ETV Bharat / state

আইআইটি খড়গপুর-টিসিএসের যৌথ উদ্যোগে ডিজিটাল-হেলথ, রোবটিকস ও ইন্টেলিজেন্সের গবেষণা - IIT KHARAGPUR PARTNERS WITH TCS

কলকাতার নিউটাউনে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গড়ে উঠবে এই গবেষণা কেন্দ্র ৷ যেখানে টাটা কনসালটেন্সির 150 জন গবেষক অত্যাধুনিক প্রযুক্তি উপর গবেষণা করবেন ৷

IIT KHARAGPUR PARTNERS WITH TCS
আইআইটি খড়গপুর ও টিসিএসের যৌথ উদ্যোগে গবেষণা নিউটাউনের রিসার্চ পার্কে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 8:25 PM IST

খড়গপুর, 29 নভেম্বর: আইআইটি খড়গপুর ও টাটা কনসালটেন্সির যৌথ উদ্যোগ ৷ ডিজিটাল স্বাস্থ্য, রোবটিকস এবং ইন্টেলিজেন্স ব্যবস্থা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গবেষণা চালাতে এই দুই প্রতিষ্ঠান চু্ক্তিবদ্ধ হয়েছে ৷ এমনটাই জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ ৷ যেখানে একটি উচ্চক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক গবেষণা কেন্দ্র তৈরি করা হবে কলকাতার নিউটাউন এলাকায় ৷

এই পুরো গবেষণার কাজগুলি হবে অত্যাধুনিক কম্পিউটিং, এমবেডেড সিস্টেম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ৷ আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক ও টিসিএস রিসার্চ সেন্টারে মোট তিনটি অত্যাধুনিক গবেষণাগার থাকবে ৷ যেখানে টিসিএসের দেড়শো জন বিজ্ঞানী অত্যাধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে উদ্ভাবনের সীমারেখাকে আরও এগিয়ে নিয়ে যাবেন ৷

গবেষণাগারগুলি- সেন্সিং ও কমিউনিকেশনস, অত্যাধুনিক কম্পিউটিং, অ্যানালিটিক্স, রোবটিক্স এবং ভিজ্যুয়াল কম্পিউটিং-এর দ্বারা নিয়ন্ত্রিত হবে ৷ সেই গবেষণাগারের অত্যাধুনিক যন্ত্রপাতির অ্যাক্সেস থাকবে বিজ্ঞানীদের হাতে ৷ যা তাঁদেরকে অত্যাধুনিক কম্পিউটিং, এমবেডেড সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মতো আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে সফল আবিষ্কার করতে সাহায্য করবে ৷

এ নিয়ে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, "অ্যাডভান্সড রিসার্চ সেন্টার তৈরি করতে টিসিএস-এর সঙ্গে আমাদের চুক্তি সাহায্য করবে ৷ কলকাতায় সদ্য তৈরি হওয়া আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গবেষণায় তারা আমাদের সহযোগিতা করবে ৷ এই অংশীদারিত্ব বা চুক্তি স্বাস্থ্যসেবা এবং অটোমেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করবে ৷ যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আমরা যৌথভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ৷"

তিনি আরও জানান, "টিসিএস-এর শিল্পক্ষেত্রে দক্ষতার সঙ্গে আইআইটি খড়গপুরের বিশ্বমানের গবেষণার ক্ষমতাকে একত্রিত করা হচ্ছে ৷ এর আসল উদ্দেশ্য, পরিবর্তনশীল আবিষ্কার চালিয়ে যাওয়া ৷ যা সাধারণ মানুষের জীবন ধারণের মানকে উন্নত করবে ৷ স্বাস্থ্য পরিষেবায় উন্নতি ও ইন্টেলিজেন্স সিস্টেমের অগ্রগতি ক্ষেত্রে অবদান রাখবে ৷"

নিউটাউনে তৈরি হওয়া গবেষণা কেন্দ্রে টিসিএসের টাকা হওয়া বিভিন্ন গবেষণাগুলিকে পরিচালনা করবে ৷ আইআইটি খড়গপুর-সহ অন্যান্য অ্যাকাডেমিক সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই গবেষণাগুলি করা হবে ৷ আইআইটি খড়গপুরের ওই পার্কে টিসিএসের গবেষণা কেন্দ্র তৈরি হবে ৷ যেখানে টিসিএসের মাইনিং, কৃষি, মোবিলিটি, স্বাস্থ্য ব্যবস্থা এবং উৎপাদন-সহ বিশ্বব্যাপি বিভিন্ন ক্ষেত্রের গ্রাহকদের জন্য পরিষেবা সংক্রান্ত অভিজ্ঞতা জানানোর কেন্দ্র গড়ে তোলা হবে ৷

