ETV Bharat / state

রেমালের প্রভাব মালদাতেও, অতিভারী বৃষ্টির সঙ্গে বাড়ছে বজ্রপাতের শঙ্কাও - Cyclone Remal Alert - CYCLONE REMAL ALERT

Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ দক্ষিণ 24 পরগণার ক্যানিং এবং বাংলাদেশের খেপুপুরার মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে রবিবার রাতে ৷ প্রভাব পড়তে চলেছে মালদাতেও ৷ কিছুদিন আগেই এই জেলায় বজ্রপাতের জেরে অনেকে প্রাণ হারিয়েছেন ৷ এবারও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

Cyclone Remal Update
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 4:58 PM IST

মালদা, 25মে: সামান্য একটু রুট পরিবর্তন ৷ তাতেই মালদা ও দুই দিনাজপুর ঢুকে পড়েছে ঘূর্ণীঝড় রেমালের তাণ্ডবের আওতায় ৷ তবে ঝড় নয়, বৃষ্টিতে ভাসতে চলছে এই দুই জেলা ৷ এমনটাই জানিয়েছেন জেলার সরকারি আবহাওয়াবিদ তপনকুমার দাস ৷ একই পূর্বাভাস দিয়েছে মাঝিয়ান আবহ পর্যবেক্ষণ কেন্দ্রও ৷ তারা জানিয়েছে, আগামী 27 থেকে 29 মে, এই তিনদিন গৌড়বঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার ছাপিয়ে যেতে পারে ৷

আবহবিদ ড. তপনকুমার দাস বলেন, "ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রেমাল ৷ 26 মে রাতে দক্ষিণ 24 পরগণার ক্যানিং এবং বাংলাদেশের খেপুপুরার মধ্যে ল্যান্ডফল হবে ৷ সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার থাকতে পারে ৷ রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে ৷ মালদায় ঝোড়ো হাওয়ার তেমন একটা দাপট না ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ৷ তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকবে ৷"

আরও পড়ুন:সাগরদ্বীপ থেকে 380 কিমি দূরে, সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল'

দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান আবহ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান পর্যবেক্ষক সুমন সুত্রধর বলেন, "শেষ মুহূর্তে ঘূর্ণীঝড় রেমালের গতিপ্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে ৷ 26 মে মাঝরাতে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা ৷ এর জেরে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে ৷ ল্যান্ডফলের পর রেমাল গভীর নিম্নচাপের রূপ নেবে ৷ এর প্রভাবে 27 থেকে 29 মে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷"

তিনি আরও জানান, উত্তর দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে ৷ প্রতিটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটারেরও বেশি হতে পারে ৷ তবে এই তিন জেলায় ঝড়ের দাপট থাকবে না ৷ 25 থেকে 30 কিমি বেগে বাতাস বইতে পারে ৷ বৃষ্টিপাতের সময় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ তিন জেলার বাসিন্দাদের এ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ 25 ও 26 মে গৌড়বঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ বরং গরম খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর-সহ দুই জেলায়, 'রেমাল' এখন কোথায়?

মালদা, 25মে: সামান্য একটু রুট পরিবর্তন ৷ তাতেই মালদা ও দুই দিনাজপুর ঢুকে পড়েছে ঘূর্ণীঝড় রেমালের তাণ্ডবের আওতায় ৷ তবে ঝড় নয়, বৃষ্টিতে ভাসতে চলছে এই দুই জেলা ৷ এমনটাই জানিয়েছেন জেলার সরকারি আবহাওয়াবিদ তপনকুমার দাস ৷ একই পূর্বাভাস দিয়েছে মাঝিয়ান আবহ পর্যবেক্ষণ কেন্দ্রও ৷ তারা জানিয়েছে, আগামী 27 থেকে 29 মে, এই তিনদিন গৌড়বঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার ছাপিয়ে যেতে পারে ৷

আবহবিদ ড. তপনকুমার দাস বলেন, "ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রেমাল ৷ 26 মে রাতে দক্ষিণ 24 পরগণার ক্যানিং এবং বাংলাদেশের খেপুপুরার মধ্যে ল্যান্ডফল হবে ৷ সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার থাকতে পারে ৷ রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে ৷ মালদায় ঝোড়ো হাওয়ার তেমন একটা দাপট না ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ৷ তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকবে ৷"

আরও পড়ুন:সাগরদ্বীপ থেকে 380 কিমি দূরে, সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'রেমাল'

দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান আবহ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান পর্যবেক্ষক সুমন সুত্রধর বলেন, "শেষ মুহূর্তে ঘূর্ণীঝড় রেমালের গতিপ্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে ৷ 26 মে মাঝরাতে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা ৷ এর জেরে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে ৷ ল্যান্ডফলের পর রেমাল গভীর নিম্নচাপের রূপ নেবে ৷ এর প্রভাবে 27 থেকে 29 মে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷"

তিনি আরও জানান, উত্তর দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে ৷ প্রতিটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটারেরও বেশি হতে পারে ৷ তবে এই তিন জেলায় ঝড়ের দাপট থাকবে না ৷ 25 থেকে 30 কিমি বেগে বাতাস বইতে পারে ৷ বৃষ্টিপাতের সময় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ তিন জেলার বাসিন্দাদের এ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ 25 ও 26 মে গৌড়বঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ বরং গরম খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর-সহ দুই জেলায়, 'রেমাল' এখন কোথায়?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.