কলকাতা, 8 অক্টোবর: আরজি করের 50 জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন মঙ্গলবার ৷ সেই পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকরা ৷ জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবিপূরণ না-হলে, আগামী দিনে সম্মিলিতভাবে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিনিয়র চিকিৎসকরা ৷
আজ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তারদের মহামিছিল থেকে এই বার্তা দিয়েছেন সিনিয়র চিকিৎসক মানস গুমটা ৷ তিনি বলেন, "আজ আরজি করের সিনিয়র চিকিৎসকরা বাধ্য হয়ে গণইস্তফা দিয়েছেন ৷ তাঁরা সবাই সংবেদনশীল ৷ তাঁরা কেউ চাননি এই পদক্ষেপ নিতে ৷ কিন্তু, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা, তাঁদের এই পদক্ষেপ নিতে বাধ্য় করেছে ৷ আর দ্রুত যদি ন্যায় বিচার ও জুনিয়র ডাক্তারদের দশদফা দাবিপূরণ না-হয়, তাহলে হয়তো বাকি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা সম্মিলিতভাবে ইস্তফা দেবেন ৷ আশা করব সেই পরিস্থিতি তৈরি হবে না ৷"
জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই মহামিছিলে আজ দেখা গিয়েছে, টালিগঞ্জের অভিনেত্রী চৈতি ঘোষালকে ৷ তিনিও জুনিয়র ডাক্তারদের দাবির স্বপক্ষে সরকারের কাছে আবেদন করলেন, দ্রুত আরজি করের নির্যাতিতার সুবিচারের ব্যবস্থা করা হোক ৷ সেই সঙ্গে আমরণ অনশনে বসা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা বসে, তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হোক ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্যোগী হওয়ার আবেদন করেন তিনি ৷
উল্লেখ্য, পঞ্চমীতে কলেজ স্কোয়ার থেকে জুনিয়র ডাক্তারদের এই মিছিল করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ ৷ কারণ হিসেবে বলা হয়েছিল, সন্তোষ মিত্র স্কোয়ার এবং কলেজ স্কোয়ার কলকাতা শহরের অন্যতম দু’টি পুজো ৷ বহু দর্শনার্থী এই দুই মণ্ডপে ভিড় করছেন ৷ এই মিছিলের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হবে ৷ সেই কথাই মাথায় রেখে কলকাতা পুলিশের তরফে ইমেইল করা হয় জুনিয়র ডাক্তারদের ৷
তারপরেই বৈঠক করেন জুনিয়ার ডক্টরস ফ্রন্টের সদস্যরা ৷ সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়কে এড়িয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 6 নম্বর গেট থেকে মিছিল শুরু করার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা ৷