ETV Bharat / state

পিএফ বন্ধ একযুগ, বকেয়া বেতনও ! দীপাবলির পর আমরণ অনশনের হুমকি চা-শ্রমিকদের

2013 সাল থেকে জমা পড়েনি পিএফ-এর টাকা ৷ দাবির স্বপক্ষে লং ভিউ চা-বাগান শ্রমিকদের রিলে অনশন পড়ল 21 দিনে ৷

Tea Garden Workers Hunger Strike
আমরণ অনশনের হুঁশিয়ারি লং ভিউ চা-বাগান শ্রমিকদের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

দার্জিলিং, 28 অক্টোবর: 21 দিনে পড়ল দার্জিলিংয়ের লং ভিউ চা-বাগানের শ্রমিকদের রিলে অনশন ৷ মালিকপক্ষের কাছে তাঁদের একটাই দাবি ৷ বকেয়া বেতন ও পিএফ-সহ প্রায় 18 কোটি টাকা এখনই মেটাতে হবে ৷ আর তা মানা না-হলে, এবার চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন আন্দোলনরত শ্রমিকরা ৷ যদি, এই দীপাবলি তাঁদের অন্ধকারে কাটাতে হয়, তাহলে তারপরের দিন থেকেই আমরণ অনশন শুরু করবেন তাঁরা ৷

লং ভিউ বাগান শ্রমিকদের অভিযোগ, 2013 সাল থেকে প্রভিডেন্ট ফান্ডে কোনও টাকা জমা পড়ছে না ৷ এমনকি গত চারমাস ধরে বেতন পাননি চা-বাগান শ্রমিকরা ৷ পরিস্থিতি এমনই যে, দুর্গাপুজোর পর, দীপাবলিও অন্ধকারে কাটতে চলেছে তাঁদের ৷ ন্যায্য টাকার দাবিতে গত একুশদিন ধরে রিলে অনশন করছেন চা-বাগান শ্রমিকরা ৷

আমরণ অনশনের হুঁশিয়ারি লং ভিউ চা-বাগান শ্রমিকদের ৷ (ইটিভি ভারত)

কিন্তু, শ্রমিকদের অনশন ও আন্দোলনের চাপে পড়ে নাকি মালিকপক্ষ গা-ঢাকা দিয়েছেন ৷ গত 16 অক্টোবর থেকে মালিকপক্ষের কোনও দেখাই পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ আদালতের নির্দেশে মোট 19 বার শ্রমিকদের সঙ্গে বৈঠক করে লং ভিউ বাগান কর্তৃপক্ষ ৷ অভিযোগ, প্রতিবারই দু’তরফের সহমতে হওয়া চুক্তি ভেঙেছেন মালিকরা ৷

আন্দোলনকারীদের দাবি, 2013 সাল থেকে শ্রমিকদের পিএফ-এর বকেয়া 16.2 কোটি টাকা জমা দিতে হবে ৷ এর পাশাপাশি, চার মাসের না-পাওয়া বেতন, বৃদ্ধি পাওয়া বেতন ও বোনাস মিলিয়ে আরও 2 কোটি টাকা মেটাতে হবে ৷ এর পাশাপাশি, ত্রিপাক্ষিক চুক্তি ও কোর্টের নির্দেশ মেনে ন্যূনতম মজুরি চালু করতে হবে ৷

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই বাগানে 2020 সালে 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু, 19 বার বৈঠক হলেও, এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি ৷ দুর্গাপুজোর পর গত 16 অক্টোবর মালিকপক্ষ 10 শতাংশ বোনাসের মধ্যে, 5 শতাংশ মিটিয়ে বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ ৷ উল্লেখ্য, 2019 সালে 1250 জন শ্রমিক ছিলেন ওই বাগানে ৷ যা এখন কমে 350 জন স্থায়ী শ্রমিকে দাঁড়িয়েছে ৷

Tea Garden Workers Hunger Strike
পিএফ ও বকেয়া বোনাসের দাবিতে রিলে অনশন জারি চা-বাগান শ্রমিকদের ৷ (নিজস্ব চিত্র)

চা বাগানের শ্রমিক গীতা দেবী রাওয়াত বলেন, "21 দিন ধরে আমাদের রিলে অনশন চলছে ৷ অথচ আমাদের কোনও দাবি মানা হচ্ছে না ৷ প্রথম থেকেই আমাদের দাবি মালিকপক্ষ দমিয়ে দিচ্ছে ৷ আমাদের দাবি মানা না-হলে, আমরা আমরণ অনশনে যাব ৷" বিকাশ ছেত্রী বলেন, "দুর্গাপুজো আমাদের অন্ধকারে কেটেছে ৷ দীপাবলিও অন্ধকারে কাটবে ৷ এখন মালিকপক্ষ আমাদের উপর চাপ দিচ্ছে অনশন তুলে দিতে ৷ সরকারও চাপ দিচ্ছে ৷ অনশন না-তুললে বাগান খুলবে না-বলে হুমকি দিচ্ছে ৷ কিন্তু, আমরা মালিকপক্ষকে আর বিশ্বাস করছি না ৷"

