ETV Bharat / state

রবিতে মরশুমের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা, বুধ পর্যন্ত ঝড়-বৃষ্টি জারি - West Bengal Weather Forecast

West Bengal Weather Update: আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির আবহাওয়া থাকবে, জানিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করেছে ৷

ETV Bharat
কলকাতায় কালবৈশাখী
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 6:42 AM IST

কলকাতা, 17 মার্চ: চৈত্রের শুরুতে দক্ষিণবঙ্গ জুড়ে ধারাস্নান ৷ আগামী কয়েকদিন ধরে এমন ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাত্তয়া অফিসের ৷ এমনকী কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে কালবৈশাখী হতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস ৷ শীত বিদায়ের পরে আচমকা গরম আসেনি ৷ বরং বসন্তের দীর্ঘায়ত ইনিংসের হাত ধরে মার্চের দ্বিতীয় সপ্তাহেও রাত এবং ভোরের দিকে তাপমাত্রা নেমে গিয়ে উপভোগ্য ঠান্ডার আমেজ মিলছিল ৷

হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের অনুপস্থিতি এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ এখন বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচুর পরিমাণে রাজ্যে প্রবেশ করেছে ৷ ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷

শনিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে আসছে ৷ ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত বায়ুচাপের তারতম্যের কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ৷

পূর্বাভাস মতো শনিবার সারাদিন এবং সন্ধ্যায় কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়েছে ৷

আজ রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ৷ চৈত্র মাসের এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ফসল এবং অস্থায়ী নির্মাণের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে ৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টি কম হয়েছে ৷ তার প্রভাব পড়তে পারে চাষাবাদেও ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সন্ধ্যায় ঝড়-বৃষ্টিতে গরমে কিছুটা রাশ পরেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ দমকা হাওয়া বইতে পারে কয়েকটি এলাকায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি কলেজ সার্ভিস কমিশনের
  2. বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল
  3. নিয়ম ভেঙে মহিলা হস্টেলে প্রবেশ, অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার বাংলার শিউলি

কলকাতা, 17 মার্চ: চৈত্রের শুরুতে দক্ষিণবঙ্গ জুড়ে ধারাস্নান ৷ আগামী কয়েকদিন ধরে এমন ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাত্তয়া অফিসের ৷ এমনকী কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে কালবৈশাখী হতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস ৷ শীত বিদায়ের পরে আচমকা গরম আসেনি ৷ বরং বসন্তের দীর্ঘায়ত ইনিংসের হাত ধরে মার্চের দ্বিতীয় সপ্তাহেও রাত এবং ভোরের দিকে তাপমাত্রা নেমে গিয়ে উপভোগ্য ঠান্ডার আমেজ মিলছিল ৷

হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের অনুপস্থিতি এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ এখন বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচুর পরিমাণে রাজ্যে প্রবেশ করেছে ৷ ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷

শনিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে আসছে ৷ ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত বায়ুচাপের তারতম্যের কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ৷

পূর্বাভাস মতো শনিবার সারাদিন এবং সন্ধ্যায় কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়েছে ৷

আজ রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ৷ চৈত্র মাসের এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ফসল এবং অস্থায়ী নির্মাণের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে ৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টি কম হয়েছে ৷ তার প্রভাব পড়তে পারে চাষাবাদেও ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সন্ধ্যায় ঝড়-বৃষ্টিতে গরমে কিছুটা রাশ পরেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ দমকা হাওয়া বইতে পারে কয়েকটি এলাকায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি কলেজ সার্ভিস কমিশনের
  2. বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল
  3. নিয়ম ভেঙে মহিলা হস্টেলে প্রবেশ, অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার বাংলার শিউলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.