ETV Bharat / state

গ্রীষ্মের খরা পুষিয়ে দেবে বারিধারা! বর্ষায় পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস - IMD forecasts

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 12:57 PM IST

Monsoon 2024: বর্ষার আগেই সুখবর শোনাল আবহাওয়া দফতর ৷ তীব্র গরমে যা স্বস্তি দেবে ৷ এল নিনো ও লা নিনার প্রভাবে শাপে বর ৷ এ বছর স্বাভাবিকের তুলনায় বৃষ্টি বেশি হবে বলে জানাল আবহাওয়া অফিস ৷

বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস, Monsoon
বৃষ্টির সন্ধ্যে

স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য

কলকাতা, 16 এপ্রিল: খড়তাপে পুড়তে থাকা পরিস্থিতির মধ্যেই বৃষ্টি নিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস । জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল । পয়লা জুন থেকে সাধারণত দেশে বর্ষার প্রবেশ ঘটে । বাংলায় বর্ষার প্রবেশের সময় সাধারণত সাত থেকে দশ জুনের মধ্যে । তবে এই বছর সারা ভারতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । দেশের সর্বত্র স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে ।

প্রায় 101 থেকে 111 শতাংশ বেশি বৃষ্টির আশা করা হচ্ছে । তবে উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ভারতের কিছু জায়গায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম জেলাগুলোতে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । এল নিনো বছর বলে 2025 সাল পর্যন্ত গরম বাড়বে এবং বৃষ্টি আশানুরূপ না হওয়ার কথা মনে করেছিলেন আবহবিদরা । কিন্তু পরিস্থিতি এই বছরে অনেকটাই স্বাভাবিক । জুন মাস থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে এল নিনো পরিস্থিতি দুর্বল হবে । যত সময় এগোবে এল নিনো এবং লা নিনো পরিস্থিতি কোনওটাই সেভাবে থাকবে না । অগস্ট-সেপ্টেম্বর নাগাদ লা নিনো পরিস্থিতির জন্য বৃষ্টি বাড়বে ।

হাওয়া অফিস বলছে, লা নিনার বছরে সাধারণত স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হয় । 1974 এবং 2000 সাল ছাড়া প্রতিবছরই লা নিনো বছরে বৃষ্টি স্বাভাবিক হয়েছে । এল নিনো বছরে প্রশান্ত মহাসাগরের ওপর উষ্ণ বাতাস ছুটে আসে তার ফলে গরম বৃদ্ধি পায় । কিন্তু লা নিনো বছরে ভারত মহাসাগর থেকে ছুটে আসা হাওয়ার ভূমিকা রয়েছে । এই বছরে এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বর্ষার সময়ে তা অনুকূলে চলে আসবে । এর ফলে বর্ষা পর্যাপ্ত হবে । এছাড়াও ইউরোশিয়ান অঞ্চলে গতবছরের ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বরফ কম গলেছে । এই পরিস্থিতিগুলোই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বৃষ্টি স্বাভাবিক হবে বলে ইঙ্গিত দিচ্ছে ।

হিসেব অনুসারে, 29 শতাংশ বৃষ্টি হলে বলা হয়ে থাকে স্বাভাবিক বৃষ্টি হয়েছে ৷ এ বছর বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাই বর্তমান সময়ে চাঁদিফাটা গরমে জেরবার হতে হলেও বৃষ্টি সুখবর নিয়ে আসছে ।

আরও পড়ুন :

  1. এল নিনো ও লা নিনোর যুগলবন্দি ভারতের জলবায়ু ধরনের উপরও প্রভাব ফেলে
  2. দক্ষিণের রাজ্যগুলিতে অস্বাভাবিক বৃষ্টির জন্য দায়ি 'লা নিনা' আদতে কী ?
  3. চলতি বছরে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস

স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য

কলকাতা, 16 এপ্রিল: খড়তাপে পুড়তে থাকা পরিস্থিতির মধ্যেই বৃষ্টি নিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস । জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল । পয়লা জুন থেকে সাধারণত দেশে বর্ষার প্রবেশ ঘটে । বাংলায় বর্ষার প্রবেশের সময় সাধারণত সাত থেকে দশ জুনের মধ্যে । তবে এই বছর সারা ভারতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । দেশের সর্বত্র স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে ।

প্রায় 101 থেকে 111 শতাংশ বেশি বৃষ্টির আশা করা হচ্ছে । তবে উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ভারতের কিছু জায়গায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম জেলাগুলোতে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । এল নিনো বছর বলে 2025 সাল পর্যন্ত গরম বাড়বে এবং বৃষ্টি আশানুরূপ না হওয়ার কথা মনে করেছিলেন আবহবিদরা । কিন্তু পরিস্থিতি এই বছরে অনেকটাই স্বাভাবিক । জুন মাস থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে এল নিনো পরিস্থিতি দুর্বল হবে । যত সময় এগোবে এল নিনো এবং লা নিনো পরিস্থিতি কোনওটাই সেভাবে থাকবে না । অগস্ট-সেপ্টেম্বর নাগাদ লা নিনো পরিস্থিতির জন্য বৃষ্টি বাড়বে ।

হাওয়া অফিস বলছে, লা নিনার বছরে সাধারণত স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হয় । 1974 এবং 2000 সাল ছাড়া প্রতিবছরই লা নিনো বছরে বৃষ্টি স্বাভাবিক হয়েছে । এল নিনো বছরে প্রশান্ত মহাসাগরের ওপর উষ্ণ বাতাস ছুটে আসে তার ফলে গরম বৃদ্ধি পায় । কিন্তু লা নিনো বছরে ভারত মহাসাগর থেকে ছুটে আসা হাওয়ার ভূমিকা রয়েছে । এই বছরে এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বর্ষার সময়ে তা অনুকূলে চলে আসবে । এর ফলে বর্ষা পর্যাপ্ত হবে । এছাড়াও ইউরোশিয়ান অঞ্চলে গতবছরের ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বরফ কম গলেছে । এই পরিস্থিতিগুলোই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বৃষ্টি স্বাভাবিক হবে বলে ইঙ্গিত দিচ্ছে ।

হিসেব অনুসারে, 29 শতাংশ বৃষ্টি হলে বলা হয়ে থাকে স্বাভাবিক বৃষ্টি হয়েছে ৷ এ বছর বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাই বর্তমান সময়ে চাঁদিফাটা গরমে জেরবার হতে হলেও বৃষ্টি সুখবর নিয়ে আসছে ।

আরও পড়ুন :

  1. এল নিনো ও লা নিনোর যুগলবন্দি ভারতের জলবায়ু ধরনের উপরও প্রভাব ফেলে
  2. দক্ষিণের রাজ্যগুলিতে অস্বাভাবিক বৃষ্টির জন্য দায়ি 'লা নিনা' আদতে কী ?
  3. চলতি বছরে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.