব্যাপার বলেও জানান তিনি ৷ তৃণমূল কর্মীদের দাবি, লোকসভা ভোটে মানুষ দিদিকে চায়, সেটা প্রমাণিত হয়েছে ৷ আর লোকসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের বিশেষ ভূমিকা ছিল বলেও দাবি করেছেন তাঁরা ৷
চুঁচুড়া থেকে ধর্মতলা অসিত মজুমদারের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক এদিন শহিদ সভায় যোগ দিতে যান ৷ বিধায়ক জানান, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা শুনতেই মূলত এই সভায় যোগ দিতে যাওয়া ৷ হুগলির চুঁচুড়া, ব্যান্ডেল, চন্দনগর, উত্তরপাড়া-সহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে করে হাওড়া সেখান থেকে পায়ে হেঁটে ধর্মতলার সভায় যোগ দেন তৃণমূল সমর্থকরা ৷ সড়ক পথে জাতীয় সড়ক দিয়ে বাসে করে কলকাতামুখী তৃণমূল সমর্থকরা। অন্যদিকে প্রাইভেট গাড়ি, ট্রাভেলার করে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন অনেকেই ৷