কলকাতা, 22 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনের দিন বইমেলায় বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা ৷ 22 জানুয়ারি সোমবার বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে এলেই বিনামূল্যে মিলবে এই হনুমান চালিশা ৷ এছাড়াও দেওয়া হবে অযোধ্যা থেকে চন্দন এবং ফুল ।
47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও দেখা যাবে রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক কর্মসূচি । রাম মন্দিরকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নেওয়া স্টল জনবার্তা এবং বিশ্ব হিন্দু পরিষদ । এবারের কলকাতা বইমেলায় 508 নম্বর স্টল দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ । সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন তাঁদের স্টলে এলেই মিলবে বিনামূল্যে হনুমান চল্লিশা । এছাড়াও দেওয়া হবে অযোধ্যা থেকে চন্দন এবং ফুল । এর সঙ্গে তাঁদের স্টলও সাজানো হবে বিশেষভাবে । সবকিছুই হবে গিল্ড কর্তৃপক্ষের নিয়ম মেনে ।
অন্যদিকে, 161 নম্বর স্টল জনবার্তার । রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তাঁদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে । তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । স্টলের দায়িত্বে থাকা ব্যক্তি অমিতাভ রায় বলেন, "আমরা লাড্ডু বিতরণ বা বইমেলায় স্বচ্ছ অভিযান করতে পারি । তার সঙ্গে রাম মন্দির উদ্বোধনের সময়ের ভিডিয়োটা রেকর্ড করে চালাতেও পারি । এখনও চূড়ান্ত কিছু হয়নি । তবে পরিকল্পনা থাকবে ।"
জনবার্তা স্টলের সামনেই রয়েছে ছোট একটি এলসিডি টিভি । সেখানেই দেখানো হতে পারে রাম মন্দির উদ্বোধনের মুহূর্তের ভিডিয়ো । বিশ্ব হিন্দু পরিষদ ও জনবার্তা দুটো স্টলই এইসব কর্মসূচি করবে 12টায় বইমেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে ।
তবে এর পাশাপাশি 2টি স্টলেই রয়েছে রামমন্দির নিয়ে বই । যা ইতিমধ্যেই বহু মানুষ কিনছে । বিক্রি বেড়েছে বিজেপির স্টলে । স্টলের দায়িত্বরত ব্যক্তির কথায়, "গতবছর আমাদের স্টলে প্রতিদিন বিক্রি হত প্রায় 3 হাজার টাকার বই । এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 হাজার ।"
আরও পড়ুন :