দার্জিলিং, 28 অক্টোবর: 21 দিনে পড়ল দার্জিলিংয়ের লং ভিউ চা-বাগানের শ্রমিকদের রিলে অনশন ৷ মালিকপক্ষের কাছে তাঁদের একটাই দাবি ৷ বকেয়া বেতন ও পিএফ-সহ প্রায় 18 কোটি টাকা এখনই মেটাতে হবে ৷ আর তা মানা না-হলে, এবার চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন আন্দোলনরত শ্রমিকরা ৷ যদি, এই দীপাবলি তাঁদের অন্ধকারে কাটাতে হয়, তাহলে তারপরের দিন থেকেই আমরণ অনশন শুরু করবেন তাঁরা ৷

লং ভিউ বাগান শ্রমিকদের অভিযোগ, 2013 সাল থেকে প্রভিডেন্ট ফান্ডে কোনও টাকা জমা পড়ছে না ৷ এমনকি গত চারমাস ধরে বেতন পাননি চা-বাগান শ্রমিকরা ৷ পরিস্থিতি এমনই যে, দুর্গাপুজোর পর, দীপাবলিও অন্ধকারে কাটতে চলেছে তাঁদের ৷ ন্যায্য টাকার দাবিতে গত একুশদিন ধরে রিলে অনশন করছেন চা-বাগান শ্রমিকরা ৷

আমরণ অনশনের হুঁশিয়ারি লং ভিউ চা-বাগান শ্রমিকদের ৷ (ইটিভি ভারত)

কিন্তু, শ্রমিকদের অনশন ও আন্দোলনের চাপে পড়ে নাকি মালিকপক্ষ গা-ঢাকা দিয়েছেন ৷ গত 16 অক্টোবর থেকে মালিকপক্ষের কোনও দেখাই পাওয়া যায়নি বলে অভিযোগ ৷ আদালতের নির্দেশে মোট 19 বার শ্রমিকদের সঙ্গে বৈঠক করে লং ভিউ বাগান কর্তৃপক্ষ ৷ অভিযোগ, প্রতিবারই দু’তরফের সহমতে হওয়া চুক্তি ভেঙেছেন মালিকরা ৷

আন্দোলনকারীদের দাবি, 2013 সাল থেকে শ্রমিকদের পিএফ-এর বকেয়া 16.2 কোটি টাকা জমা দিতে হবে ৷ এর পাশাপাশি, চার মাসের না-পাওয়া বেতন, বৃদ্ধি পাওয়া বেতন ও বোনাস মিলিয়ে আরও 2 কোটি টাকা মেটাতে হবে ৷ এর পাশাপাশি, ত্রিপাক্ষিক চুক্তি ও কোর্টের নির্দেশ মেনে ন্যূনতম মজুরি চালু করতে হবে ৷

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই বাগানে 2020 সালে 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু, 19 বার বৈঠক হলেও, এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি ৷ দুর্গাপুজোর পর গত 16 অক্টোবর মালিকপক্ষ 10 শতাংশ বোনাসের মধ্যে, 5 শতাংশ মিটিয়ে বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ ৷ উল্লেখ্য, 2019 সালে 1250 জন শ্রমিক ছিলেন ওই বাগানে ৷ যা এখন কমে 350 জন স্থায়ী শ্রমিকে দাঁড়িয়েছে ৷

Tea Garden Workers Hunger Strike
পিএফ ও বকেয়া বোনাসের দাবিতে রিলে অনশন জারি চা-বাগান শ্রমিকদের ৷ (নিজস্ব চিত্র)

চা বাগানের শ্রমিক গীতা দেবী রাওয়াত বলেন, "21 দিন ধরে আমাদের রিলে অনশন চলছে ৷ অথচ আমাদের কোনও দাবি মানা হচ্ছে না ৷ প্রথম থেকেই আমাদের দাবি মালিকপক্ষ দমিয়ে দিচ্ছে ৷ আমাদের দাবি মানা না-হলে, আমরা আমরণ অনশনে যাব ৷" বিকাশ ছেত্রী বলেন, "দুর্গাপুজো আমাদের অন্ধকারে কেটেছে ৷ দীপাবলিও অন্ধকারে কাটবে ৷ এখন মালিকপক্ষ আমাদের উপর চাপ দিচ্ছে অনশন তুলে দিতে ৷ সরকারও চাপ দিচ্ছে ৷ অনশন না-তুললে বাগান খুলবে না-বলে হুমকি দিচ্ছে ৷ কিন্তু, আমরা মালিকপক্ষকে আর বিশ্বাস করছি না ৷"

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.