কলকাতা, 10 মার্চ: ব্রিগেডে শাসকদলের মহাসভা ৷ অন্যদিকে বিরোধীরাও রাজনৈতিক সভা-কর্মসূচিতে ব্যস্ত থাকছে রবিবার ৷ পরবর্তীতে সন্ধ্যা সাড়ে 8টায় আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ রাজনীতি থেকে ফুটবল, মার্চ মাসের দ্বিতীয় রবিবার প্রকৃত অর্থেই বাঙালির 'সুপার সানডে' ৷ তাই রবিবাসরীয় ব্যস্ততায় আবহাওয়া ঠিক থাকা জরুরি ৷ সে ব্যাপারে যদি নিশ্চয়তা দিচ্ছে আবহাওয়া অফিস ৷ অর্থাৎ, জনগর্জন সভা থেকে বাঙালির বড় ম্যাচ ঘিরে পারদ চড়লেও আবহাওয়া সঙ্গই দেবে শহরবাসীর ৷
এটা ঠিক, পারদ চড়া সত্ত্বেও হাওয়ায় হালকা ঠান্ডার শিরশিরানি রয়েছে ৷ ভোরে ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে ৷ বেলায় মাথার উপর রোদ চড়লেও বাতাসে ঠান্ডা আমেজ থাকছেই ৷ আর সূর্য ডোবার পর তো হালকা ঠান্ডার আমেজটা রয়েই যাচ্ছে ৷ ফলে ফ্যান না-চালালে অসুবিধে তো হচ্ছেই না, বরং হালকা চাদর গায়ে দিলে ভালোই লাগছে ৷
এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণেই এই ঠান্ডার অনুভূতি ৷ তবে এই আরামের ভাব দ্রুত কাটবে ৷ দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচদিনের যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 30-32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷
দক্ষিণের মতো উত্তরেও আগামী পাঁচ দিন আবহাত্তয়া শুষ্কই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়বে ৷ বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফের করবে ৷
আরও পড়ুন: