ETV Bharat / state

টাকার বিনিময়ে স্কুলে গাড়ির ঢোকার অনুমতি, প্রতিবাদে সরব অভিভাবকেরা - Joka School Protest - JOKA SCHOOL PROTEST

Protest on Car Fee in Joka School: ফি দিলে গাড়ি নিয়ে ঢোকার অনুমতি মিলবে স্কুল কম্পাউন্ডে ৷ প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ৷ যেখানে স্কুলের ফি মাত্র 25 টাকা সেখানে অতিরিক্ত টাকা দিতে নারাজ তাঁরা ৷

Joka School Protest
গাড়ির ফি নিয়ে প্রতিবাদ জোকার স্কুলে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 3:40 PM IST

Updated : Aug 1, 2024, 4:56 PM IST

কলকাতা, 1 অগস্ট: স্কুলের ভিতর দুই বা চারচাকা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না পড়ুয়া থেকে অভিভাবকেরা ৷ তার জন্য দিতে হবে নির্দিষ্ট ফি ৷ ফরমান জারি হল আইআইএম জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সরব হলেন অভিভাবকেরা ৷ ডায়মন্ড হারবার রোডে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা ৷ অফিস টাইমে সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷

ডায়মন্ড হারবার রোড অবরোধ অভিভাবকদের (ইটিভি ভারত)

বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর, হরিদেবপুর থানার পুলিশ ও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তারা ৷ তবে বিক্ষোভকারী নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ৷ গাড়ির জন্য অতিরিক্ত ফি তাঁরা দেবেন না, এই অবস্থানে অনড় অভিভাবকেরা ৷ এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনার দাবি জানায় বিক্ষোভকারীরা ৷ পথ অবরোধ সরাতে গেলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে ৷ প্রায় চার ঘণ্টা এই অবরোধ চলার পর বর্তমানে তা উঠে গিয়েছে ৷ তবে বিক্ষোভ চলছে ৷

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোড থেকে জোকা ম্যানেজমেন্টের ভিতর কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব প্রায় 700 মিটার । অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, যদি গাড়ি নিয়ে ভিতরে না ঢোকা যায়, তাহলে এই পথ ছাত্র-ছাত্রীদের হেঁটে যেতে হবে ৷ পড়ুয়াদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হবে ৷ কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে ।

তবে স্কুল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ একাদশ শ্রেণির পড়ুয়া আমন দত্ত বলে, "স্কুলের ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে । টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে, আমাদের হেঁটে স্কুলের ভিতর প্রবেশ করতে হবে । তাতেই আমাদের আপত্তি ৷ আমরা না হয় ব্যাগ নিয়ে চলে যাব ৷ ছোট ভাইবোনেরা কী করে ভারী ব্যাগ নিয়ে স্কুলে ঢুকবে ৷"

গাড়ি সংক্রান্ত ফি নিয়ে একটি বিজ্ঞপ্তি স্কুলের বাইরে সাঁটিয়ে দেওয়া হয়েছে ৷ তাতে উল্লেখ রয়েছে বছরে গাড়ি বাবদ কত টাকা দিতে হবে ৷ দু'চাকা গাড়ির জন্য 3000, তিনচাকার জন্য 5000, চার চাকার জন্য 6 হাজার, পাশাপাশি বাসের জন্য 12000 টাকা ধার্য করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ অর্থাৎ আইআইএম জোকা ম্যানেজমেন্টের ভিতরে গাড়ি নিয়ে গেলে অভিভাবকদের স্কুলগুলিকে এই টাকা দিতে হবে ।

অন্যদিকে অভিভাবকদের বক্তব্য, এই টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ আবার তাঁরা স্কুলের সামনেও বাচ্চাকে ছেড়ে দেবে না ৷ কারণ কয়েকদিন আগে একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে ৷ যদিও সেই বাচ্চাটি এই স্কুলের নয়, তা সত্ত্বেও পড়ুয়াদের একেবারে গেটের সামনে ছাড়তে রাজি নয় অভিভাবকেরা ৷ সেই নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনের পরিস্থিতি ।

কলকাতা, 1 অগস্ট: স্কুলের ভিতর দুই বা চারচাকা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না পড়ুয়া থেকে অভিভাবকেরা ৷ তার জন্য দিতে হবে নির্দিষ্ট ফি ৷ ফরমান জারি হল আইআইএম জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সরব হলেন অভিভাবকেরা ৷ ডায়মন্ড হারবার রোডে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা ৷ অফিস টাইমে সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷

ডায়মন্ড হারবার রোড অবরোধ অভিভাবকদের (ইটিভি ভারত)

বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর, হরিদেবপুর থানার পুলিশ ও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তারা ৷ তবে বিক্ষোভকারী নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ৷ গাড়ির জন্য অতিরিক্ত ফি তাঁরা দেবেন না, এই অবস্থানে অনড় অভিভাবকেরা ৷ এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনার দাবি জানায় বিক্ষোভকারীরা ৷ পথ অবরোধ সরাতে গেলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে ৷ প্রায় চার ঘণ্টা এই অবরোধ চলার পর বর্তমানে তা উঠে গিয়েছে ৷ তবে বিক্ষোভ চলছে ৷

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোড থেকে জোকা ম্যানেজমেন্টের ভিতর কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব প্রায় 700 মিটার । অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, যদি গাড়ি নিয়ে ভিতরে না ঢোকা যায়, তাহলে এই পথ ছাত্র-ছাত্রীদের হেঁটে যেতে হবে ৷ পড়ুয়াদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হবে ৷ কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে ।

তবে স্কুল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ একাদশ শ্রেণির পড়ুয়া আমন দত্ত বলে, "স্কুলের ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে । টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে, আমাদের হেঁটে স্কুলের ভিতর প্রবেশ করতে হবে । তাতেই আমাদের আপত্তি ৷ আমরা না হয় ব্যাগ নিয়ে চলে যাব ৷ ছোট ভাইবোনেরা কী করে ভারী ব্যাগ নিয়ে স্কুলে ঢুকবে ৷"

গাড়ি সংক্রান্ত ফি নিয়ে একটি বিজ্ঞপ্তি স্কুলের বাইরে সাঁটিয়ে দেওয়া হয়েছে ৷ তাতে উল্লেখ রয়েছে বছরে গাড়ি বাবদ কত টাকা দিতে হবে ৷ দু'চাকা গাড়ির জন্য 3000, তিনচাকার জন্য 5000, চার চাকার জন্য 6 হাজার, পাশাপাশি বাসের জন্য 12000 টাকা ধার্য করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ অর্থাৎ আইআইএম জোকা ম্যানেজমেন্টের ভিতরে গাড়ি নিয়ে গেলে অভিভাবকদের স্কুলগুলিকে এই টাকা দিতে হবে ।

অন্যদিকে অভিভাবকদের বক্তব্য, এই টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ আবার তাঁরা স্কুলের সামনেও বাচ্চাকে ছেড়ে দেবে না ৷ কারণ কয়েকদিন আগে একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে ৷ যদিও সেই বাচ্চাটি এই স্কুলের নয়, তা সত্ত্বেও পড়ুয়াদের একেবারে গেটের সামনে ছাড়তে রাজি নয় অভিভাবকেরা ৷ সেই নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনের পরিস্থিতি ।

Last Updated : Aug 1, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.