খড়গপুর, 29 নভেম্বর: আইআইটি খড়গপুর ও টাটা কনসালটেন্সির যৌথ উদ্যোগ ৷ ডিজিটাল স্বাস্থ্য, রোবটিকস এবং ইন্টেলিজেন্স ব্যবস্থা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গবেষণা চালাতে এই দুই প্রতিষ্ঠান চু্ক্তিবদ্ধ হয়েছে ৷ এমনটাই জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ ৷ যেখানে একটি উচ্চক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক গবেষণা কেন্দ্র তৈরি করা হবে কলকাতার নিউটাউন এলাকায় ৷

এই পুরো গবেষণার কাজগুলি হবে অত্যাধুনিক কম্পিউটিং, এমবেডেড সিস্টেম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ৷ আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক ও টিসিএস রিসার্চ সেন্টারে মোট তিনটি অত্যাধুনিক গবেষণাগার থাকবে ৷ যেখানে টিসিএসের দেড়শো জন বিজ্ঞানী অত্যাধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে উদ্ভাবনের সীমারেখাকে আরও এগিয়ে নিয়ে যাবেন ৷

গবেষণাগারগুলি- সেন্সিং ও কমিউনিকেশনস, অত্যাধুনিক কম্পিউটিং, অ্যানালিটিক্স, রোবটিক্স এবং ভিজ্যুয়াল কম্পিউটিং-এর দ্বারা নিয়ন্ত্রিত হবে ৷ সেই গবেষণাগারের অত্যাধুনিক যন্ত্রপাতির অ্যাক্সেস থাকবে বিজ্ঞানীদের হাতে ৷ যা তাঁদেরকে অত্যাধুনিক কম্পিউটিং, এমবেডেড সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মতো আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে সফল আবিষ্কার করতে সাহায্য করবে ৷

এ নিয়ে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, "অ্যাডভান্সড রিসার্চ সেন্টার তৈরি করতে টিসিএস-এর সঙ্গে আমাদের চুক্তি সাহায্য করবে ৷ কলকাতায় সদ্য তৈরি হওয়া আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গবেষণায় তারা আমাদের সহযোগিতা করবে ৷ এই অংশীদারিত্ব বা চুক্তি স্বাস্থ্যসেবা এবং অটোমেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করবে ৷ যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আমরা যৌথভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ৷"

তিনি আরও জানান, "টিসিএস-এর শিল্পক্ষেত্রে দক্ষতার সঙ্গে আইআইটি খড়গপুরের বিশ্বমানের গবেষণার ক্ষমতাকে একত্রিত করা হচ্ছে ৷ এর আসল উদ্দেশ্য, পরিবর্তনশীল আবিষ্কার চালিয়ে যাওয়া ৷ যা সাধারণ মানুষের জীবন ধারণের মানকে উন্নত করবে ৷ স্বাস্থ্য পরিষেবায় উন্নতি ও ইন্টেলিজেন্স সিস্টেমের অগ্রগতি ক্ষেত্রে অবদান রাখবে ৷"

নিউটাউনে তৈরি হওয়া গবেষণা কেন্দ্রে টিসিএসের টাকা হওয়া বিভিন্ন গবেষণাগুলিকে পরিচালনা করবে ৷ আইআইটি খড়গপুর-সহ অন্যান্য অ্যাকাডেমিক সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই গবেষণাগুলি করা হবে ৷ আইআইটি খড়গপুরের ওই পার্কে টিসিএসের গবেষণা কেন্দ্র তৈরি হবে ৷ যেখানে টিসিএসের মাইনিং, কৃষি, মোবিলিটি, স্বাস্থ্য ব্যবস্থা এবং উৎপাদন-সহ বিশ্বব্যাপি বিভিন্ন ক্ষেত্রের গ্রাহকদের জন্য পরিষেবা সংক্রান্ত অভিজ্ঞতা জানানোর কেন্দ্র গড়ে তোলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.