কলকাতা, 21 ফেব্রুয়ারি: ক্যালেন্ডারের পাতায় ফাল্গুন মাস ৷ এই সময়ে ঋতুরাজ বসন্তের রাজত্ব চলবে ৷ নাতিশীতোষ্ণ আবহাওয়ার হাত ধরে গ্রীষ্মের দিকে পা বাড়ানোর সময়। তবে এখনই বেশ গরম পড়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যেও বৃষ্টিতে কিছুটা হলেও গরম কমেছে ৷ তবে বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ৷
অসময়ের বৃষ্টির কারণ ব্যাখ্যা করে আবহাওয়া দফতরের অধিকার্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে রাজ্যে বড় কোনও সিস্টেম নেই । তবে গরম অনুভূত হয়েছে । পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান এবং তার আশেপাশের অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পঞ্জাব এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্বভারতের দিকে অগ্রসর হবে। এরফলে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী 21 ও 22 ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পার ৷"
আগামী দু’দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গেই জানানো হয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে ৷ বুধবার কলকাততেও হালকা থেকে মাঝরি বৃষ্টি হতে পারে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে । অন্যান্য জেলাগুলিতে শিলাবৃষ্টি না-হলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আগামিকাল উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গালবারের বৃষ্টিতে তাপমাত্রা একটু কমেছে ৷ বাড়তে থাকা গরমে রাশ পড়েছে ৷ আগামী কয়েকদিনের তাপমাত্রা প্রসেঙ্গেই আবহাওয়া দফতরের অধিকার্তা গনেশচন্দ্র দাস বলেন, "ইতিমধ্যেই তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে । আরও একটু তাপমাত্রা বাড়বে । কলকাতায় 32 ডিগ্রি সেলিসয়াসে পৌঁছে যাতে পারে পারদ ৷ সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। শীত পুরোপুরি শেষ। পারদ ফের নামার কোনও সম্ভাবনা নেই ।"
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 91শতাংশ । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সকালে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন: