বহরমপুর, 21 মার্চ: অবস্থান বদল করে ইউসুফের হয়ে গলা ফাটালেন হুমায়ুন কবীর ৷ রাজনীতির ময়দানে ফের আরও একবার ডিগবাজি খেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । প্রার্থী না-পসন্দ বলে কার্যত রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এমনকী বহরমপুরে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম বৈঠক করার পরেও হুমায়ুনের অবস্থার পরিবর্তন হয়নি ৷ এছাড়াও পাঠান প্রার্থী হওয়ায় হুমায়ুন কবীর যে অখুশি তা তাঁর মন্তব্যে বারবার শোনা গিয়েছিল ৷ এরপরই বৃহস্পতিবার পাঠান বহরমপুরে পা-দেওয়ায় হুমায়ুনকে দেখা গেল তাঁর হয়ে প্রচার করতে ৷
গতকালই সুর নরম করে ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামার আভাস দিয়েছিলেন। বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে অভ্যর্থনা সভায় দাঁড়িয়ে তাঁর সমর্থনে গলা ফাটালেন। একমালায় ইউসুফের সঙ্গে ছবিও তুললেন। ইউসুফের হাত ধরে তাঁকে লোকসভায় পাঠানোর অঙ্গিকার করলেন।
এদিন হুমায়ুন কবীর বলেন, "রাজ্যের 42টি আসনের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং আসন বহরমপুর লোকসভা কেন্দ্র। এই লড়াই সহজ হবে না। বহরমপুরে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নিতে হবে আমাদের। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে জেতাতে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের আরও উদ্মাদনা দেখাতে হবে। নিষ্ঠার সঙ্গে ইউসুফ পাঠানকে জেতাতে হবে। বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে জয়ী করে আমরা এবার লোকসভায় পাঠাব।"
হুমায়ুন কবীরের আগের অবস্থান থেকে সরে আসায় এদিন অনেকেই অবাক হয়েছেন। এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক অন্দরে ৷ তৃণমূল দলেও স্বস্তি ফিরে এসেছে। এদিন কার্যত হুমায়ুন কবীর মঞ্চে এবং দলীয় কার্যালয়ে ইউসুফ পাঠানের সঙ্গ ছাড়েননি। সাংবাদিক বৈঠকেও ইউসুফ পাঠানের পাশের আসন দখল করেছিলেন। অথচ দিন কয়েক আগে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বহরমপুর কেন্দ্রে নির্দল প্রতীকে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কিন্তু আজ হল পুরোটাই উলটো ৷ আজ নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে ইউসুফের হয়ে গলা ফাটালেন ৷ জেতানোর চ্যালেঞ্জ নিলেন ৷
আরও পড়ুন: