ETV Bharat / state

টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস, মৃত 1; বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক - Landslides in Hills

Landslides in Hills: বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে ৷ বাড়িতে ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে 78 বছরের বৃদ্ধের ৷ মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ৷

Landslides in Hills
টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 2:18 PM IST

দার্জিলিং, 3 অক্টোবর: মহালয়া পেরোতেই টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ৷ জায়গায় জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ৷ মৃতের নাম রঘুবীর রাই (78) ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সুখিয়া ব্লকে ৷ প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধ । সে সময় ধস নামে ৷ বাড়ির বাকি চারজন সদস্য ধসের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেও রান্নাঘরে আটকে যান ওই বৃদ্ধ । যার ফলে ধসে চাপা পড়ে প্রাণ হারান তিনি । এরপর বিপর্যয় মোকাবিলা দল এবং সুখিয়াপোখরি থানার পুলিশ এসে বৃদ্ধের দেহটি উদ্ধার করে । দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী বৃদ্ধের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷

টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি শুরু হয় পাহাড়ে । যার জেরে বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কের চিত্রে ও তিস্তাবাজারের নতুন করে ধসের ঘটনা ঘটে । ধসের কারণে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল । এ দিন সকালেও দার্জিলিং সিংতামগামী রাস্তায় একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । পাশাপাশি ধস নেমেছে লোয়ার সিংতাম রোডেও । মূল ও জাতীয় সড়কে ধসের ঘটনায় সমস্যায় পড়েছেন পাহাড়বাসী থেকে পর্যটকেরা ।

অন্যদিকে, দার্জিলিং থেকে রকগার্ডেনগামী রাস্তাতেও ধসের ঘটনা ঘটেছে । জাতীয় সড়কে ধসের খবর পেয়েই পদক্ষেপ করে জেলা প্রশাসন । পূর্ত দফতর, জেলা প্রশাসন ও জিটিএ ধস সরানোর কাজ শুরু করেছে । তিস্তা বাজারের ধস ইতিমধ্যে সরাতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন । আরও ঘণ্টাখানেক পরে চিত্রের ধস সরানোর কাজও শেষ হবে । ধস সরানোর কাজ শেষ হলে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে ।

Landslides in Hills
ধসের কারণে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক (নিজস্ব ছবি)

কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "ধস সারানোর কাজ চলছে । খুব দ্রুত সেই কাজ শেষ হয়ে যাবে । কাজ শেষ হলে ফের একবার ওই সড়ক দিয়ে ছোট যান চলাচল শুরু করা হবে ।" দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, "টানা বৃষ্টির ফলে বেশ কয়েক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । তবে সেগুলো দ্রুত সরানোর কাজ শুরু করা হয়েছে ।"

Landslides in Hills
ধসের নীচে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের (নিজস্ব ছবি)

দার্জিলিং, 3 অক্টোবর: মহালয়া পেরোতেই টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ৷ জায়গায় জায়গায় ধসের ঘটনা ঘটেছে । ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ৷ মৃতের নাম রঘুবীর রাই (78) ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সুখিয়া ব্লকে ৷ প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধ । সে সময় ধস নামে ৷ বাড়ির বাকি চারজন সদস্য ধসের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেও রান্নাঘরে আটকে যান ওই বৃদ্ধ । যার ফলে ধসে চাপা পড়ে প্রাণ হারান তিনি । এরপর বিপর্যয় মোকাবিলা দল এবং সুখিয়াপোখরি থানার পুলিশ এসে বৃদ্ধের দেহটি উদ্ধার করে । দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী বৃদ্ধের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷

টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি শুরু হয় পাহাড়ে । যার জেরে বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কের চিত্রে ও তিস্তাবাজারের নতুন করে ধসের ঘটনা ঘটে । ধসের কারণে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল । এ দিন সকালেও দার্জিলিং সিংতামগামী রাস্তায় একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । পাশাপাশি ধস নেমেছে লোয়ার সিংতাম রোডেও । মূল ও জাতীয় সড়কে ধসের ঘটনায় সমস্যায় পড়েছেন পাহাড়বাসী থেকে পর্যটকেরা ।

অন্যদিকে, দার্জিলিং থেকে রকগার্ডেনগামী রাস্তাতেও ধসের ঘটনা ঘটেছে । জাতীয় সড়কে ধসের খবর পেয়েই পদক্ষেপ করে জেলা প্রশাসন । পূর্ত দফতর, জেলা প্রশাসন ও জিটিএ ধস সরানোর কাজ শুরু করেছে । তিস্তা বাজারের ধস ইতিমধ্যে সরাতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন । আরও ঘণ্টাখানেক পরে চিত্রের ধস সরানোর কাজও শেষ হবে । ধস সরানোর কাজ শেষ হলে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে ।

Landslides in Hills
ধসের কারণে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক (নিজস্ব ছবি)

কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "ধস সারানোর কাজ চলছে । খুব দ্রুত সেই কাজ শেষ হয়ে যাবে । কাজ শেষ হলে ফের একবার ওই সড়ক দিয়ে ছোট যান চলাচল শুরু করা হবে ।" দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, "টানা বৃষ্টির ফলে বেশ কয়েক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । তবে সেগুলো দ্রুত সরানোর কাজ শুরু করা হয়েছে ।"

Landslides in Hills
ধসের নীচে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.